আজকের পত্রিকা ডেস্ক
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ৯৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৮৬ ভোট। এদিকে বিভাগের অপর পাঁচটি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সকাল নয়টা থেকে শুরু হয়ে পটুয়াখালীর আটটি উপজেলায় বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।জানা যায়, বরিশাল বিভাগের ছয় জেলার পাঁচটিতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও পটুয়াখালীতে তা সম্ভব হয়নি। এ নির্বাচনে পটুয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৭৭টি ইউনিয়নে ১ হাজার ৮৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ ব্যাপারে বিজয়ী প্রার্থী ঘোড়া প্রতীকের হাফিজুর রহমান বলেন, ‘আমার পরিবার আওয়ামী লীগের সমর্থক, দলের জন্য আমিসহ আমার পরিবারের সদস্যরা জেলও খেটেছি। আমি যুবলীগ করেছি, সদস্য ছিলাম। এবার সভাপতি প্রার্থী হয়েছি; কিন্তু ষড়যন্ত্র করে আমাকে কোনো পদে রাখেনি। অনেকটা কষ্ট পেয়ে আমি আজ নির্বাচন করেছি। সবার দোয়ায় ৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছি।’
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কারও অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের অঙ্গীকার অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মমিন টুলু।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম জাহাঙ্গীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থিত খান সাইফুল্লাহ পনির। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বরগুনায় জাহাঙ্গীর কবীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ৯৬ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান। তিনি ঘোড়া প্রতীক নিয়ে ৫৮২ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আনারস প্রতীকের খলিলুর রহমান মোহন পেয়েছেন ৪৮৬ ভোট। এদিকে বিভাগের অপর পাঁচটি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গতকাল সোমবার সকাল নয়টা থেকে শুরু হয়ে পটুয়াখালীর আটটি উপজেলায় বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ হয়।জানা যায়, বরিশাল বিভাগের ছয় জেলার পাঁচটিতে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেও পটুয়াখালীতে তা সম্ভব হয়নি। এ নির্বাচনে পটুয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ জেলার ৮টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৭৭টি ইউনিয়নে ১ হাজার ৮৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ ব্যাপারে বিজয়ী প্রার্থী ঘোড়া প্রতীকের হাফিজুর রহমান বলেন, ‘আমার পরিবার আওয়ামী লীগের সমর্থক, দলের জন্য আমিসহ আমার পরিবারের সদস্যরা জেলও খেটেছি। আমি যুবলীগ করেছি, সদস্য ছিলাম। এবার সভাপতি প্রার্থী হয়েছি; কিন্তু ষড়যন্ত্র করে আমাকে কোনো পদে রাখেনি। অনেকটা কষ্ট পেয়ে আমি আজ নির্বাচন করেছি। সবার দোয়ায় ৯৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছি।’
এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কারও অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের অঙ্গীকার অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
এদিকে বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।ভোলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মমিন টুলু।
বরিশাল জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম জাহাঙ্গীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা ভোটে নির্বাচিত হন আওয়ামী লীগের সমর্থিত খান সাইফুল্লাহ পনির। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সালমা রহমান হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বরগুনায় জাহাঙ্গীর কবীরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে