ইয়াহ্ইয়া মারুফ, সিলেট
দেশের চলমান গ্যাসের সংকট নিরসনে কিছুটা আশার সঞ্চার করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) তিনটি পরিত্যক্ত কূপ। একটি কূপ থেকে দু-এক দিনের মধ্যেই গ্যাস উত্তোলন শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। বাকি দুটির একটি থেকে ১০-১২ দিন এবং অপরটি থেকে তিন মাসের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া সম্ভব হবে বলে আশা করছে এসজিএফএল। তখন কূপ তিনটি মিলে দিনে প্রায় ৩ কোটি ২০ লাখ বা ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান সম্প্রতি আজকের পত্রিকাকে বলেন, ‘কৈলাসটিলা-২ নম্বর কূপ থেকে ২০-২২ নভেম্বর থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস, আগামী ১০-১২ দিনের মধ্যে সিলেট-১০ নম্বর কূপ থেকে ১ কোটি ঘনফুট এবং তিন মাসের মধ্যে রশিদপুর-২ নম্বর কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করবে এসজিএফএল। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।’
ইতিমধ্যে কিছু সফলতা পাওয়ার কথা জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘আরও তিনটি পরিত্যক্ত কূপ পুনঃখনন শেষে গত বছর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। সিলেট-৮, কৈলাসটিলা-৭ ও বিয়ানীবাজার-১ এই তিন কূপ থেকে বর্তমানে দিনে ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করছি আমরা।’
এসজিএফএল সূত্র জানায়, জ্বালানির সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনঃখননের পরিকল্পনা নেয় সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে এসজিএফএলের আওতাধীন সিলেটের ১৪টি কূপ খনন ও পুনঃখননের কাজ শুরু হয়।
এরই মধ্যে তিনটির খননকাজ শেষে গত বছর থেকে উৎপাদন শুরু হয়। এবার কৈলাসটিলা-২, সিলেট-১০ ও রশিদপুর-২ এই তিনটি কূপ থেকে উৎপাদন শুরুর অপেক্ষায় রয়েছে। এসজিএফএলের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাসটিলা-২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনঃখনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে এই কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ২০-২২ নভেম্বরের মধ্যে উৎপাদনে যাবে এসজিএফএল। সেখান থেকে প্রতিদিন ৭ মিলিয়ন বা ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে।
গত ২৪ জুন হরিপুরের সিলেট-১০ নম্বর কূপেও পুনঃখনন শুরু হয়। বর্তমানে কাজ চলছে। ১০-১২ দিনের মধ্যে উৎপাদনে যাবে এসজিএফএল। এই কূপ থেকে দিনে ১০ মিলিয়ন বা ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।
এদিকে রশিদপুর-২ নম্বর কূপ পুনঃখনন শুরুর সব ধরনের প্রস্তুতি শেষ। শিগগিরই কাজ শুরু হবে এবং তিন মাসের মধ্যে এ কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এসজিএফএলের অপারেশন ডিভিশন ও প্রকল্প বিভাগের দুই প্রকৌশলী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, কৈলাসটিলা-২ নম্বর কূপের একটি স্তর থেকে আগে গ্যাস উৎপাদন করা হয়েছিল। এরপর এই স্তরে পানি এসে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ থাকা এই কূপ পুনঃখননকাজে আরও একাধিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে গত ৯ ও ১১ নভেম্বর পরীক্ষা করে গ্যাস পাওয়া গেছে। যাচাই-বাছাই চলছে। সঠিক গ্যাস মিললে এটাই হবে সবচেয়ে বড় সুখবর।
১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে এসজিএফএলের আওতায় আছে ৫ টি। সেগুলো হলো হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এগুলোর মধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত।
দেশের চলমান গ্যাসের সংকট নিরসনে কিছুটা আশার সঞ্চার করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের (এসজিএফএল) তিনটি পরিত্যক্ত কূপ। একটি কূপ থেকে দু-এক দিনের মধ্যেই গ্যাস উত্তোলন শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। বাকি দুটির একটি থেকে ১০-১২ দিন এবং অপরটি থেকে তিন মাসের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস দেওয়া সম্ভব হবে বলে আশা করছে এসজিএফএল। তখন কূপ তিনটি মিলে দিনে প্রায় ৩ কোটি ২০ লাখ বা ৩২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান সম্প্রতি আজকের পত্রিকাকে বলেন, ‘কৈলাসটিলা-২ নম্বর কূপ থেকে ২০-২২ নভেম্বর থেকে প্রতিদিন ৭০ লাখ ঘনফুট গ্যাস, আগামী ১০-১২ দিনের মধ্যে সিলেট-১০ নম্বর কূপ থেকে ১ কোটি ঘনফুট এবং তিন মাসের মধ্যে রশিদপুর-২ নম্বর কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করবে এসজিএফএল। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।’
ইতিমধ্যে কিছু সফলতা পাওয়ার কথা জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘আরও তিনটি পরিত্যক্ত কূপ পুনঃখনন শেষে গত বছর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। সিলেট-৮, কৈলাসটিলা-৭ ও বিয়ানীবাজার-১ এই তিন কূপ থেকে বর্তমানে দিনে ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিড লাইনে সরবরাহ করছি আমরা।’
এসজিএফএল সূত্র জানায়, জ্বালানির সংকট নিরসনে গ্যাস উৎপাদন বাড়াতে দেশের ৪৬টি কূপ অনুসন্ধান, খনন ও পুনঃখননের পরিকল্পনা নেয় সরকার। ২০২৫ সালের মধ্যে এসব খননকাজ শেষ হওয়ার কথা। এতে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে এসজিএফএলের আওতাধীন সিলেটের ১৪টি কূপ খনন ও পুনঃখননের কাজ শুরু হয়।
এরই মধ্যে তিনটির খননকাজ শেষে গত বছর থেকে উৎপাদন শুরু হয়। এবার কৈলাসটিলা-২, সিলেট-১০ ও রশিদপুর-২ এই তিনটি কূপ থেকে উৎপাদন শুরুর অপেক্ষায় রয়েছে। এসজিএফএলের আওতাধীন গোলাপগঞ্জের কৈলাসটিলা-২ নম্বর কূপ থেকে দীর্ঘদিন গ্যাস উত্তোলন বন্ধ ছিল। গত ২৭ জুলাই এই কূপ পুনঃখনন শুরু হয়। খননের পর চলতি সপ্তাহে এই কূপে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ২০-২২ নভেম্বরের মধ্যে উৎপাদনে যাবে এসজিএফএল। সেখান থেকে প্রতিদিন ৭ মিলিয়ন বা ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করা হবে।
গত ২৪ জুন হরিপুরের সিলেট-১০ নম্বর কূপেও পুনঃখনন শুরু হয়। বর্তমানে কাজ চলছে। ১০-১২ দিনের মধ্যে উৎপাদনে যাবে এসজিএফএল। এই কূপ থেকে দিনে ১০ মিলিয়ন বা ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।
এদিকে রশিদপুর-২ নম্বর কূপ পুনঃখনন শুরুর সব ধরনের প্রস্তুতি শেষ। শিগগিরই কাজ শুরু হবে এবং তিন মাসের মধ্যে এ কূপ থেকে দেড় কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
এসজিএফএলের অপারেশন ডিভিশন ও প্রকল্প বিভাগের দুই প্রকৌশলী আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, কৈলাসটিলা-২ নম্বর কূপের একটি স্তর থেকে আগে গ্যাস উৎপাদন করা হয়েছিল। এরপর এই স্তরে পানি এসে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। সাময়িকভাবে বন্ধ থাকা এই কূপ পুনঃখননকাজে আরও একাধিক স্তরের সন্ধান পাওয়া গেছে। সেখানে গত ৯ ও ১১ নভেম্বর পরীক্ষা করে গ্যাস পাওয়া গেছে। যাচাই-বাছাই চলছে। সঠিক গ্যাস মিললে এটাই হবে সবচেয়ে বড় সুখবর।
১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। এরপর আবিষ্কার হতে থাকে একের পর এক গ্যাসক্ষেত্র। বর্তমানে দেশে ২৮টি গ্যাসক্ষেত্র রয়েছে। এর মধ্যে এসজিএফএলের আওতায় আছে ৫ টি। সেগুলো হলো হরিপুর গ্যাস ফিল্ড, রশিদপুর গ্যাস ফিল্ড, ছাতক গ্যাস ফিল্ড, কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। এগুলোর মধ্যে ছাতক গ্যাস ফিল্ড পরিত্যক্ত।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে