মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ীতে নির্মাণের দুই বছর পরও চালু হয়নি চিন্তামন ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণকেন্দ্র। এতে করে স্থানীয় রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। নিরুপায় হয়ে গ্রাম্য ধাত্রীদের কাছে গিয়ে ঝুঁকিতে পড়ছেন প্রসূতি মায়েরা। জনবল সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রটিতে সেবা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামনে মা ও শিশুকল্যাণকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ২৫ হাজার টাকা ব্যয়ে এই কেন্দ্রের নির্মাণ শুরু হয় ২০১৮ সালের আগস্টে। দুই বছর আগে কাজ শেষ হলেও এখন জনবল সংকটের কারণে তা কোনো কাজে আসছে না। ফলে কাজিহাল, বেতদীঘি, দৌলতপুর, দামাড়, পুখুরী, আটপুকুরহাট ও বুড়িরহাট এলাকার রোগীদের ২০ থেকে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের আসবাবপত্র ধুলাবালুতে ভরে আছে। সেখানে দেখা মেলে কেন্দ্রের দুটি ভবনের নিরাপত্তায় থাকা মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ২০২০ সাল থেকে ভবন দুটি তদারক করছেন। ঠিকাদার তাঁর কাছে চাবি দিয়ে চলে গেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের মেসার্স পিয়াস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তি অনুযায়ী নির্মাণকাজ শেষ করে ভবন দুটি ও মালামাল ২০২০ সালে দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মমতাজ বেগমের কাছে হস্তান্তর করা হয়।
একই তথ্য জানান দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রউফ।
জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রইচ উদ্দিন খান বলেন, ‘ভবন জেলা পরিবার পরিকল্পনা অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। তা ছাড়া ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ জনবল না থাকার কারণে কেন্দ্রটির কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।’
এ বিষয়ে উপপরিচালক মমতাজ বেগম বলেন, ‘জনবল না থাকার কারণে মা ও শিশুকল্যাণকেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনবল দেওয়া হলেই আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করব। জনবল নিয়োগ পেলে কেন্দ্রটি পড়ে থাকবে না।’
দিনাজপুরের ফুলবাড়ীতে নির্মাণের দুই বছর পরও চালু হয়নি চিন্তামন ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণকেন্দ্র। এতে করে স্থানীয় রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। নিরুপায় হয়ে গ্রাম্য ধাত্রীদের কাছে গিয়ে ঝুঁকিতে পড়ছেন প্রসূতি মায়েরা। জনবল সংকটের কারণে স্বাস্থ্যকেন্দ্রটিতে সেবা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামনে মা ও শিশুকল্যাণকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ২৫ হাজার টাকা ব্যয়ে এই কেন্দ্রের নির্মাণ শুরু হয় ২০১৮ সালের আগস্টে। দুই বছর আগে কাজ শেষ হলেও এখন জনবল সংকটের কারণে তা কোনো কাজে আসছে না। ফলে কাজিহাল, বেতদীঘি, দৌলতপুর, দামাড়, পুখুরী, আটপুকুরহাট ও বুড়িরহাট এলাকার রোগীদের ২০ থেকে ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের আসবাবপত্র ধুলাবালুতে ভরে আছে। সেখানে দেখা মেলে কেন্দ্রের দুটি ভবনের নিরাপত্তায় থাকা মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ২০২০ সাল থেকে ভবন দুটি তদারক করছেন। ঠিকাদার তাঁর কাছে চাবি দিয়ে চলে গেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান সিরাজগঞ্জের মেসার্স পিয়াস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তি অনুযায়ী নির্মাণকাজ শেষ করে ভবন দুটি ও মালামাল ২০২০ সালে দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মমতাজ বেগমের কাছে হস্তান্তর করা হয়।
একই তথ্য জানান দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুর রউফ।
জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রইচ উদ্দিন খান বলেন, ‘ভবন জেলা পরিবার পরিকল্পনা অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। তা ছাড়া ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ জনবল না থাকার কারণে কেন্দ্রটির কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।’
এ বিষয়ে উপপরিচালক মমতাজ বেগম বলেন, ‘জনবল না থাকার কারণে মা ও শিশুকল্যাণকেন্দ্রটি চালু করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনবল দেওয়া হলেই আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটি চালু করব। জনবল নিয়োগ পেলে কেন্দ্রটি পড়ে থাকবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে