আজকের পত্রিকা ডেস্ক
একটা সময় দাপ্তরিক কাজ কিংবা কোনো সরকারি সেবা নেওয়ার সময় দেখাতে হতো অনেক কাগজ। কোনো একটি কাগজ না থাকলেই কাজ হতো না।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এ সংকট কেটে গেছে। পরিচয়পত্রের ক্ষেত্রে আধুনিক বায়োমেট্রিক সিস্টেম এখন সব কাজ সহজ করে দিয়েছে। স্বাস্থ্য ও অন্যান্য সেবায় এ সিস্টেম ব্যবহার করছে অনেক দেশ। কিন্তু আসলেই কি আধুনিক পরিচয়পত্র পদ্ধতি মানুষের সংকট কমিয়ে দিচ্ছে নাকি বঞ্চিতরা আরও বঞ্চিত হচ্ছেন?
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মতামত বিভাগের এক প্রতিবেদনে বেশ কয়েকজন প্রযুক্তি বিশারদ এ পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা ভারতসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনেছেন। বায়োমেট্রিক সিস্টেম নিয়ে করোনা মহামারিকালে সংকটে পড়েন ভারতের বেশির ভাগ মানুষ। আধার কার্ড (পরিচয়পত্র) নিয়ে সমস্যা দেখা দেয় তাঁদের। এ কারণে খাদ্য ও স্বাস্থ্য খাতে সহায়তা পাননি তাঁরা।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে কারও তথ্য এক জায়গায় রাখা অপরাধীদের কাছে উপহারস্বরূপ। তবে অপরাধীর হাতে পড়ার আগে আরেকটি বড় শঙ্কা রয়ে গেছে—সরকারি গোয়েন্দা সংস্থা। এসব তথ্য ব্যবহার করে মানুষের ব্যক্তিগত কার্যক্রম সহজেই জেনে নিচ্ছেন গোয়েন্দা সংস্থার লোকজন। এরপর সরকারবিরোধী মনে হলেই নেওয়া হচ্ছে গোপন ব্যবস্থা। আফগানিস্তানের তালেবান প্রশাসন এভাবেই বিরোধীদের দমন করছে। বলা যেতে পারে ইসরায়েলের কথাও। দখল কর নেওয়া ফিলিস্তিনের এলাকায় ব্যাপক নজরদারি চালাচ্ছেন ইসরায়েলি গোয়েন্দারা।
যেসব দেশ এমন প্রযুক্তি ব্যবহার করছে, তারা জনগণকে বলছে, এতে সরকারি সুযোগ-সুবিধা পেতে সহজ হবে। এতে অভিবাসীরাও সহজে পাবেন সব ধরনের সুবিধা। এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াও বলবৎ রাখা যাবে। এ প্রক্রিয়া বেশ সহজ ও কার্যকর, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে কীভাবে ব্যবহার করা হবে, তা জনগণ ঠিক করে দিলেই বরং ভালো হয়।
তবে ডিজিটাল পরিচয়পত্রের এ প্রক্রিয়া নিয়ে ব্যাপক পরিসরে তর্ক-বিতর্ক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। এ খাতে যারা যুক্ত থাকবেন তাঁদের কার্যক্রম নিয়ে সবাইকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। পাশাপাশি এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে কার্যকর পথটাই বেছে নিতে হবে সরকারকে। তা না হলে বঞ্চিতরা আগের চেয়ে আরও বেশি সংকটে পড়বেন।
একটা সময় দাপ্তরিক কাজ কিংবা কোনো সরকারি সেবা নেওয়ার সময় দেখাতে হতো অনেক কাগজ। কোনো একটি কাগজ না থাকলেই কাজ হতো না।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এ সংকট কেটে গেছে। পরিচয়পত্রের ক্ষেত্রে আধুনিক বায়োমেট্রিক সিস্টেম এখন সব কাজ সহজ করে দিয়েছে। স্বাস্থ্য ও অন্যান্য সেবায় এ সিস্টেম ব্যবহার করছে অনেক দেশ। কিন্তু আসলেই কি আধুনিক পরিচয়পত্র পদ্ধতি মানুষের সংকট কমিয়ে দিচ্ছে নাকি বঞ্চিতরা আরও বঞ্চিত হচ্ছেন?
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার মতামত বিভাগের এক প্রতিবেদনে বেশ কয়েকজন প্রযুক্তি বিশারদ এ পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁরা ভারতসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনেছেন। বায়োমেট্রিক সিস্টেম নিয়ে করোনা মহামারিকালে সংকটে পড়েন ভারতের বেশির ভাগ মানুষ। আধার কার্ড (পরিচয়পত্র) নিয়ে সমস্যা দেখা দেয় তাঁদের। এ কারণে খাদ্য ও স্বাস্থ্য খাতে সহায়তা পাননি তাঁরা।
বিশেষজ্ঞরা বলছেন, এভাবে কারও তথ্য এক জায়গায় রাখা অপরাধীদের কাছে উপহারস্বরূপ। তবে অপরাধীর হাতে পড়ার আগে আরেকটি বড় শঙ্কা রয়ে গেছে—সরকারি গোয়েন্দা সংস্থা। এসব তথ্য ব্যবহার করে মানুষের ব্যক্তিগত কার্যক্রম সহজেই জেনে নিচ্ছেন গোয়েন্দা সংস্থার লোকজন। এরপর সরকারবিরোধী মনে হলেই নেওয়া হচ্ছে গোপন ব্যবস্থা। আফগানিস্তানের তালেবান প্রশাসন এভাবেই বিরোধীদের দমন করছে। বলা যেতে পারে ইসরায়েলের কথাও। দখল কর নেওয়া ফিলিস্তিনের এলাকায় ব্যাপক নজরদারি চালাচ্ছেন ইসরায়েলি গোয়েন্দারা।
যেসব দেশ এমন প্রযুক্তি ব্যবহার করছে, তারা জনগণকে বলছে, এতে সরকারি সুযোগ-সুবিধা পেতে সহজ হবে। এতে অভিবাসীরাও সহজে পাবেন সব ধরনের সুবিধা। এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াও বলবৎ রাখা যাবে। এ প্রক্রিয়া বেশ সহজ ও কার্যকর, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। তবে কীভাবে ব্যবহার করা হবে, তা জনগণ ঠিক করে দিলেই বরং ভালো হয়।
তবে ডিজিটাল পরিচয়পত্রের এ প্রক্রিয়া নিয়ে ব্যাপক পরিসরে তর্ক-বিতর্ক হতে পারে বলে মনে করেন বিশ্লেষকেরা। এ খাতে যারা যুক্ত থাকবেন তাঁদের কার্যক্রম নিয়ে সবাইকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। পাশাপাশি এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে কার্যকর পথটাই বেছে নিতে হবে সরকারকে। তা না হলে বঞ্চিতরা আগের চেয়ে আরও বেশি সংকটে পড়বেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে