ধান কাটায় ব্যস্ত কৃষক

পবা প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ১২: ১৩

আবহাওয়া অনুকূলে থাকায় রাজশাহীর পবা উপজেলায় এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার আটটি ইউনিয়নে মাঠের সোনালি ধান ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী স্থানীয় কৃষি বিভাগ।

গতকাল রোববার উপজেলার সবসার বিল ও বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে সোনালি ধান। কৃষকদের কেউ ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে, আবার কেউ পরিবহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ির উঠানে চলছে ধানমাড়াইয়ের কাজ। কথা বলার মতো সময় নেই তাঁদের।

পবা উপজেলার সবসার গ্ৰামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ধানের বাম্পার ফলন হয়েছে। তিনি এ বছর ৫ বিঘা জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘা জমিতে ৪৪ মণ ধান পেয়েছেন এবং বাকি ৩ বিঘা জমিতে ধান কাটা চলছে। বিঘাপ্রতি প্রায় ১৮ থেকে ২২ মণ ধানের ফলন হয়েছে বলে জানান তিনি।

ভালাম গ্ৰামের কৃষক সালাম বলেন, গত বছর মাজরা পোকা ও কারেন্ট পোকার উপদ্রব বেশি ছিল, তাই ধানের ফলন কম হয়। বিঘাতে ৮ থেকে ১০ মণ ধান পেয়েছিলেন। এ বছর ফসলের উৎপাদন বাড়াতে ও পোকামাকড়ের বালাই থেকে ধান রক্ষায় কৃষি কর্মকর্তারা উঠান বৈঠক করে সঠিক কীটনাশক ব্যবহার করতে উৎসাহিত করেছিলেন। সঠিক কীটনাশক ব্যবহার করে চলিত বছর সাড়ে তিন বিঘা জমিতে ব্রি ৭১ চাষ করে ৬৬ মণ ধান পেয়েছেন তিনি।

পবা উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম জানান, বাংলাদেশে আউশ, আমন ও বোরো—এই তিন মৌসুমে ধান চাষ করা হয়। এ বছর উপজেলার আটটি ইউনিয়নে ৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।

কৃষকেরা এ মৌসুমে সুমন স্বর্ণা, ব্রি ৪৯, ব্রি ৫১, ব্রি ৬১ ও ব্রি ৭১ চাষ করে থাকেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ভালো ফলন হয়েছে। তাই ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত