নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি শক্তভাবে মাঠে চায় সাবেক শরিক জামায়াতে ইসলামীকে। প্রয়োজনে দলটিকে রেখে বিরোধী দলগুলোর জোট পুনর্গঠনেও রাজি বিএনপি নেতাদের অনেকে। জামায়াতের দিক থেকেও আগ্রহ আছে। এ নিয়ে ভেতরে-ভেতরে আলাপও চলছে। অবশ্য এমন উদ্যোগে আপত্তি জানাচ্ছে চলমান আন্দোলনে শরিক হওয়া সমমনা কিছু দল।
জামায়াতকে জোটে টানার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘যারা যুগপৎ আন্দোলনে আছি, আমরা প্রতিনিয়ত যোগাযোগ করেই কর্মসূচি নিচ্ছি। এর বাইরে অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা করবেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় অনেক নেতাকে গ্রেপ্তারের পর চলমান আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে। আন্দোলন বেগবান করতে সারা দেশে দলের কর্মীদের মাঠে নামাতে তৎপর হয়েছে দলটি। একই সঙ্গে বহু জেলায় জামায়াতের ভালো সাংগঠনিক সামর্থ্য থাকায় তা-ও কাজে লাগাতে চান বিএনপির নেতারা।
বিএনপির কাছাকাছি আসার বিষয়ে কথা যে হচ্ছে, তা স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘দুই দলের আরও কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। এ নিয়ে কথাবার্তা হচ্ছে। যখন হয়ে যাবে, তখন তো বাস্তবে দেখা যাবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হয়ে যাবে আগামী ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি, সমমনা দলগুলো ও জামায়াতের।
সেই লক্ষ্যে বিএনপির সঙ্গে যোগাযোগ রেখেই আন্দোলনের কর্মসূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৭ ডিসেম্বর পর্যন্ত আন্দোলনে এক রকম পরিবেশ থাকবে। ১৮ তারিখের পর নির্বাচন বর্জনের আন্দোলনের ধরন কী হবে, তা সময় বলবে। তবে ভোট বর্জন করা সব রাজনৈতিক দলের সম্মিলিতভাবে আন্দোলন করার উদ্যোগ নেওয়া সময়ের দাবি। এমন উদ্যোগ কেউ গ্রহণ করলে জামায়াত তা স্বাগত জানাবে।
এক জোট কিংবা এক মঞ্চে থেকে আন্দোলনের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘এক মঞ্চে আন্দোলন আর যার যার অবস্থান থেকে আন্দোলন এক কথা নয়। এর আগে সিদ্ধান্ত ছিল, এক দাবিতে যার যার অবস্থান থেকে আন্দোলন। সামনে এক মঞ্চে আসার পরিবেশ হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জামায়াতের সঙ্গে যুগপৎ কিংবা জোট গঠনের প্রক্রিয়াকে সহজভাবে নিচ্ছে না বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চ।
মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, বিএনপি ও গণতন্ত্র মঞ্চ ৩১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে আছে। এই পর্যায়ে জামায়াতকে যুগপতে অন্তর্ভুক্তি আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একটা বোঝাপড়ার ভিত্তিতে গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে আছে জানিয়ে সাইফুল হক আশা প্রকাশ করেন, বিএনপি এমন কোনো পদক্ষেপ নেবে না, যা এই বোঝাপড়ায় ঘাটতি তৈরি করবে।
অবরোধে ৮ গাড়িতে আগুন
দশমবারের মতো বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিন গতকাল বুধবার কক্সবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন দলটির নেতা-কর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের মাতামুহুরী সেতুর ওপর এ ঘটনা ঘটে।
অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর, সিলেট ও রাজশাহীতেও বিক্ষোভ হয়েছে। রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সিলেটে বিক্ষোভ থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অবরোধের মধ্যে রাজধানীসহ সারা দেশে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি শক্তভাবে মাঠে চায় সাবেক শরিক জামায়াতে ইসলামীকে। প্রয়োজনে দলটিকে রেখে বিরোধী দলগুলোর জোট পুনর্গঠনেও রাজি বিএনপি নেতাদের অনেকে। জামায়াতের দিক থেকেও আগ্রহ আছে। এ নিয়ে ভেতরে-ভেতরে আলাপও চলছে। অবশ্য এমন উদ্যোগে আপত্তি জানাচ্ছে চলমান আন্দোলনে শরিক হওয়া সমমনা কিছু দল।
জামায়াতকে জোটে টানার উদ্যোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, ‘যারা যুগপৎ আন্দোলনে আছি, আমরা প্রতিনিয়ত যোগাযোগ করেই কর্মসূচি নিচ্ছি। এর বাইরে অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা করবেন।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় অনেক নেতাকে গ্রেপ্তারের পর চলমান আন্দোলনে কিছুটা ভাটা পড়েছে। আন্দোলন বেগবান করতে সারা দেশে দলের কর্মীদের মাঠে নামাতে তৎপর হয়েছে দলটি। একই সঙ্গে বহু জেলায় জামায়াতের ভালো সাংগঠনিক সামর্থ্য থাকায় তা-ও কাজে লাগাতে চান বিএনপির নেতারা।
বিএনপির কাছাকাছি আসার বিষয়ে কথা যে হচ্ছে, তা স্বীকার করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, ‘দুই দলের আরও কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। এ নিয়ে কথাবার্তা হচ্ছে। যখন হয়ে যাবে, তখন তো বাস্তবে দেখা যাবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হয়ে যাবে আগামী ১৮ ডিসেম্বর। সেদিন থেকেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চূড়ান্ত আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপি, সমমনা দলগুলো ও জামায়াতের।
সেই লক্ষ্যে বিএনপির সঙ্গে যোগাযোগ রেখেই আন্দোলনের কর্মসূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ১৭ ডিসেম্বর পর্যন্ত আন্দোলনে এক রকম পরিবেশ থাকবে। ১৮ তারিখের পর নির্বাচন বর্জনের আন্দোলনের ধরন কী হবে, তা সময় বলবে। তবে ভোট বর্জন করা সব রাজনৈতিক দলের সম্মিলিতভাবে আন্দোলন করার উদ্যোগ নেওয়া সময়ের দাবি। এমন উদ্যোগ কেউ গ্রহণ করলে জামায়াত তা স্বাগত জানাবে।
এক জোট কিংবা এক মঞ্চে থেকে আন্দোলনের বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘এক মঞ্চে আন্দোলন আর যার যার অবস্থান থেকে আন্দোলন এক কথা নয়। এর আগে সিদ্ধান্ত ছিল, এক দাবিতে যার যার অবস্থান থেকে আন্দোলন। সামনে এক মঞ্চে আসার পরিবেশ হলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জামায়াতের সঙ্গে যুগপৎ কিংবা জোট গঠনের প্রক্রিয়াকে সহজভাবে নিচ্ছে না বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চ।
মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, বিএনপি ও গণতন্ত্র মঞ্চ ৩১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনে আছে। এই পর্যায়ে জামায়াতকে যুগপতে অন্তর্ভুক্তি আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
একটা বোঝাপড়ার ভিত্তিতে গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে আছে জানিয়ে সাইফুল হক আশা প্রকাশ করেন, বিএনপি এমন কোনো পদক্ষেপ নেবে না, যা এই বোঝাপড়ায় ঘাটতি তৈরি করবে।
অবরোধে ৮ গাড়িতে আগুন
দশমবারের মতো বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধের প্রথম দিন গতকাল বুধবার কক্সবাজারে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন দলটির নেতা-কর্মীরা। সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের মাতামুহুরী সেতুর ওপর এ ঘটনা ঘটে।
অবরোধের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দৌলতপুর, সিলেট ও রাজশাহীতেও বিক্ষোভ হয়েছে। রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। সিলেটে বিক্ষোভ থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অবরোধের মধ্যে রাজধানীসহ সারা দেশে ৮টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে