বিনোদন ডেস্ক
অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। দর্শকের এবার নজর পরের কিস্তির দিকে। আগেই জানা গিয়েছিল, অ্যাভাটার থ্রি মুক্তি পাবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়ে দিলেন, অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তির নাম হবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। শুক্রবার ডিজনির ‘ডি২৩ এক্সপো’ অনুষ্ঠানে নামটি ঘোষণা করেন নির্মাতা জেমস ক্যামেরন এবং অভিনয়শিল্পী জো সালদানা ও স্যাম ওয়ার্থিংটন।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ-এর কোনো ফুটেজ দেখানো হয়নি অনুষ্ঠানে। শুধু সিনেমাটির কিছু কনসেপ্ট শেয়ার করা হয়েছে, যেখানে নেইতিরি বিরাট এয়ারশিপে চড়ে যাচ্ছে। নাভির ভয়ংকর অ্যাশ জাতিকে প্রথম দেখা গেছে, যারা মুখোশ পরে একটি আগুনের গুহার চারপাশে নাচছে।
এদিন পরিচালক ক্যামেরন বলেন, ‘এ সিনেমায় প্যান্ডোরাকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন সবাই, যা আগে কখনো দেখা যায়নি। এ জার্নিতে শুধু অ্যাডভেঞ্চার নয়, থাকবে ইমোশনও, যা আগের দুই সিনেমায় তেমনভাবে ছিল না।’ ক্যামেরন জানান, যে ধরনের চরিত্র এবার সামনে আসতে চলেছে তা প্রচণ্ড চ্যালেঞ্জিং। তবে দর্শকেরা তাঁদের ভালোবাসতে বাধ্য হবেন। যুক্ত হয়েছে অনেক নতুন চরিত্র। ক্যামেরনের ভাষায়, ‘চরিত্রগুলো নানাভাবে দর্শকদের আলোড়িত করবে, দর্শক তাদের ভালোবাসবে, ঘৃণা করবে।’
জানা গেছে, ২০২২ সালে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার পরপরই ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার শুটিং শুরু করেন জেমস ক্যামেরন। এ পর্বের গল্পে দেখা যাবে, প্যান্ডোরার ভিনগ্রহের চাঁদে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (আরডিএ) ফিরে আসার পর মানুষ ও নাভি জাতির মধ্যে যুদ্ধ শুরু হয়। দ্য ওয়ে অব ওয়াটাররের শেষের দিকে, জেক সুলি ও নেইতিরির পরিবার জলজ মেটকাইনা গোষ্ঠী ও তুলকুনদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়। তারপর তারা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে। কিন্তু আরডিএ পরিবারের বড় ছেলে যুদ্ধে নিহত হয়। এ ঘটনা তাদের গভীরভাবে নাড়া দেয়।
এ ঘটনার পর অ্যাশ গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হবে জেক-নেইতিরি। পরিচালক জানিয়েছেন, এবারের পর্বের ভিজ্যুয়াল এফেক্টস আরও দুর্দান্ত হতে চলেছে। জো সালদানা ও স্যাম ওয়ার্থিংটনের সঙ্গে এ পর্বে আরও অভিনয় করেছেন ডেভিড থিউলিস, মিশেল ইয়ো, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস, জ্যাক চ্যাম্পিয়ন, ট্রিনিটি জো-লি ব্লিস, জোয়েল ডেভিড মুর প্রমুখ।
অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। দর্শকের এবার নজর পরের কিস্তির দিকে। আগেই জানা গিয়েছিল, অ্যাভাটার থ্রি মুক্তি পাবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়ে দিলেন, অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তির নাম হবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। শুক্রবার ডিজনির ‘ডি২৩ এক্সপো’ অনুষ্ঠানে নামটি ঘোষণা করেন নির্মাতা জেমস ক্যামেরন এবং অভিনয়শিল্পী জো সালদানা ও স্যাম ওয়ার্থিংটন।
অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ-এর কোনো ফুটেজ দেখানো হয়নি অনুষ্ঠানে। শুধু সিনেমাটির কিছু কনসেপ্ট শেয়ার করা হয়েছে, যেখানে নেইতিরি বিরাট এয়ারশিপে চড়ে যাচ্ছে। নাভির ভয়ংকর অ্যাশ জাতিকে প্রথম দেখা গেছে, যারা মুখোশ পরে একটি আগুনের গুহার চারপাশে নাচছে।
এদিন পরিচালক ক্যামেরন বলেন, ‘এ সিনেমায় প্যান্ডোরাকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন সবাই, যা আগে কখনো দেখা যায়নি। এ জার্নিতে শুধু অ্যাডভেঞ্চার নয়, থাকবে ইমোশনও, যা আগের দুই সিনেমায় তেমনভাবে ছিল না।’ ক্যামেরন জানান, যে ধরনের চরিত্র এবার সামনে আসতে চলেছে তা প্রচণ্ড চ্যালেঞ্জিং। তবে দর্শকেরা তাঁদের ভালোবাসতে বাধ্য হবেন। যুক্ত হয়েছে অনেক নতুন চরিত্র। ক্যামেরনের ভাষায়, ‘চরিত্রগুলো নানাভাবে দর্শকদের আলোড়িত করবে, দর্শক তাদের ভালোবাসবে, ঘৃণা করবে।’
জানা গেছে, ২০২২ সালে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার পরপরই ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার শুটিং শুরু করেন জেমস ক্যামেরন। এ পর্বের গল্পে দেখা যাবে, প্যান্ডোরার ভিনগ্রহের চাঁদে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (আরডিএ) ফিরে আসার পর মানুষ ও নাভি জাতির মধ্যে যুদ্ধ শুরু হয়। দ্য ওয়ে অব ওয়াটাররের শেষের দিকে, জেক সুলি ও নেইতিরির পরিবার জলজ মেটকাইনা গোষ্ঠী ও তুলকুনদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়। তারপর তারা একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে। কিন্তু আরডিএ পরিবারের বড় ছেলে যুদ্ধে নিহত হয়। এ ঘটনা তাদের গভীরভাবে নাড়া দেয়।
এ ঘটনার পর অ্যাশ গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হবে জেক-নেইতিরি। পরিচালক জানিয়েছেন, এবারের পর্বের ভিজ্যুয়াল এফেক্টস আরও দুর্দান্ত হতে চলেছে। জো সালদানা ও স্যাম ওয়ার্থিংটনের সঙ্গে এ পর্বে আরও অভিনয় করেছেন ডেভিড থিউলিস, মিশেল ইয়ো, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাং, কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস, জ্যাক চ্যাম্পিয়ন, ট্রিনিটি জো-লি ব্লিস, জোয়েল ডেভিড মুর প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে