রাহুল শর্মা, ঢাকা
আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি, সনদ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে ইউজিসি একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির সব কার্যক্রম চলবে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদানের নির্দেশ দিয়েছে ইউজিসি। সংস্থার পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) মো. ওমর ফারুকের সই করা গত ২০ ফেব্রুয়ারির অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বেতন-ভাতা যেন জাতীয় বেতন স্কেলের চেয়ে কম না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করে। মানও সন্তোষজনক নয়। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে সনদ-বাণিজ্যের অভিযোগ। এ ছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই।
ইউজিসির উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার আজকের পত্রিকাকে বলেন, মান না বাড়লেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। ইউজিসির উদ্যোগটি ভালো। তবে তা কতটা বাস্তবায়িত হবে, সেটাই দেখার।
১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া শুরু হয়। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১১। এগুলোর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে তিন হাজারের বেশি প্রোগ্রামে প্রায় ছয় লাখ শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসি সূত্র বলেছে, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম চার বছর পরপর হালনাগাদ এবং নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তির বিধান রয়েছে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে। সনদ-বাণিজ্যসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। এসব রুখতে তদারকি অটোমেশন করার জন্য অত্যাধুনিক একটি সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এই সফটওয়্যার তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে। সফটওয়্যারটি কার্যকর হলে অনুমোদিত প্রোগ্রামগুলোর কারিকুলামের মেয়াদ শনাক্ত করা যাবে। এ ছাড়া অনুমোদিত আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা, ভর্তি ও পাস করা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, অনলাইনে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডিজিটাল একাডেমিক সার্টিফিকেট প্রবর্তন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাবও জানা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির এক কর্মকর্তা বলেন, এই সফটওয়্যার কার্যকর হলে সনদ-বাণিজ্য বন্ধ হবে। কেননা, তখন শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সেমিস্টার অনুযায়ী ফলসহ সবকিছু নজরদারির মধ্যে আসবে। এতে চাইলেও কারও পক্ষে অনৈতিক উপায়ে সনদ দেওয়া সম্ভব হবে না।
সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবার বদনাম হচ্ছে। আমরাও বদনামের ভাগীদার হতে চাই না। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলাপ করা উচিত। যাতে এর ফল খারাপ না হয়।’
জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, সনাতন প্রক্রিয়ায় মেয়াদোত্তীর্ণ প্রোগ্রাম এবং নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী খুঁজে পাওয়া কষ্টকর। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। জনবলসংকট ও নানা সীমাবদ্ধতায় যথাযথভাবে মনিটরিং করা কঠিন। অটোমেশন করা গেলে সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে।
আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি, সনদ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে ইউজিসি একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় তদারকির সব কার্যক্রম চলবে।
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রদানের নির্দেশ দিয়েছে ইউজিসি। সংস্থার পরিচালক (বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ) মো. ওমর ফারুকের সই করা গত ২০ ফেব্রুয়ারির অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। বেতন-ভাতা যেন জাতীয় বেতন স্কেলের চেয়ে কম না হয়, তা-ও নিশ্চিত করতে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত আসনসংখ্যার বেশি শিক্ষার্থী ভর্তি করে। মানও সন্তোষজনক নয়। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রয়েছে সনদ-বাণিজ্যের অভিযোগ। এ ছাড়া বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষ নেই।
ইউজিসির উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৈয়দা তাহমিনা আখতার আজকের পত্রিকাকে বলেন, মান না বাড়লেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সনদ-বাণিজ্যের অভিযোগ রয়েছে। ইউজিসির উদ্যোগটি ভালো। তবে তা কতটা বাস্তবায়িত হবে, সেটাই দেখার।
১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া শুরু হয়। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১১। এগুলোর মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে তিন হাজারের বেশি প্রোগ্রামে প্রায় ছয় লাখ শিক্ষার্থী রয়েছেন।
ইউজিসি সূত্র বলেছে, প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম চার বছর পরপর হালনাগাদ এবং নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থী ভর্তির বিধান রয়েছে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চলছে। সনদ-বাণিজ্যসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়টিও তদন্তে উঠে এসেছে। এসব রুখতে তদারকি অটোমেশন করার জন্য অত্যাধুনিক একটি সফটওয়্যার তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। শিগগির এই সফটওয়্যার তৈরির জন্য দরপত্র আহ্বান করা হবে। সফটওয়্যারটি কার্যকর হলে অনুমোদিত প্রোগ্রামগুলোর কারিকুলামের মেয়াদ শনাক্ত করা যাবে। এ ছাড়া অনুমোদিত আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা, ভর্তি ও পাস করা শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ, অনলাইনে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডিজিটাল একাডেমিক সার্টিফিকেট প্রবর্তন ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাবও জানা যাবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির এক কর্মকর্তা বলেন, এই সফটওয়্যার কার্যকর হলে সনদ-বাণিজ্য বন্ধ হবে। কেননা, তখন শিক্ষার্থী ভর্তি থেকে শুরু করে সেমিস্টার অনুযায়ী ফলসহ সবকিছু নজরদারির মধ্যে আসবে। এতে চাইলেও কারও পক্ষে অনৈতিক উপায়ে সনদ দেওয়া সম্ভব হবে না।
সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত বলে মনে করেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাতে গোনা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সবার বদনাম হচ্ছে। আমরাও বদনামের ভাগীদার হতে চাই না। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অংশীজনদের সঙ্গে আলাপ করা উচিত। যাতে এর ফল খারাপ না হয়।’
জানতে চাইলে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, সনাতন প্রক্রিয়ায় মেয়াদোত্তীর্ণ প্রোগ্রাম এবং নির্ধারিত আসনের অতিরিক্ত শিক্ষার্থী খুঁজে পাওয়া কষ্টকর। অনেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। জনবলসংকট ও নানা সীমাবদ্ধতায় যথাযথভাবে মনিটরিং করা কঠিন। অটোমেশন করা গেলে সব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে