রাজশাহী প্রতিনিধি
ঈদের আগে কেনাকাটার জন্য রাজশাহী মহানগরীর সাহেব বাজারের দিকে মানুষের ঢল নেমেছে। এই জনস্রোতের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে শহরের এই প্রাণকেন্দ্রে। এ ছাড়া শহরের অন্যান্য এলাকাতেও রিকশা-অটোরিকশার জট দেখা দিয়েছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করলেও যানজট কমছে না।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে পশ্চিমে রাজশাহী কলেজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কে সব সময় যানজট লেগে থাকছে। চার লেনের এই সড়কের দুপাশে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা করতে বিপুলসংখ্যক মানুষ আসছেন। ঈদের আগে ফুটপাত, এমনকি রাস্তা দখল করেও বিকিকিনি জমে উঠেছে। ফলে রাস্তা হয়েছে সংকীর্ণ। সেই রাস্তা দিয়েই চলাচল করছেন মানুষ।
এ ছাড়া ঈদের কেনাকাটা করতে বাজারে আসা মানুষ নিজেদের মোটরসাইকেল ও প্রাইভেট কার যত্রতত্র পার্ক করে রাখছেন। ফলে রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে। এতে যানজট চরমে পৌঁছেছে। জিরো পয়েন্ট থেকে মণিচত্বর পর্যন্ত রিকশা-অটোরিকশার দুই মিনিটের পথ পেরোতেই সময় লাগছে অন্তত ৩০ মিনিট।
এদিকে শহরের গণকপাড়া, সমবায় সুপার মার্কেটের সামনের সড়ক, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকা, লক্ষ্মীপুর, শিরোইল বাস টার্মিনাল এলাকা, জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকা এবং নিউমার্কেট এলাকায় তীব্র যানজট লেগেই থাকছে। তবে নগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত হওয়ায় এবার ঈদের আগে সেটিতে যানজট দেখা যায়নি। তবে চার লেন নয়, শহরের এমন অন্যান্য সড়কেও যানজট দেখা দিচ্ছে। এ কারণে রিকশা-অটোরিকশার ভাড়াও নেওয়া হচ্ছে বেশি।
সাহেব বাজার এলাকায় রিকশাচালক ফারুক হোসেন বলেন, জিরো পয়েন্ট থেকে মণিচত্বর পর্যন্ত এলাকা যেতেই দুই মিনিটের রাস্তায় এখন সময় লাগছে আধা ঘণ্টা। এই গরমের মধ্যে রাস্তাটিতে ঢুকে আটকে থাকাও কষ্টকর। তাই যতটা সম্ভব এদিকে ঢুকছি না। ঈদের আগে এই দিক দিয়ে রিকশা-অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দিলেই ভালো হতো বলে মনে করেন তিনি।
সাহেব বাজারের আরডিএ মার্কেটে গিয়ে দেখা গেছে, মানুষ হুড়োহুড়ি করে ঈদের কেনাকাটা করছেন। এখানে যত ক্রেতা আসছেন, তাঁরা আর শহরের কোনো মার্কেটে যাচ্ছেন না। আরডিএ মার্কেটের সামনে রিকশাচালক রিপন আলী বললেন, সবাই শুধু আরডিএ মার্কেটেই আসতে চায়। এই ভিড়ের মধ্যে রিকশা নিয়ে আসাও বিপদ। তাই যাত্রী ওঠার আগেই বলে দিচ্ছি, ভাড়া একটু বেশি দিতে হবে।
শহরের যানজট ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বাণ চাকমা বলেন, রাজশাহী এমনিতেই রিকশা-অটোরিকশার শহর। ঈদের আগে এখন গ্রাম থেকেও অসংখ্য অটোরিকশা শহরে ঢুকছে। ফলে সবখানেই যানজট দেখা দিচ্ছে। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ শহরজুড়ে কাজ করছে। চাঁদরাত পর্যন্ত একটু কষ্ট করতেই হবে। ঈদের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।
ঈদের আগে কেনাকাটার জন্য রাজশাহী মহানগরীর সাহেব বাজারের দিকে মানুষের ঢল নেমেছে। এই জনস্রোতের কারণে তীব্র যানজট দেখা দিয়েছে শহরের এই প্রাণকেন্দ্রে। এ ছাড়া শহরের অন্যান্য এলাকাতেও রিকশা-অটোরিকশার জট দেখা দিয়েছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করলেও যানজট কমছে না।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে পশ্চিমে রাজশাহী কলেজ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কে সব সময় যানজট লেগে থাকছে। চার লেনের এই সড়কের দুপাশে মার্কেটগুলোতে ঈদের কেনাকাটা করতে বিপুলসংখ্যক মানুষ আসছেন। ঈদের আগে ফুটপাত, এমনকি রাস্তা দখল করেও বিকিকিনি জমে উঠেছে। ফলে রাস্তা হয়েছে সংকীর্ণ। সেই রাস্তা দিয়েই চলাচল করছেন মানুষ।
এ ছাড়া ঈদের কেনাকাটা করতে বাজারে আসা মানুষ নিজেদের মোটরসাইকেল ও প্রাইভেট কার যত্রতত্র পার্ক করে রাখছেন। ফলে রাস্তা আরও সরু হয়ে যাচ্ছে। এতে যানজট চরমে পৌঁছেছে। জিরো পয়েন্ট থেকে মণিচত্বর পর্যন্ত রিকশা-অটোরিকশার দুই মিনিটের পথ পেরোতেই সময় লাগছে অন্তত ৩০ মিনিট।
এদিকে শহরের গণকপাড়া, সমবায় সুপার মার্কেটের সামনের সড়ক, শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর এলাকা, লক্ষ্মীপুর, শিরোইল বাস টার্মিনাল এলাকা, জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম এলাকা এবং নিউমার্কেট এলাকায় তীব্র যানজট লেগেই থাকছে। তবে নগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত হওয়ায় এবার ঈদের আগে সেটিতে যানজট দেখা যায়নি। তবে চার লেন নয়, শহরের এমন অন্যান্য সড়কেও যানজট দেখা দিচ্ছে। এ কারণে রিকশা-অটোরিকশার ভাড়াও নেওয়া হচ্ছে বেশি।
সাহেব বাজার এলাকায় রিকশাচালক ফারুক হোসেন বলেন, জিরো পয়েন্ট থেকে মণিচত্বর পর্যন্ত এলাকা যেতেই দুই মিনিটের রাস্তায় এখন সময় লাগছে আধা ঘণ্টা। এই গরমের মধ্যে রাস্তাটিতে ঢুকে আটকে থাকাও কষ্টকর। তাই যতটা সম্ভব এদিকে ঢুকছি না। ঈদের আগে এই দিক দিয়ে রিকশা-অটোরিকশাসহ অন্যান্য গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দিলেই ভালো হতো বলে মনে করেন তিনি।
সাহেব বাজারের আরডিএ মার্কেটে গিয়ে দেখা গেছে, মানুষ হুড়োহুড়ি করে ঈদের কেনাকাটা করছেন। এখানে যত ক্রেতা আসছেন, তাঁরা আর শহরের কোনো মার্কেটে যাচ্ছেন না। আরডিএ মার্কেটের সামনে রিকশাচালক রিপন আলী বললেন, সবাই শুধু আরডিএ মার্কেটেই আসতে চায়। এই ভিড়ের মধ্যে রিকশা নিয়ে আসাও বিপদ। তাই যাত্রী ওঠার আগেই বলে দিচ্ছি, ভাড়া একটু বেশি দিতে হবে।
শহরের যানজট ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের উপকমিশনার অনির্বাণ চাকমা বলেন, রাজশাহী এমনিতেই রিকশা-অটোরিকশার শহর। ঈদের আগে এখন গ্রাম থেকেও অসংখ্য অটোরিকশা শহরে ঢুকছে। ফলে সবখানেই যানজট দেখা দিচ্ছে। পরিস্থিতি সামলাতে অতিরিক্ত পুলিশ শহরজুড়ে কাজ করছে। চাঁদরাত পর্যন্ত একটু কষ্ট করতেই হবে। ঈদের পর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে