মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
চার হাত পায়ের তিনটিই অপূর্ণ ও অকেজো। তুলনামূলকভাবে কিছুটা ভালো রয়েছে একটি পা। সেই পায়ের ওপর নির্ভর করে বিদ্যালয়ে পড়াশোনা করছে কিশোরী আয়েশা সিদ্দীকা (১৩)। বাবা হুইলচেয়ারে করে প্রতিদিন বিদ্যালয়ে আনা-নেওয়া করেন। আর পায়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আয়েশা।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাররদীয়া পূর্বপাড়ার একটি প্রান্তিক কৃষিজীবী পরিবারের সন্তান আয়েশা। তার পিতার নাম কামরুজ্জামান। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সে। কানেও কিছুটা কম শোনে। কথাবার্তায়ও কিছুটা অস্পষ্টতা আছে। নারান্দী আলাউদ্দীন নূরানী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী আয়েশা। প্রতিদিন তার বাবা হুইলচেয়ার ঠেলে বিদ্যালয়ে নিয়ে যান, আবার ছুটি শেষে একইভাবে তাকে বাড়ি নিয়ে আসা হয়।
কামরুজ্জামান বলেন, প্রথম শ্রেণি থেকেই এ নিয়মে চলছে আয়েশা। বেঞ্চে বসতে না পারায় ক্লাসের ভেতরে মাদুর বিছিয়ে বসে ক্লাসে অংশ নেয় আয়েশা।
অদম্য এই আয়েশা সিদ্দীকা জানায়, শত কষ্টের মাঝেও পড়ালেখা করবে সে। আর লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা তার। সব অপারগতাকে কেবল ইচ্ছাশক্তির জোরে জয় করে চলেছে এই কিশোরী।
নারান্দী আলাউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, পড়ালেখার প্রতি তার আগ্রহ আছে। আব্দুল হালিম আরও জানান, আয়েশা সিদ্দীকার ব্যাপারে তাঁদের পক্ষ থেকে পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
চার হাত পায়ের তিনটিই অপূর্ণ ও অকেজো। তুলনামূলকভাবে কিছুটা ভালো রয়েছে একটি পা। সেই পায়ের ওপর নির্ভর করে বিদ্যালয়ে পড়াশোনা করছে কিশোরী আয়েশা সিদ্দীকা (১৩)। বাবা হুইলচেয়ারে করে প্রতিদিন বিদ্যালয়ে আনা-নেওয়া করেন। আর পায়ে লিখে পড়াশোনা চালিয়ে যাচ্ছে আয়েশা।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার হাররদীয়া পূর্বপাড়ার একটি প্রান্তিক কৃষিজীবী পরিবারের সন্তান আয়েশা। তার পিতার নাম কামরুজ্জামান। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সে। কানেও কিছুটা কম শোনে। কথাবার্তায়ও কিছুটা অস্পষ্টতা আছে। নারান্দী আলাউদ্দীন নূরানী বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী আয়েশা। প্রতিদিন তার বাবা হুইলচেয়ার ঠেলে বিদ্যালয়ে নিয়ে যান, আবার ছুটি শেষে একইভাবে তাকে বাড়ি নিয়ে আসা হয়।
কামরুজ্জামান বলেন, প্রথম শ্রেণি থেকেই এ নিয়মে চলছে আয়েশা। বেঞ্চে বসতে না পারায় ক্লাসের ভেতরে মাদুর বিছিয়ে বসে ক্লাসে অংশ নেয় আয়েশা।
অদম্য এই আয়েশা সিদ্দীকা জানায়, শত কষ্টের মাঝেও পড়ালেখা করবে সে। আর লেখাপড়া শেষ করে চাকরি করার ইচ্ছা তার। সব অপারগতাকে কেবল ইচ্ছাশক্তির জোরে জয় করে চলেছে এই কিশোরী।
নারান্দী আলাউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, পড়ালেখার প্রতি তার আগ্রহ আছে। আব্দুল হালিম আরও জানান, আয়েশা সিদ্দীকার ব্যাপারে তাঁদের পক্ষ থেকে পড়াশোনার বিষয়ে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে