আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ছাড়াই চলছে যাত্রীবাহী যানবাহন। বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপ ও প্রতিযোগিতা করে চলাচলের কারণে মহাসড়কে ঘটছে দুর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তান থেকে বিভিন্ন নামে মানিকগঞ্জ ও পাটুরিয়া ঘাটে যানবাহন চলাচল করে। এর মধ্যে গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত চলাচল করা যানবাহনগুলোর মধ্যে ২১৬টি সেলফি পরিবহন, ৩২টি দ্রুতগতি পদ্মা পরিবহন ও ৩০টি যাত্রীসেবা পরিবহনের। চিটাগাং রোড থেকে পাটুরিয়া পর্যন্ত নীলাচল পরিবহনের ৭০টি বাস চলে। গুলিস্তান থেকে মানিকগঞ্জ ও পাটুরিয়া পর্যন্ত শুভযাত্রার ৬০টি ও এসি লিংকের ১২টি বাস চলে। পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত চলাচল করে উনিশে পরিবহনের ১৫টি বাস। খোঁজ নিয়ে জানা গেছে, সেলফি পরিবহনের রুট পারমিট রয়েছে ৬৫টির, নীলাচল পরিবহনের ৭০টির, শুভযাত্রার ৬০টির। বাকি অন্য কোনো পরিবহনের রুট পারমিট নেই। পারমিট ছাড়াই চলাচল করছে সেলফি পরিবহনের দেড় শতাধিক যানবাহন, পদ্মা পরিবহনের ৪০টি, উনিশে পরিবহনের ১৫টি ও স্বপ্ন পরিবহনের ২০০ যানবাহন।
অপর দিকে বিভিন্ন পরিবহনচালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব যাত্রীবাহী যানবাহনের রুট পারমিট নেই, তারা মালিক সমিতি, শ্রমিক সমিতি, হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলাচল করছেন।
কথা হলে মানিকগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম স্বীকার করেন, ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাটে যেসব পরিবহনে যাত্রী নেওয়া হচ্ছে, তাদের অধিকাংশ পরিবহনের রুট পারমিট নেই।
সেলফি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন জানান, বর্তমানে তাঁদের গাড়ি গড়ে চলাচল করে ১৭০টি। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৬৫টির রুট পারমিট রয়েছে।
নীলাচল পরিবহনের মানিকগঞ্জ ইনচার্জ চন্ডি চক্রবর্তী বলেন, চিটাগাং রোড থেকে পাটুরিয়া পর্যন্ত ৭০টি গাড়ির রুট পারমিট রয়েছে।
পদ্মা পরিবহনের মানিকগঞ্জ চেকিংম্যান রফিকুল ইসলাম বলেন, বর্তমানে তাদের ৩২টি বাস চলাচল করছে। রুট পারমিট আছে কি না, তা তাঁর জানা নেই।
মানিকগঞ্জ বিআরটিএ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তাঁদের কাছে সঠিক তথ্য নেই কতটি যাত্রীবাহী যানবাহন রুট পারমিট নিয়ে ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত চলাচল করে। বরংগাইল হাইওয়ের ওসি জাকির হোসেন বলেন, অভিযান পরিচালনার সময় যদি কোনো যানবাহনের রুট পারমিট না থাকে, তবে সেই গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, রুট পারমিট ছাড়া যাত্রীবাহী গাড়ি রাস্তা নামানোর কথা নয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুট পারমিটহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ছাড়াই চলছে যাত্রীবাহী যানবাহন। বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপ ও প্রতিযোগিতা করে চলাচলের কারণে মহাসড়কে ঘটছে দুর্ঘটনা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তান থেকে বিভিন্ন নামে মানিকগঞ্জ ও পাটুরিয়া ঘাটে যানবাহন চলাচল করে। এর মধ্যে গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত চলাচল করা যানবাহনগুলোর মধ্যে ২১৬টি সেলফি পরিবহন, ৩২টি দ্রুতগতি পদ্মা পরিবহন ও ৩০টি যাত্রীসেবা পরিবহনের। চিটাগাং রোড থেকে পাটুরিয়া পর্যন্ত নীলাচল পরিবহনের ৭০টি বাস চলে। গুলিস্তান থেকে মানিকগঞ্জ ও পাটুরিয়া পর্যন্ত শুভযাত্রার ৬০টি ও এসি লিংকের ১২টি বাস চলে। পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত চলাচল করে উনিশে পরিবহনের ১৫টি বাস। খোঁজ নিয়ে জানা গেছে, সেলফি পরিবহনের রুট পারমিট রয়েছে ৬৫টির, নীলাচল পরিবহনের ৭০টির, শুভযাত্রার ৬০টির। বাকি অন্য কোনো পরিবহনের রুট পারমিট নেই। পারমিট ছাড়াই চলাচল করছে সেলফি পরিবহনের দেড় শতাধিক যানবাহন, পদ্মা পরিবহনের ৪০টি, উনিশে পরিবহনের ১৫টি ও স্বপ্ন পরিবহনের ২০০ যানবাহন।
অপর দিকে বিভিন্ন পরিবহনচালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব যাত্রীবাহী যানবাহনের রুট পারমিট নেই, তারা মালিক সমিতি, শ্রমিক সমিতি, হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলাচল করছেন।
কথা হলে মানিকগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম স্বীকার করেন, ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাটে যেসব পরিবহনে যাত্রী নেওয়া হচ্ছে, তাদের অধিকাংশ পরিবহনের রুট পারমিট নেই।
সেলফি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন জানান, বর্তমানে তাঁদের গাড়ি গড়ে চলাচল করে ১৭০টি। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৬৫টির রুট পারমিট রয়েছে।
নীলাচল পরিবহনের মানিকগঞ্জ ইনচার্জ চন্ডি চক্রবর্তী বলেন, চিটাগাং রোড থেকে পাটুরিয়া পর্যন্ত ৭০টি গাড়ির রুট পারমিট রয়েছে।
পদ্মা পরিবহনের মানিকগঞ্জ চেকিংম্যান রফিকুল ইসলাম বলেন, বর্তমানে তাদের ৩২টি বাস চলাচল করছে। রুট পারমিট আছে কি না, তা তাঁর জানা নেই।
মানিকগঞ্জ বিআরটিএ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তাঁদের কাছে সঠিক তথ্য নেই কতটি যাত্রীবাহী যানবাহন রুট পারমিট নিয়ে ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত চলাচল করে। বরংগাইল হাইওয়ের ওসি জাকির হোসেন বলেন, অভিযান পরিচালনার সময় যদি কোনো যানবাহনের রুট পারমিট না থাকে, তবে সেই গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, রুট পারমিট ছাড়া যাত্রীবাহী গাড়ি রাস্তা নামানোর কথা নয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুট পারমিটহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে