রুমা মোদক
বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেছেন হিরো আলম। হিরো আলম নামটাই এই যে এর আর কোনো বিশেষণ লাগে না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নেচে-গেয়ে সিনেমা করে বউ পিটিয়ে তিনি হিরো। হিরো আলম নামটাই খ্যাত। তিনি কী কেন, এসবের বিশদ বিবরণ লাগে না।
এত দিন এসব আলোচনা, সমালোচনা, ফান, পক্ষে-বিপক্ষে যুক্তির মধ্যেই ছিল। তাঁর ভুলভাল উচ্চারণ, অযৌক্তিক কথাবার্তা—সবকিছুই সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ধাক্কাটা লাগল এবার। উপনির্বাচনে যখন তিনি প্রার্থী হলেন, শুধু প্রার্থী হলেন তা-ই নয়, সামান্য ভোটের ব্যবধানে হেরে গেলেন, সংবাদ শিরোনাম হলেন।
নিম্ন মেধা আর নিম্ন রুচির মানুষ হিরো আলম। নিম্নবিত্তও বটে। এই নিম্নবিত্তের ফলে কিংবা বলা যায় নিম্নবিত্তের হয়েও এই পরিচিতি আর সোকল্ড জনপ্রিয়তা পাওয়ার ফলে অনেক অতিবিপ্লবী তাঁকে শ্রমজীবীর প্রতিনিধি ঘোষণা দিয়ে পক্ষে দাঁড়িয়ে গেলেন।
এই যে নিম্ন রুচি, নিম্ন মেধা নিয়ে রাজত্ব কায়েম করার সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে, যে যা খুশি বলতে পারে, যা খুশি লিখতে পারে। যার ইচ্ছা দেখে ভিউ বাড়াতে পারে। যে কাউকে হিরো বানিয়ে দিতে পারে। এর একটা ভালো দিক আছে। এই সুযোগ গ্রহণ করতে পারে তারাও, যারা হয়তো স্বজনপ্রীতি বা নেপোটিজমের কারণে যথেষ্ট মেধা কিংবা প্রতিভা কিংবা সুযোগ থাকা সত্ত্বেও সাফল্যের দেখা পেত না।
কিন্তু মুশকিল হয় তখন, যখন সম্পাদনাহীন যেমন ইচ্ছে খেলার মাঠ এই সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের মতো মেধাহীন, রুচিহীনেরা রাজত্ব জাঁকিয়ে বসে। জনরুচির প্রতিনিধিত্ব দেশে-বিদেশে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলে। আমরা প্রলেতারিয়েতের দোহাই দিয়ে কিংবা শ্রমজীবীর প্রতিনিধিত্বের কথা বলে হুজুগে তাদের বিশ্ব মান নির্ধারক খোলা ময়দানে ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়ায় কেবল যে হিরো আলম তাঁর জাত চেনান, তা কিন্তু নয়। আমরাও আমাদের জনরুচির জাত চেনাই।
হিরো আলম সোশ্যাল মিডিয়ায় যা খুশি তা করতে পারেন, আমরাও দেখে তাঁর ভিউ বাড়িয়ে তাঁকে আয়-রোজগারের পথ খুলে দিতে পারি। কিন্তু তাঁকে কোনোভাবে, কোনো যুক্তিতে আমাদের প্রতিনিধি বানিয়ে পরিচিতি গড়ে তুলতে সহায়তা করতে পারি কি না, সেটাও একটা ভাবার বিষয়।
বলতে পারেন মেধা, প্রতিভা, রুচি সব আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে যা চূড়ান্ত, তা আমার কাছে নয়। আমার কাছে যা, তা আপনার কাছে নয়। এই দেশকালে যা সত্য, অন্য দেশকালে নয়। সত্যি তাই। কিন্তু তারপরও ‘কিন্তু’ থাকে। আপনার বাসায় লিভিংরুম থাকে, বেডরুম থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে। উন্নত বাসস্থানে স্টোররুমও থাকে। আপনি কাউকে বাসা দেখাতে এনে নিশ্চয়ই বাসার স্টোররুমটাকে মানঘর হিসেবে দেখাবেন না।
যে আপনি অতি প্রগতি বা বিপ্লবী হয়ে হিরো আলমকে সমর্থন দিচ্ছেন, আপনিও ঘরে যে লুঙ্গি-গেঞ্জি পরিধান করেন, তা পরেই বিয়েবাড়ি যাবেন না। সন্তানকে নিয়ে ঘুরতে বের হলে শহরের গ্রহণযোগ্য সুন্দর জায়গাটিতেই যাবেন।
প্রকৃতি নাকি কোনো শূন্যতা পছন্দ করে না। আমাদের রাজনীতি, সমাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতিতে নানা কারণে এক ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমাদের শত্রুরা ঐক্যবদ্ধ, বন্ধুরা ঐক্যভ্রষ্ট। এই ভ্যাকুয়াম পূরণ করতে আমাদের হিরো হয়ে উঠেছেন হিরো আলমেরা। সচেতন হয়ে এই প্রচেষ্টা রুখে দিতে না পারলে হতাশাময় এক ভবিষ্যৎ অপেক্ষা করে আছে আমাদের জন্য।
মানুষের সভ্যতার ইতিহাস ক্রমেই নিজেকে শাণিত করার ইতিহাস। নিজেকে ক্রমাগত উত্তরণের পথে পরিচালিত করার ইতিহাস। যাঁরা নিম্নবর্গের দোহাই দিয়ে তাঁকে আইডল হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাঁদের কাছে আমার প্রশ্ন, বুকে হাত দিয়ে বলুন, আপনার সন্তান কোথায় পড়ে? গান শেখার জন্য তাকে কোথায় পাঠান—ছায়ানটে? নৃত্য শেখার জন্য বুলবুল ললিতকলা একাডেমিতে? সবাই নিজে সৎ হোন। এর সার্বিক প্রভাবই পড়বে সমাজে।
বগুড়া-৪ আসনের উপনির্বাচনে মাত্র ৮৩৪ ভোটে হেরে গেছেন হিরো আলম। হিরো আলম নামটাই এই যে এর আর কোনো বিশেষণ লাগে না। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে নেচে-গেয়ে সিনেমা করে বউ পিটিয়ে তিনি হিরো। হিরো আলম নামটাই খ্যাত। তিনি কী কেন, এসবের বিশদ বিবরণ লাগে না।
এত দিন এসব আলোচনা, সমালোচনা, ফান, পক্ষে-বিপক্ষে যুক্তির মধ্যেই ছিল। তাঁর ভুলভাল উচ্চারণ, অযৌক্তিক কথাবার্তা—সবকিছুই সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্তই সীমাবদ্ধ ছিল। ধাক্কাটা লাগল এবার। উপনির্বাচনে যখন তিনি প্রার্থী হলেন, শুধু প্রার্থী হলেন তা-ই নয়, সামান্য ভোটের ব্যবধানে হেরে গেলেন, সংবাদ শিরোনাম হলেন।
নিম্ন মেধা আর নিম্ন রুচির মানুষ হিরো আলম। নিম্নবিত্তও বটে। এই নিম্নবিত্তের ফলে কিংবা বলা যায় নিম্নবিত্তের হয়েও এই পরিচিতি আর সোকল্ড জনপ্রিয়তা পাওয়ার ফলে অনেক অতিবিপ্লবী তাঁকে শ্রমজীবীর প্রতিনিধি ঘোষণা দিয়ে পক্ষে দাঁড়িয়ে গেলেন।
এই যে নিম্ন রুচি, নিম্ন মেধা নিয়ে রাজত্ব কায়েম করার সুযোগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে, যে যা খুশি বলতে পারে, যা খুশি লিখতে পারে। যার ইচ্ছা দেখে ভিউ বাড়াতে পারে। যে কাউকে হিরো বানিয়ে দিতে পারে। এর একটা ভালো দিক আছে। এই সুযোগ গ্রহণ করতে পারে তারাও, যারা হয়তো স্বজনপ্রীতি বা নেপোটিজমের কারণে যথেষ্ট মেধা কিংবা প্রতিভা কিংবা সুযোগ থাকা সত্ত্বেও সাফল্যের দেখা পেত না।
কিন্তু মুশকিল হয় তখন, যখন সম্পাদনাহীন যেমন ইচ্ছে খেলার মাঠ এই সোশ্যাল মিডিয়ায় হিরো আলমের মতো মেধাহীন, রুচিহীনেরা রাজত্ব জাঁকিয়ে বসে। জনরুচির প্রতিনিধিত্ব দেশে-বিদেশে প্রায় প্রতিষ্ঠিত করে ফেলে। আমরা প্রলেতারিয়েতের দোহাই দিয়ে কিংবা শ্রমজীবীর প্রতিনিধিত্বের কথা বলে হুজুগে তাদের বিশ্ব মান নির্ধারক খোলা ময়দানে ছেড়ে দিই। এই ছেড়ে দেওয়ায় কেবল যে হিরো আলম তাঁর জাত চেনান, তা কিন্তু নয়। আমরাও আমাদের জনরুচির জাত চেনাই।
হিরো আলম সোশ্যাল মিডিয়ায় যা খুশি তা করতে পারেন, আমরাও দেখে তাঁর ভিউ বাড়িয়ে তাঁকে আয়-রোজগারের পথ খুলে দিতে পারি। কিন্তু তাঁকে কোনোভাবে, কোনো যুক্তিতে আমাদের প্রতিনিধি বানিয়ে পরিচিতি গড়ে তুলতে সহায়তা করতে পারি কি না, সেটাও একটা ভাবার বিষয়।
বলতে পারেন মেধা, প্রতিভা, রুচি সব আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে যা চূড়ান্ত, তা আমার কাছে নয়। আমার কাছে যা, তা আপনার কাছে নয়। এই দেশকালে যা সত্য, অন্য দেশকালে নয়। সত্যি তাই। কিন্তু তারপরও ‘কিন্তু’ থাকে। আপনার বাসায় লিভিংরুম থাকে, বেডরুম থাকে, কিচেন থাকে, বাথরুম থাকে। উন্নত বাসস্থানে স্টোররুমও থাকে। আপনি কাউকে বাসা দেখাতে এনে নিশ্চয়ই বাসার স্টোররুমটাকে মানঘর হিসেবে দেখাবেন না।
যে আপনি অতি প্রগতি বা বিপ্লবী হয়ে হিরো আলমকে সমর্থন দিচ্ছেন, আপনিও ঘরে যে লুঙ্গি-গেঞ্জি পরিধান করেন, তা পরেই বিয়েবাড়ি যাবেন না। সন্তানকে নিয়ে ঘুরতে বের হলে শহরের গ্রহণযোগ্য সুন্দর জায়গাটিতেই যাবেন।
প্রকৃতি নাকি কোনো শূন্যতা পছন্দ করে না। আমাদের রাজনীতি, সমাজনীতি, শিক্ষা এবং সংস্কৃতিতে নানা কারণে এক ভ্যাকুয়াম তৈরি হয়েছে। আমাদের শত্রুরা ঐক্যবদ্ধ, বন্ধুরা ঐক্যভ্রষ্ট। এই ভ্যাকুয়াম পূরণ করতে আমাদের হিরো হয়ে উঠেছেন হিরো আলমেরা। সচেতন হয়ে এই প্রচেষ্টা রুখে দিতে না পারলে হতাশাময় এক ভবিষ্যৎ অপেক্ষা করে আছে আমাদের জন্য।
মানুষের সভ্যতার ইতিহাস ক্রমেই নিজেকে শাণিত করার ইতিহাস। নিজেকে ক্রমাগত উত্তরণের পথে পরিচালিত করার ইতিহাস। যাঁরা নিম্নবর্গের দোহাই দিয়ে তাঁকে আইডল হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন, তাঁদের কাছে আমার প্রশ্ন, বুকে হাত দিয়ে বলুন, আপনার সন্তান কোথায় পড়ে? গান শেখার জন্য তাকে কোথায় পাঠান—ছায়ানটে? নৃত্য শেখার জন্য বুলবুল ললিতকলা একাডেমিতে? সবাই নিজে সৎ হোন। এর সার্বিক প্রভাবই পড়বে সমাজে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে