বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২৩ সালকে ব্যান্ডসংগীতের স্বরূপে ফেরার বছর বলাই যায়। দীর্ঘদিন পর নতুন গান ও অ্যালবাম প্রকাশ করছে জনপ্রিয় ব্যান্ডগুলো। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড চিরকুট। অর্ধযুগ পর নিজেদের অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডটি। এটি তাদের চতুর্থ অ্যালবাম। ছয় বছর পর গত মঙ্গলবার রাতে চতুর্থ অ্যালবামের ঘোষণা দেয় চিরকুট। নিজেদের ফেসবুক পেজে তারা জানায়, চতুর্থ অ্যালবামের কাজ চলছে।
নতুন অ্যালবাম নিয়ে চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘অ্যালবামের গানের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। ঘোষণাটা এখন দেওয়া হলো। ঘোষণা দেওয়ার পর থেকেই সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। চেষ্টা করছি দ্রুত সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য।’
গত বছর চিরকুটের তিনটি গান প্রকাশ পেয়েছিল। সে গানগুলো নতুন অ্যালবামে থাকবে কি না সে প্রসঙ্গে সুমি বলেন, ‘আগের গানগুলো আমরা সিঙ্গেল ট্র্যাক হিসেবেই রিলিজ করেছি। অ্যালবামের জন্য নতুন গান করা হচ্ছে। গানগুলো একসঙ্গে পূর্ণাঙ্গ অ্যালবাম আকারেই প্রকাশ পাবে। চিরকুটের জন্মলগ্ন থেকেই আমরা নতুন নতুন গান উপহার দিচ্ছি। এবারের অ্যালবামটা প্রকাশ করতে একটু সময় লেগেছে। তবে আমাদের গান কিন্তু থেমে ছিল না।’
নতুন অ্যালবামের গানের ধরন প্রসঙ্গে সুমি বলেন, ‘আগের সময়ের লেখকেরা যেমন তাঁদের সময়ের জীবন, সংস্কৃতির কথা তুলে ধরতেন, আমরাও শুরু থেকে তেমনটাই চেষ্টা করছি। নতুন অ্যালবামেও আমাদের সময়ের কথাই তুলে ধরার চেষ্টা থাকছে।’
নতুন অ্যালবাম নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। এমনও হতে পারে, অ্যালবামের কোনো গানের কথা কিংবা সুর চিরকুটের বাইরের কেউ করবেন। সেটা দেশের কিংবা দেশের বাইরের কেউ হতে পারেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়।’
তৃতীয় অ্যালবামের পর চতুর্থ অ্যালবাম আনতে ছয় বছরের বিরতি। এত দীর্ঘ বিরতির কারণ জানিয়ে সুমি বলেন, ‘মাঝে দুই বছর করোনা ছিল। এ ছাড়া এ সময়টাতে দেশ-বিদেশে আমরা কনসার্ট নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, যেকোনো কাজের একটা সঠিক সময় আছে। যেটা নির্ধারণ করে প্রকৃতি। আমাদের নতুন অ্যালবাম প্রকাশের সঠিক সময় হয়তো এখনই।’
সুমি আরও জানিয়েছেন, নতুন অ্যালবামটি এ বছরের শেষ নাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে চিরকুট। গান থাকবে কমপক্ষে ১০টি। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। নাম নির্বাচন করে দ্রুত তা ভক্তদের জানিয়ে দেওয়া হবে চিরকুটের ফেসবুক পেজে।
২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে ব্যান্ড চিরকুট। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’।
২০২৩ সালকে ব্যান্ডসংগীতের স্বরূপে ফেরার বছর বলাই যায়। দীর্ঘদিন পর নতুন গান ও অ্যালবাম প্রকাশ করছে জনপ্রিয় ব্যান্ডগুলো। সেই তালিকায় এবার যুক্ত হচ্ছে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড চিরকুট। অর্ধযুগ পর নিজেদের অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ডটি। এটি তাদের চতুর্থ অ্যালবাম। ছয় বছর পর গত মঙ্গলবার রাতে চতুর্থ অ্যালবামের ঘোষণা দেয় চিরকুট। নিজেদের ফেসবুক পেজে তারা জানায়, চতুর্থ অ্যালবামের কাজ চলছে।
নতুন অ্যালবাম নিয়ে চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি বলেন, ‘অ্যালবামের গানের কাজ শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই। ঘোষণাটা এখন দেওয়া হলো। ঘোষণা দেওয়ার পর থেকেই সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। চেষ্টা করছি দ্রুত সব কাজ গুছিয়ে নেওয়ার জন্য।’
গত বছর চিরকুটের তিনটি গান প্রকাশ পেয়েছিল। সে গানগুলো নতুন অ্যালবামে থাকবে কি না সে প্রসঙ্গে সুমি বলেন, ‘আগের গানগুলো আমরা সিঙ্গেল ট্র্যাক হিসেবেই রিলিজ করেছি। অ্যালবামের জন্য নতুন গান করা হচ্ছে। গানগুলো একসঙ্গে পূর্ণাঙ্গ অ্যালবাম আকারেই প্রকাশ পাবে। চিরকুটের জন্মলগ্ন থেকেই আমরা নতুন নতুন গান উপহার দিচ্ছি। এবারের অ্যালবামটা প্রকাশ করতে একটু সময় লেগেছে। তবে আমাদের গান কিন্তু থেমে ছিল না।’
নতুন অ্যালবামের গানের ধরন প্রসঙ্গে সুমি বলেন, ‘আগের সময়ের লেখকেরা যেমন তাঁদের সময়ের জীবন, সংস্কৃতির কথা তুলে ধরতেন, আমরাও শুরু থেকে তেমনটাই চেষ্টা করছি। নতুন অ্যালবামেও আমাদের সময়ের কথাই তুলে ধরার চেষ্টা থাকছে।’
নতুন অ্যালবাম নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। এমনও হতে পারে, অ্যালবামের কোনো গানের কথা কিংবা সুর চিরকুটের বাইরের কেউ করবেন। সেটা দেশের কিংবা দেশের বাইরের কেউ হতে পারেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত নয়।’
তৃতীয় অ্যালবামের পর চতুর্থ অ্যালবাম আনতে ছয় বছরের বিরতি। এত দীর্ঘ বিরতির কারণ জানিয়ে সুমি বলেন, ‘মাঝে দুই বছর করোনা ছিল। এ ছাড়া এ সময়টাতে দেশ-বিদেশে আমরা কনসার্ট নিয়ে ব্যস্ত ছিলাম। আমি মনে করি, যেকোনো কাজের একটা সঠিক সময় আছে। যেটা নির্ধারণ করে প্রকৃতি। আমাদের নতুন অ্যালবাম প্রকাশের সঠিক সময় হয়তো এখনই।’
সুমি আরও জানিয়েছেন, নতুন অ্যালবামটি এ বছরের শেষ নাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে চিরকুট। গান থাকবে কমপক্ষে ১০টি। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। নাম নির্বাচন করে দ্রুত তা ভক্তদের জানিয়ে দেওয়া হবে চিরকুটের ফেসবুক পেজে।
২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে ব্যান্ড চিরকুট। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে