এএফপি, বার্লিন
শীত আসতে আর দেরি নাই। ঠান্ডা থেকে বাঁচতে ইউরোপের ঘরে ঘরে হিটার জ্বলে। বেড়ে যায় গ্যাসের চাহিদা। কিন্তু নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শীত মৌসুম শুরুর আগেই অঞ্চলটির সবচেয়ে বড় অর্থনীতি জার্মানি গ্যাস-সংকটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুইলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূরণ করা। এটা কোনোমতেই সম্ভব নয়।’ অন্যদিকে নভেম্বরের মধ্যে পণ্যটির মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল, সেটা ব্যর্থ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গ্যাস-সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। তখন দেশটির গ্যাস মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী তা সম্ভব হয়নি। কিছু গ্যাস মজুত ডিপোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুইলার।
এ অবস্থায় গ্যাসের ব্যবহার নিয়ে সতর্ক হওয়া ছাড়া নাগরিকদের বিকল্প নেই জানিয়ে মুইলার বলেছেন, ‘শুধু আসন্ন শীত নয়। পরবর্তী শীতেও আমাদের গ্যাস নিয়ে টানাটানি থাকবে। তাই অন্তত এক বছরের গ্যাস-সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে এখন থেকেই আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হবে।’
নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ইউরোপে গ্যাস, জ্বালানি তেলসহ বিভিন্ন রুশ পণ্যের রপ্তানি কমেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি রুশ গ্যাস ও জ্বালানিনির্ভর।
শীত আসতে আর দেরি নাই। ঠান্ডা থেকে বাঁচতে ইউরোপের ঘরে ঘরে হিটার জ্বলে। বেড়ে যায় গ্যাসের চাহিদা। কিন্তু নভেম্বরে আনুষ্ঠানিকভাবে শীত মৌসুম শুরুর আগেই অঞ্চলটির সবচেয়ে বড় অর্থনীতি জার্মানি গ্যাস-সংকটে পড়তে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার জার্মানির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রধান ক্লাউস মুইলার বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল ১ অক্টোবরের মধ্যে গ্যাসের মজুত অন্তত ৮৫ শতাংশ পূরণ করা। এটা কোনোমতেই সম্ভব নয়।’ অন্যদিকে নভেম্বরের মধ্যে পণ্যটির মজুত ৯৫ শতাংশ পূরণের যে পরিকল্পনা ছিল, সেটা ব্যর্থ হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
গ্যাস-সংকট মোকাবিলায় গত মাসে একাধিক পরিকল্পনা ঘোষণা করেন অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। তখন দেশটির গ্যাস মজুত ছিল সক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। গত সপ্তাহে তা ৭৫ শতাংশে পৌঁছেছে। অল্প সময়ের মধ্যে গ্যাসের মজুত প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব হলেও পরবর্তী সময়ে পরিকল্পনা অনুযায়ী তা সম্ভব হয়নি। কিছু গ্যাস মজুত ডিপোর শ্লথ কার্যক্রমকে দায়ী করেছেন মুইলার।
এ অবস্থায় গ্যাসের ব্যবহার নিয়ে সতর্ক হওয়া ছাড়া নাগরিকদের বিকল্প নেই জানিয়ে মুইলার বলেছেন, ‘শুধু আসন্ন শীত নয়। পরবর্তী শীতেও আমাদের গ্যাস নিয়ে টানাটানি থাকবে। তাই অন্তত এক বছরের গ্যাস-সংকট মোকাবিলার পরিকল্পনা নিয়ে এখন থেকেই আমাদের গ্যাসের ব্যবহার কমাতে হবে।’
নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে ইউরোপে গ্যাস, জ্বালানি তেলসহ বিভিন্ন রুশ পণ্যের রপ্তানি কমেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি রুশ গ্যাস ও জ্বালানিনির্ভর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে