চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ০৮: ২৮
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ১১

সারা দেশের সঙ্গে একযোগে আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ১ হাজার ২৫০ জন পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ আজকের পত্রিকাকে বলেন, ১১২টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় ৬০টি ভিজিল্যান্স টিম, ১২টি বিশেষ টিম দায়িত্ব পালন করবে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২০ হাজার ৩৬০ জন, মানবিক বিভাগ থেকে অংশ নিচ্ছে ৪৪ হাজার ১৪৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ ৩৬ হাজার ৫৮৯ জন। তবে এবারও গতবারের মতো ছাত্রীরা বেশি পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষায় অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৯৪৫ জন ও ছাত্র ৩৬ হাজার ৯২৯ জন।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, শিক্ষক ও পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত