নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চারটি পোশাক রপ্তানির চালানের মাধ্যমে সাড়ে ৬ কোটির বেশি টাকা পাচার চেষ্টা ঠেকানোর দাবি করেছেন কাস্টমস কর্মকর্তারা। গত বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০২০ সালের ২৫ অক্টোবর থেকে ২০২২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ১১৩টি পণ্যের চালান রপ্তানি করে আরএম সোর্সিং বাংলাদেশ নামের প্রতিষ্ঠানটি। রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ৬৯ প্লটের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের ১৬৮ সদরঘাটের বেঙ্গল প্রগ্রেসিভ এন্টারপ্রাইজ। চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে চালানগুলো ফিলিপাইনে রপ্তানির জন্য কেডিএস লজিস্টিকস লিমিটেড নামের বেসরকারি ডিপোতে কনটেইনারে লোড করা হয়।
জানতে চাইলে কাস্টমস হাউসের উপকমিশনার (এআইআর শাখা) মো. শরফুদ্দিন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘রপ্তানিকারক প্রতিষ্ঠানটি ঘোষণার বেশি পণ্য পাঠাচ্ছে—গত ১২ জানুয়ারি এমন গোপন সংবাদ পাই। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা পণ্যের চালানগুলোর রপ্তানি স্থগিত করি। পাশাপাশি অনলাইনে চালানগুলো বিশ্লেষণ করে চারটি চালানে বেশি থাকতে পারে—এমন সন্দেহ হলে সেগুলো কায়িক পরীক্ষা করে নিশ্চিত হই।’
চারটি চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা চালায় বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টমস হাউসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, চারটি বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এলসি করে। তাদের ঘোষিত ২৪ হাজার ৩৪৪ পিসের (প্রতি চালানে ৬ হাজার ৮৬ পিস) বিপরীতে মোট ২৯ হাজার ৯৪৪ ইউরো (প্রতি পিসের ঘোষিত মূল্য ১ দশমিক ২৩ ইউরো) বা ২৯ লাখ ৬০ হাজার ২৪৮ টাকা পাওয়া যেত। তবে সঠিক ঘোষণা থাকলে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৫২ টাকা পাওয়া যেত। এই চার চালানে ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
চারটি পোশাক রপ্তানির চালানের মাধ্যমে সাড়ে ৬ কোটির বেশি টাকা পাচার চেষ্টা ঠেকানোর দাবি করেছেন কাস্টমস কর্মকর্তারা। গত বুধবার রাতে বিষয়টি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ২০২০ সালের ২৫ অক্টোবর থেকে ২০২২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ১১৩টি পণ্যের চালান রপ্তানি করে আরএম সোর্সিং বাংলাদেশ নামের প্রতিষ্ঠানটি। রাজধানী ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের ৬৯ প্লটের রাজউক কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়। তাদের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের ১৬৮ সদরঘাটের বেঙ্গল প্রগ্রেসিভ এন্টারপ্রাইজ। চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে চালানগুলো ফিলিপাইনে রপ্তানির জন্য কেডিএস লজিস্টিকস লিমিটেড নামের বেসরকারি ডিপোতে কনটেইনারে লোড করা হয়।
জানতে চাইলে কাস্টমস হাউসের উপকমিশনার (এআইআর শাখা) মো. শরফুদ্দিন মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘রপ্তানিকারক প্রতিষ্ঠানটি ঘোষণার বেশি পণ্য পাঠাচ্ছে—গত ১২ জানুয়ারি এমন গোপন সংবাদ পাই। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আমরা পণ্যের চালানগুলোর রপ্তানি স্থগিত করি। পাশাপাশি অনলাইনে চালানগুলো বিশ্লেষণ করে চারটি চালানে বেশি থাকতে পারে—এমন সন্দেহ হলে সেগুলো কায়িক পরীক্ষা করে নিশ্চিত হই।’
চারটি চালানের মাধ্যমে প্রতিষ্ঠানটি ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা চালায় বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা। তিনি বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কাস্টমস হাউসের এআইআর শাখা সূত্রে জানা গেছে, চারটি বিল অব এক্সপোর্টের বিপরীতে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এলসি করে। তাদের ঘোষিত ২৪ হাজার ৩৪৪ পিসের (প্রতি চালানে ৬ হাজার ৮৬ পিস) বিপরীতে মোট ২৯ হাজার ৯৪৪ ইউরো (প্রতি পিসের ঘোষিত মূল্য ১ দশমিক ২৩ ইউরো) বা ২৯ লাখ ৬০ হাজার ২৪৮ টাকা পাওয়া যেত। তবে সঠিক ঘোষণা থাকলে বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯৫২ টাকা পাওয়া যেত। এই চার চালানে ৬ কোটি ৬২ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা পাচারের অপচেষ্টা করে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে