বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় মামনুন ইমন ও জাকিয়া বারী মমকে। এরপর টিভি নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ইমন-মমকে নিয়ে ‘আগামীকাল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অঞ্জন আইচ। গত বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তার আগে প্রকাশ পায় ‘আগামীকাল’-এর ট্রেলার ও একটি গান।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের সিনেমা, তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই, সিনেমাটির মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
তখন হলে দেখাতে না পারলেও এ বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আগামীকাল’। গতকাল নির্মাতা অঞ্জন আইচ জানালেন, দেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে সিনেমাটি। আগামী ৩ জুন দেশের ৪০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘আগামীকাল’।
তার আগে আজ রাত ১০টায় ‘ছায়া’ নামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশ পাবে। অঞ্জন আইচের লেখায় গানটির কথা, সুর ও সংগীতে আছেন অর্পণ কর্মকার। নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আগামীকাল’। ইমন ও মম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন ও সাবেরী আলমকে।
‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে। নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’
‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় মামনুন ইমন ও জাকিয়া বারী মমকে। এরপর টিভি নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ইমন-মমকে নিয়ে ‘আগামীকাল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অঞ্জন আইচ। গত বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তার আগে প্রকাশ পায় ‘আগামীকাল’-এর ট্রেলার ও একটি গান।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের সিনেমা, তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই, সিনেমাটির মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
তখন হলে দেখাতে না পারলেও এ বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আগামীকাল’। গতকাল নির্মাতা অঞ্জন আইচ জানালেন, দেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে সিনেমাটি। আগামী ৩ জুন দেশের ৪০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘আগামীকাল’।
তার আগে আজ রাত ১০টায় ‘ছায়া’ নামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশ পাবে। অঞ্জন আইচের লেখায় গানটির কথা, সুর ও সংগীতে আছেন অর্পণ কর্মকার। নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আগামীকাল’। ইমন ও মম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন ও সাবেরী আলমকে।
‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে। নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে