তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর থেকে খালকুলা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ছয় কিলোমিটার পাকা সড়ক। সংস্কারের অভাবে সড়কটির অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে জমে আছে বৃষ্টির পানি। অধিকাংশ স্থানে বেরিয়ে আছে ধারালো খোয়া। এসব খানাখন্দে যানবাহন পড়ে উল্টে যাওয়ার পাশাপাশি চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ৬ কিলোমিটার সড়কের বিশেষ করে খালকুলা গ্রামের উত্তর পাশ থেকে খালকুলা ব্রিজ পর্যন্ত চলাচলের জন্য সড়কটি একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তবু ঝুঁকি নিয়ে যানবাহন চালকেরা সেখান দিয়ে যাতায়াত করছেন।
বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা আবু তালেব বলেন, ওই সড়কটি তাড়াশ উপজেলা সদর থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সংযোগ সড়ক হিসেবে জনগুরুত্বপূর্ণ। উপজেলার উত্তরাংশের বেশির ভাগ মানুষ ওই পথ দিয়ে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এমন জনগুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন তাড়াশ পৌর শহরের লেগুনাচালক জালাল উদ্দিন। তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে এই রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হয়েছে। অধিকাংশ স্থানে পাকা উঠে বেরিয়ে আছে ধারালো খোয়া। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে কাদায় পরিণত হয় পুরো সড়কটি। বেহাল এই রাস্তায় প্রতিনিয়ত যানবাহন উল্টে
ঘটছে দুর্ঘটনা।
ইজিবাইকচালক মনির হোসেন জানান, মূলত পণ্যবোঝাই ট্রাক ও ভ্যান প্রতিনিয়ত খানাখন্দে পড়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এমনকি চাকা খুলে যাচ্ছে।
শান্তার গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল মমিন জানান, এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল কার্যালয়ে সড়কটি সংস্কারের জন্য বারবার অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার সরোয়ার ধ্রুব বলেন, ‘তাড়াশ সদর থেকে খালকুলা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। ওই রাস্তাটির বেহালের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। আশা করি অচিরেই সংস্কার কাজ শুরু হবে।’
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়কটিতে অচিরেই সংস্কার কাজ শুরু হবে।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদর থেকে খালকুলা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ছয় কিলোমিটার পাকা সড়ক। সংস্কারের অভাবে সড়কটির অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে জমে আছে বৃষ্টির পানি। অধিকাংশ স্থানে বেরিয়ে আছে ধারালো খোয়া। এসব খানাখন্দে যানবাহন পড়ে উল্টে যাওয়ার পাশাপাশি চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা গেছে, ৬ কিলোমিটার সড়কের বিশেষ করে খালকুলা গ্রামের উত্তর পাশ থেকে খালকুলা ব্রিজ পর্যন্ত চলাচলের জন্য সড়কটি একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। তবু ঝুঁকি নিয়ে যানবাহন চালকেরা সেখান দিয়ে যাতায়াত করছেন।
বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা আবু তালেব বলেন, ওই সড়কটি তাড়াশ উপজেলা সদর থেকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সংযোগ সড়ক হিসেবে জনগুরুত্বপূর্ণ। উপজেলার উত্তরাংশের বেশির ভাগ মানুষ ওই পথ দিয়ে ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। এমন জনগুরুত্বপূর্ণ রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।
ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করেন তাড়াশ পৌর শহরের লেগুনাচালক জালাল উদ্দিন। তিনি বলেন, প্রায় দেড় বছর ধরে এই রাস্তাটিতে খানাখন্দ সৃষ্টি হয়েছে। অধিকাংশ স্থানে পাকা উঠে বেরিয়ে আছে ধারালো খোয়া। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে কাদায় পরিণত হয় পুরো সড়কটি। বেহাল এই রাস্তায় প্রতিনিয়ত যানবাহন উল্টে
ঘটছে দুর্ঘটনা।
ইজিবাইকচালক মনির হোসেন জানান, মূলত পণ্যবোঝাই ট্রাক ও ভ্যান প্রতিনিয়ত খানাখন্দে পড়ে উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এমনকি চাকা খুলে যাচ্ছে।
শান্তার গ্রামের ধান ব্যবসায়ী আব্দুল মমিন জানান, এলাকাবাসীর পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল কার্যালয়ে সড়কটি সংস্কারের জন্য বারবার অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।
তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ইফতেখার সরোয়ার ধ্রুব বলেন, ‘তাড়াশ সদর থেকে খালকুলা পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। ওই রাস্তাটির বেহালের বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। আশা করি অচিরেই সংস্কার কাজ শুরু হবে।’
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়কটিতে অচিরেই সংস্কার কাজ শুরু হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে