ফারহানা রহমান
জীবের বংশগতি ও বিবর্তন
প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘বারো অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে অনুধাবনমূলক ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
[গত সংখ্যার পর]
১। ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?
উত্তর: ক্রোমোজোম চারিত্রিক বৈশিষ্ট্য পিতা-মাতা থেকে সন্তানে সঞ্চারিত করে বলে ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়।
ক্রোমোজোম নিউক্লিয়াসের একটি অত্যাবশ্যকীয় অংশ। এর ভৌত ও রাসায়নিক ভিত্তি হলো DNA। এর মাধ্যমে পূর্বপুরুষ থেকে চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে সঞ্চারিত হয়। তাই ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়।
২। অটোসোম বলতে কী বোঝো?
উত্তর: কোষের যে ক্রোমোজোমগুলো শারীরবৃত্তীয়, ভ্রূণ ও দেহ গঠনে অংশগ্রহণ করে, তাদের অটোসোম বলে।
মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা ৪৬টি বা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া বা ৪৪টি অটোসোম নামে খ্যাত। অটোসোমগুলো শারীরবৃত্তীয় ভ্রূণ ও দেহ গঠনে অংশগ্রহণ করে।
৩। জিন ও ডিএনএ একই ধরনের কেন?
উত্তর: ক্রোমোজোমের প্রধান উপাদান DNA, অন্যদিকে DNA-এর একেকটি অংশই হলো জিন।
DNA ও জিন উভয়ই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে পিতা-মাতা থেকে তাঁদের পরবর্তী বংশধরে নিয়ে যায়। তাই DNA ও জিনকে সাধারণত একই উপাদান বলা যেতে পারে।
৪। লিঙ্গ নির্ধারণ বলতে কী বোঝো?
উত্তর: মানুষ ও স্তন্যপায়ী প্রাণীতে সেক্স ক্রোমোজোমের মধ্যকার বিন্যাসের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে।
নারীতে দুটি সেক্স ক্রোমোজোমই X কিন্তু পুরুষের দুটি সেক্স ক্রোমোজোমের একটি X ও অপরটি Y। পুরুষের X-এর সঙ্গে নারীর X-এর মিলন হলে সন্তান হয় X X অর্থাৎ মেয়ে। আবার পুরুষের Y নারীর X-এর মিলন হলে সন্তান হয় ছেলে। অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই মুখ্য।
৫। জীব জগতের ভিন্নতা বলতে কী বোঝায়?
উত্তর: পরিবেশের পরিবর্তনের কারণে এক জীবের সঙ্গে অপর জীবের পার্থক্য দেখা যায়, তাই জগতের ভিন্নতা।
ডারউইন লক্ষ করেছিলেন যে পৃথিবীতে দুটি প্রাণী বা প্রাণীগোষ্ঠী সম্পূর্ণভাবে এক রকম নয়। একই প্রজাতির মধ্যে এমনকি পিতা-মাতার সন্তানের মধ্যেও পার্থক্য দেখা যায়। ডারউইনের মতে, অবিরাম সংগ্রামের ফলে নিজেকে রক্ষার জন্য নানা রকম শারীরিক পরিবর্তন ঘটে। পরিবর্তনের ফলে জীবে জীবে পার্থক্য ঘটে। আর তাই তো জীবজগতের এই ভিন্নতা।
৬। ক্রোমোজোম বলতে কী বোঝো?
উত্তর: বংশগতির প্রধান উপাদান হলো ক্রোমোজোম।
মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ন রাখে।
৭। DNA বলতে কী বোঝো?
উত্তর: ক্রোমোজোমের প্রধান উপাদান হলো DNA।
মার্কিন বিজ্ঞানী Watson ও ইংরেজ বিজ্ঞানী Crick-1953 সালে DNA অণুর Double helix কাঠামোর বর্ণনা দেন। DNA ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি।
৮। জিন বলতে কী বোঝায়?
উত্তর: জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন।
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, তাকে লোকাস বলে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের DNA অনুসূত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে।
৯। গ্রেগর জাহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন?
উত্তর: বংশগতিবিদ্যায় অসামান্য অবদানের জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
গ্রেগর জোহান মেন্ডেল একজন ধর্মযাজক ছিলেন। তিনি তাঁর গির্জার বাগানে মটরশুঁটির উদ্ভিদ নিয়ে দীর্ঘ দিন গবেষণা করেন। এ গবেষণা থেকে তিনি বংশগতিবিদ্যায় দুটি সূত্র প্রকাশ করেন। সূত্র দুটি এখনো যথাযথ বলে সর্বজনস্বীকৃত। এই বিশেষ অবদানের কারণেই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
বহুনির্বাচনি
১। কোনটিকে স্টোন সেল বলা হয়?
ক) বাস্ট ফাইবার খ) সার্ফেস ফাইবার গ) স্কেরাইড ঘ) কাষ্ঠ তন্তু
২। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়?
ক) রেচনতন্ত্রে খ) ডায়াটিম গ) স্নায়ুতন্ত্রে ঘ) শ্বসনতন্ত্রে
৩। কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির?
ক) অ্যামিবা খ) ডায়াটিম গ) পেনিসিলিয়াম ঘ) প্যারামেসিয়াম
৪। কোন অঙ্গাণুতে টনোপ্লাস্ট পাওয়া যায়?
ক) প্লাস্টিড খ) ভ্যাকুওল গ) নিউক্লিয়াস ঘ) মাইটোকন্ড্রিয়া
৫। ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য কী?
i) জটিল ধরনের টিস্যু
ii) সিভনলের মাধ্যমে পানি পরিবাহিত হয়
iii) পাতা হতে বিভিন্ন অঙ্গে প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৬। জীবের দেহ গঠনের কোষে বিভাজন হয়?
i) মাইটোসিস প্রক্রিয়ায়
ii) মিয়োসিস প্রক্রিয়ায়
iii) অ্যামাইটোসিস প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii গ) i, iii খ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. গ ৬. খ।
ফারহানা রহমান
সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা।
জীবের বংশগতি ও বিবর্তন
প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘বারো অধ্যায়: জীবের বংশগতি ও বিবর্তন’ থেকে অনুধাবনমূলক ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
[গত সংখ্যার পর]
১। ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন?
উত্তর: ক্রোমোজোম চারিত্রিক বৈশিষ্ট্য পিতা-মাতা থেকে সন্তানে সঞ্চারিত করে বলে ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়।
ক্রোমোজোম নিউক্লিয়াসের একটি অত্যাবশ্যকীয় অংশ। এর ভৌত ও রাসায়নিক ভিত্তি হলো DNA। এর মাধ্যমে পূর্বপুরুষ থেকে চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে সঞ্চারিত হয়। তাই ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়।
২। অটোসোম বলতে কী বোঝো?
উত্তর: কোষের যে ক্রোমোজোমগুলো শারীরবৃত্তীয়, ভ্রূণ ও দেহ গঠনে অংশগ্রহণ করে, তাদের অটোসোম বলে।
মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা ৪৬টি বা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া বা ৪৪টি অটোসোম নামে খ্যাত। অটোসোমগুলো শারীরবৃত্তীয় ভ্রূণ ও দেহ গঠনে অংশগ্রহণ করে।
৩। জিন ও ডিএনএ একই ধরনের কেন?
উত্তর: ক্রোমোজোমের প্রধান উপাদান DNA, অন্যদিকে DNA-এর একেকটি অংশই হলো জিন।
DNA ও জিন উভয়ই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে পিতা-মাতা থেকে তাঁদের পরবর্তী বংশধরে নিয়ে যায়। তাই DNA ও জিনকে সাধারণত একই উপাদান বলা যেতে পারে।
৪। লিঙ্গ নির্ধারণ বলতে কী বোঝো?
উত্তর: মানুষ ও স্তন্যপায়ী প্রাণীতে সেক্স ক্রোমোজোমের মধ্যকার বিন্যাসের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে।
নারীতে দুটি সেক্স ক্রোমোজোমই X কিন্তু পুরুষের দুটি সেক্স ক্রোমোজোমের একটি X ও অপরটি Y। পুরুষের X-এর সঙ্গে নারীর X-এর মিলন হলে সন্তান হয় X X অর্থাৎ মেয়ে। আবার পুরুষের Y নারীর X-এর মিলন হলে সন্তান হয় ছেলে। অর্থাৎ মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকাই মুখ্য।
৫। জীব জগতের ভিন্নতা বলতে কী বোঝায়?
উত্তর: পরিবেশের পরিবর্তনের কারণে এক জীবের সঙ্গে অপর জীবের পার্থক্য দেখা যায়, তাই জগতের ভিন্নতা।
ডারউইন লক্ষ করেছিলেন যে পৃথিবীতে দুটি প্রাণী বা প্রাণীগোষ্ঠী সম্পূর্ণভাবে এক রকম নয়। একই প্রজাতির মধ্যে এমনকি পিতা-মাতার সন্তানের মধ্যেও পার্থক্য দেখা যায়। ডারউইনের মতে, অবিরাম সংগ্রামের ফলে নিজেকে রক্ষার জন্য নানা রকম শারীরিক পরিবর্তন ঘটে। পরিবর্তনের ফলে জীবে জীবে পার্থক্য ঘটে। আর তাই তো জীবজগতের এই ভিন্নতা।
৬। ক্রোমোজোম বলতে কী বোঝো?
উত্তর: বংশগতির প্রধান উপাদান হলো ক্রোমোজোম।
মানুষের চোখের রং, চুলের প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ন রাখে।
৭। DNA বলতে কী বোঝো?
উত্তর: ক্রোমোজোমের প্রধান উপাদান হলো DNA।
মার্কিন বিজ্ঞানী Watson ও ইংরেজ বিজ্ঞানী Crick-1953 সালে DNA অণুর Double helix কাঠামোর বর্ণনা দেন। DNA ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি।
৮। জিন বলতে কী বোঝায়?
উত্তর: জীবের সব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন।
ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, তাকে লোকাস বলে। জিনগুলো সাধারণ নিয়মে ক্রোমোজোমের DNA অনুসূত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে।
৯। গ্রেগর জাহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় কেন?
উত্তর: বংশগতিবিদ্যায় অসামান্য অবদানের জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
গ্রেগর জোহান মেন্ডেল একজন ধর্মযাজক ছিলেন। তিনি তাঁর গির্জার বাগানে মটরশুঁটির উদ্ভিদ নিয়ে দীর্ঘ দিন গবেষণা করেন। এ গবেষণা থেকে তিনি বংশগতিবিদ্যায় দুটি সূত্র প্রকাশ করেন। সূত্র দুটি এখনো যথাযথ বলে সর্বজনস্বীকৃত। এই বিশেষ অবদানের কারণেই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।
বহুনির্বাচনি
১। কোনটিকে স্টোন সেল বলা হয়?
ক) বাস্ট ফাইবার খ) সার্ফেস ফাইবার গ) স্কেরাইড ঘ) কাষ্ঠ তন্তু
২। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়?
ক) রেচনতন্ত্রে খ) ডায়াটিম গ) স্নায়ুতন্ত্রে ঘ) শ্বসনতন্ত্রে
৩। কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির?
ক) অ্যামিবা খ) ডায়াটিম গ) পেনিসিলিয়াম ঘ) প্যারামেসিয়াম
৪। কোন অঙ্গাণুতে টনোপ্লাস্ট পাওয়া যায়?
ক) প্লাস্টিড খ) ভ্যাকুওল গ) নিউক্লিয়াস ঘ) মাইটোকন্ড্রিয়া
৫। ফ্লোয়েম টিস্যুর বৈশিষ্ট্য কী?
i) জটিল ধরনের টিস্যু
ii) সিভনলের মাধ্যমে পানি পরিবাহিত হয়
iii) পাতা হতে বিভিন্ন অঙ্গে প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করে।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৬। জীবের দেহ গঠনের কোষে বিভাজন হয়?
i) মাইটোসিস প্রক্রিয়ায়
ii) মিয়োসিস প্রক্রিয়ায়
iii) অ্যামাইটোসিস প্রক্রিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii গ) i, iii খ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ ২. ঘ ৩. গ ৪. খ ৫. গ ৬. খ।
ফারহানা রহমান
সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে