ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
টানা বৃষ্টির কারণে গতকাল শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। ভেদরগঞ্জ উপজেলার খায়েরপট্টি এলাকায় পর্যন্ত ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় প্রায় ২৫০ পণ্যবাহী যান। দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ছিল সোমবার।
এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে পড়ায় মাত্র ৬টি ফেরি এই নৌপথের যানবাহন পারাপারের জন্য চলছে। ফলে এই নৌপথ নিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
বেনাপোল থেকে ধান নিয়ে ফেনী যাওয়ার পথে নরসিংহপুর ঘাটে আটকা পড়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ধান নিয়ে গতকাল (রোববার) থেকে ঘাটে আটকা আছি। ধানের গজ (অঙ্কুরিত) বেরিয়ে গেছে। সব ধান নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। ফেরি পার হতে সময় বেশি লাগছে। পুরোনো ফেরি বৃষ্টি ও স্রোতে চলতে গিয়ে সময়ও বেশি লাগছে।’
বরিশালের গৌরনদী থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে নরসিংহপুর ঘাটে আটকা পড়েন চালক করিম হোসেন। আজ (সোমবার) সকাল থেকে ফেরিতে ওঠার সিরিয়াস পাননি তিনি। এ ছাড়া বৃষ্টিতে পেঁয়াজ ভিজে নষ্ট হতে চলেছে তাই ক্ষুব্ধ করিম বলেন, ‘আজ (সোমবার) রাতের মধ্য ফেরিতে না উঠতে পারলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মালিককে কী জবাব দিব?'
ট্রাকচালক রহমান বলেন, ‘গ্যাসের সিলিন্ডার নিয়ে ফরিদপুর থেকে নোয়াখালী যাচ্ছি। দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে আছি। আমরা শত শত ট্রাকচালক বিপদের মধ্যে রয়েছি।'
নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘আজ (সোমবার) সকালে একটি ফেরির সার্ভিসিং করতে ৩-৪ ঘণ্টা লাগায় গাড়ির লম্বা লাইন হয়েছে। তবে ২টার পর থেকে আবার ৭টি ফেরি দিয়ে এই নৌপথে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। যা আছে, তা এক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে।’
ঘাট কর্তৃপক্ষ জানান, অগে প্রতিদিন গড়ে ৫০০ যানবাহন পারাপার করা হলেও বর্তমানে পারাপার সম্ভব হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টি। ফলে ঘাটে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। ঘাটে আটকা থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
টানা বৃষ্টির কারণে গতকাল শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল ব্যাহত হয়। ভেদরগঞ্জ উপজেলার খায়েরপট্টি এলাকায় পর্যন্ত ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায় প্রায় ২৫০ পণ্যবাহী যান। দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন ছিল সোমবার।
এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে পড়ায় মাত্র ৬টি ফেরি এই নৌপথের যানবাহন পারাপারের জন্য চলছে। ফলে এই নৌপথ নিয়ে যানবাহন পারাপারের সংখ্যা কমে যাওয়ায় দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাতায়াতকারীরা।
বেনাপোল থেকে ধান নিয়ে ফেনী যাওয়ার পথে নরসিংহপুর ঘাটে আটকা পড়েছেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ধান নিয়ে গতকাল (রোববার) থেকে ঘাটে আটকা আছি। ধানের গজ (অঙ্কুরিত) বেরিয়ে গেছে। সব ধান নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। ফেরি পার হতে সময় বেশি লাগছে। পুরোনো ফেরি বৃষ্টি ও স্রোতে চলতে গিয়ে সময়ও বেশি লাগছে।’
বরিশালের গৌরনদী থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে নরসিংহপুর ঘাটে আটকা পড়েন চালক করিম হোসেন। আজ (সোমবার) সকাল থেকে ফেরিতে ওঠার সিরিয়াস পাননি তিনি। এ ছাড়া বৃষ্টিতে পেঁয়াজ ভিজে নষ্ট হতে চলেছে তাই ক্ষুব্ধ করিম বলেন, ‘আজ (সোমবার) রাতের মধ্য ফেরিতে না উঠতে পারলে পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। মালিককে কী জবাব দিব?'
ট্রাকচালক রহমান বলেন, ‘গ্যাসের সিলিন্ডার নিয়ে ফরিদপুর থেকে নোয়াখালী যাচ্ছি। দীর্ঘ সময় ধরে জ্যামে পড়ে আছি। আমরা শত শত ট্রাকচালক বিপদের মধ্যে রয়েছি।'
নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘আজ (সোমবার) সকালে একটি ফেরির সার্ভিসিং করতে ৩-৪ ঘণ্টা লাগায় গাড়ির লম্বা লাইন হয়েছে। তবে ২টার পর থেকে আবার ৭টি ফেরি দিয়ে এই নৌপথে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে যানবাহনের অতিরিক্ত চাপ নেই। যা আছে, তা এক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসবে।’
ঘাট কর্তৃপক্ষ জানান, অগে প্রতিদিন গড়ে ৫০০ যানবাহন পারাপার করা হলেও বর্তমানে পারাপার সম্ভব হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টি। ফলে ঘাটে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। ঘাটে আটকা থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে