লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলায় প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা দুটি করা হয়।
রামগতির চরসীতা শ্রী-শ্রী ঠাকুরাঙ্গন মন্দিরে হামলার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেন এবং রামগঞ্জের সুন্দরা রাজেন্দ্রকুরী বাড়ির রাধা গোবিন্দ গৌর নিতাই মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলার বাদী হয়েছেন মন্দিরের সভাপতি উত্তম ঘোষাল। রামগতি মন্দিরে হামলার ঘটনায় ২৫০ ও রামগঞ্জে ৪০ জনসহ দুটি মামলায় ২৯০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন এবং রামগতি থানার ওসি সোলাইমান উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মামলায় ৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনার জের ধরে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাস্ক পরা বিপুলসংখ্যক মানুষ রামগতি উপজেলার জমিদারহাটের শ্রী-শ্রী ঠাকুরাঙ্গন মন্দিরে হামলা চালায়। এ সময় মন্দিরের ভেতরের বাতিগুলো ভেঙে ফেলা হয়। পরে মন্দিরে ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ইটপাটকেলের আঘাতে রামগতি থানা-পুলিশের এসআই আবদুর রাজ্জাক, ইকবাল হোসেন, কনস্টেবল অমর কান্তি চাকমা, মায়া কুমার চাকমা ও আজম খান আহত হন।
একপর্যায়ে মন্দিরের বাইরে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় হামলাকারীরা। একই সময় রামগঞ্জ উপজেলার ইছাপুরের সুন্দরা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যক্তিগত উপাসনালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে এসব স্থান পরিদর্শন করেন লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ ড. আনোয়ার খান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার (এসপি) ড. এইচএম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু এবং রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান ও রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এবং পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ‘কেউ গুজবে কান দেবেন না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত এবং সমাজে অশান্তি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
রামগঞ্জের সুন্দরা রাজেন্দ্রকুরী বাড়ির রাধা গোবিন্দ গৌর নিতাই মন্দিরের সভাপতি উত্তম ঘোষাল। তিনি জানান, হঠাৎ তাঁদের পূজামণ্ডপে হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
লক্ষ্মীপুরের রামগতি ও রামগঞ্জে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলায় প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে থানায় মামলা দুটি করা হয়।
রামগতির চরসীতা শ্রী-শ্রী ঠাকুরাঙ্গন মন্দিরে হামলার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেন এবং রামগঞ্জের সুন্দরা রাজেন্দ্রকুরী বাড়ির রাধা গোবিন্দ গৌর নিতাই মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলার বাদী হয়েছেন মন্দিরের সভাপতি উত্তম ঘোষাল। রামগতি মন্দিরে হামলার ঘটনায় ২৫০ ও রামগঞ্জে ৪০ জনসহ দুটি মামলায় ২৯০ জনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন এবং রামগতি থানার ওসি সোলাইমান উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি মামলায় ৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লায় পবিত্র কোরআন শরিফ অবমাননার ঘটনার জের ধরে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মাস্ক পরা বিপুলসংখ্যক মানুষ রামগতি উপজেলার জমিদারহাটের শ্রী-শ্রী ঠাকুরাঙ্গন মন্দিরে হামলা চালায়। এ সময় মন্দিরের ভেতরের বাতিগুলো ভেঙে ফেলা হয়। পরে মন্দিরে ভাঙচুর চালানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৬ রাউন্ড শটগানের গুলি ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ইটপাটকেলের আঘাতে রামগতি থানা-পুলিশের এসআই আবদুর রাজ্জাক, ইকবাল হোসেন, কনস্টেবল অমর কান্তি চাকমা, মায়া কুমার চাকমা ও আজম খান আহত হন।
একপর্যায়ে মন্দিরের বাইরে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় হামলাকারীরা। একই সময় রামগঞ্জ উপজেলার ইছাপুরের সুন্দরা এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যক্তিগত উপাসনালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে এসব স্থান পরিদর্শন করেন লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ ড. আনোয়ার খান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার (এসপি) ড. এইচএম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু এবং রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান ও রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।
এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এবং পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ‘কেউ গুজবে কান দেবেন না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত এবং সমাজে অশান্তি সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’
রামগঞ্জের সুন্দরা রাজেন্দ্রকুরী বাড়ির রাধা গোবিন্দ গৌর নিতাই মন্দিরের সভাপতি উত্তম ঘোষাল। তিনি জানান, হঠাৎ তাঁদের পূজামণ্ডপে হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ ঘণ্টা আগে