নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোজ নিয়ম করে ঘর ঝাড়ামোছা ও গোছগাছ তো করাই হয়। কিন্তু করি করি করেও যা করা হয় না তা হলো, জামাকাপড় রাখার আলমারি বা কাভার্ড গোছানো। রোজ কাপড় বের করার সময় বা কাপড় ভাঁজ করে রাখার সময় ভাবেন গোছাবেন, কিন্তু আর হচ্ছে না। এবার একটা বড় নিশ্বাস নিন। চলুন, পরিচ্ছন্নতার কাজে নেমে পড়া যাক।
কাপড়ের আলমারি বা কাভার্ড গোছানোর সময় প্রথমে কাপড় আলাদা করুন। ঘরে পরা ও বাইরে পরার কাপড় আলাদা করুন। এবার যে কাপড়গুলো সচরাচর পরা হয় না, সেগুলো একপাশে জমা করুন। এমন যদি হয়, কাপড়গুলোর আর প্রয়োজনও নেই, সে ক্ষেত্রে একটা ব্যাগে ভরে রাখতে পারেন। পরিধানযোগ্য পুরোনো কাপড় দিয়ে দিতে পারেন। আলমারি ভালোভাবে মুছে কিছুক্ষণ দরজা খোলা রাখুন। এই ফাঁকে কাপড় ভাঁজ করতে থাকুন। জ্যাকেট, পাঞ্জাবি ও শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এখন যেহেতু শীতকাল, তাই শর্টস, পাতলা সুতির কাপড়সহ গরমকালের উপযোগী পোশাক রাখুন একেবারে পেছনের দিকে। অন্যদিকে শীতকালের পরিধেয়গুলো রাখুন হাতের কাছে।
ছোট ছোট জিনিস, যেমন হাতমোজা, মোজা, টুপি, মাফলার এগুলো একটা ঝুড়িতে সাজিয়ে রেখে দিতে পারেন আলমারির ভেতর। মনে রাখা জরুরি, ময়লা বা কাপড় না ধুয়ে আলমারিতে রাখা ঠিক নয়। এতে অন্য কাপড়ের তাজা ভাব নষ্ট হয়।
আলমারিতে যদি মেকআপ বা অন্যান্য প্রসাধনী রাখা থাকে, তাহলে সেগুলো বের করে নতুন করে গুছিয়ে নিন। মেয়াদোত্তীর্ণ মেকআপ বা প্রসাধনী থাকলে তা ফেলে দিন। তা ছাড়া রোজকার ব্যবহার্য প্রসাধনী সামনের সারিতে ও অপেক্ষাকৃত কম ব্যবহার করা প্রসাধনী পেছনের সারিতে রাখুন।
দীর্ঘদিন আলমারি পরিষ্কার না করলে কাপড়ে একধরনের গন্ধ হয়। সে কারণে আলমারির দরজা মাঝে মাঝে খুলে সামনে টেবিল ফ্যান চালিয়ে রাখুন। হালকা সুগন্ধিও ছড়িয়ে দিতে পারেন আলমারির ভেতর। কাপড় তাজা থাকবে।
সূত্র: দ্য স্প্রাউস
রোজ নিয়ম করে ঘর ঝাড়ামোছা ও গোছগাছ তো করাই হয়। কিন্তু করি করি করেও যা করা হয় না তা হলো, জামাকাপড় রাখার আলমারি বা কাভার্ড গোছানো। রোজ কাপড় বের করার সময় বা কাপড় ভাঁজ করে রাখার সময় ভাবেন গোছাবেন, কিন্তু আর হচ্ছে না। এবার একটা বড় নিশ্বাস নিন। চলুন, পরিচ্ছন্নতার কাজে নেমে পড়া যাক।
কাপড়ের আলমারি বা কাভার্ড গোছানোর সময় প্রথমে কাপড় আলাদা করুন। ঘরে পরা ও বাইরে পরার কাপড় আলাদা করুন। এবার যে কাপড়গুলো সচরাচর পরা হয় না, সেগুলো একপাশে জমা করুন। এমন যদি হয়, কাপড়গুলোর আর প্রয়োজনও নেই, সে ক্ষেত্রে একটা ব্যাগে ভরে রাখতে পারেন। পরিধানযোগ্য পুরোনো কাপড় দিয়ে দিতে পারেন। আলমারি ভালোভাবে মুছে কিছুক্ষণ দরজা খোলা রাখুন। এই ফাঁকে কাপড় ভাঁজ করতে থাকুন। জ্যাকেট, পাঞ্জাবি ও শাড়ি হ্যাঙারে ঝুলিয়ে রাখুন। এখন যেহেতু শীতকাল, তাই শর্টস, পাতলা সুতির কাপড়সহ গরমকালের উপযোগী পোশাক রাখুন একেবারে পেছনের দিকে। অন্যদিকে শীতকালের পরিধেয়গুলো রাখুন হাতের কাছে।
ছোট ছোট জিনিস, যেমন হাতমোজা, মোজা, টুপি, মাফলার এগুলো একটা ঝুড়িতে সাজিয়ে রেখে দিতে পারেন আলমারির ভেতর। মনে রাখা জরুরি, ময়লা বা কাপড় না ধুয়ে আলমারিতে রাখা ঠিক নয়। এতে অন্য কাপড়ের তাজা ভাব নষ্ট হয়।
আলমারিতে যদি মেকআপ বা অন্যান্য প্রসাধনী রাখা থাকে, তাহলে সেগুলো বের করে নতুন করে গুছিয়ে নিন। মেয়াদোত্তীর্ণ মেকআপ বা প্রসাধনী থাকলে তা ফেলে দিন। তা ছাড়া রোজকার ব্যবহার্য প্রসাধনী সামনের সারিতে ও অপেক্ষাকৃত কম ব্যবহার করা প্রসাধনী পেছনের সারিতে রাখুন।
দীর্ঘদিন আলমারি পরিষ্কার না করলে কাপড়ে একধরনের গন্ধ হয়। সে কারণে আলমারির দরজা মাঝে মাঝে খুলে সামনে টেবিল ফ্যান চালিয়ে রাখুন। হালকা সুগন্ধিও ছড়িয়ে দিতে পারেন আলমারির ভেতর। কাপড় তাজা থাকবে।
সূত্র: দ্য স্প্রাউস
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে