বিনোদন ডেস্ক
টালিউডে একের পর বিচ্ছেদের ঘটনা। যীশু-নীলাঞ্জনা, জিতু-নবনীতাদের তালিকায় এবার সংযোজন হতে চলেছে চন্দ্রবিন্দু ব্যান্ডের গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নাম। মধুজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে গায়কের। গত রোববার ফেসবুকে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন মধুজা। তবে বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বজায় থাকবে, সে ইঙ্গিতও দিয়েছেন তিনি।
প্রায় ১৯ বছরের দাম্পত্য অনিন্দ্য ও মধুজার। দুজনই শিল্পী। অনিন্দ্য সংগীতব্যক্তিত্ব, লেখালেখি করেন। মধুজা ছবি আঁকেন, লেখেন। পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উচ্চপদে কর্মরত। ফেসবুকে মধুজা লিখেছেন, ‘অনিন্দ্যর খুব ইচ্ছা ছিল, ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর (অনিন্দ্য ও মধুজার ছেলে) জন্য একটা ছোটদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমানতালে দীর্ঘ ১৪ বছর লড়ে দেখলাম—ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বাই চলে এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল; কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা, লেখালেখি।
ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। একসময় বুঝতে পারলাম, বিয়ে মানে ফুল, আলো, যদিদং হৃদয়ং, কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।’
তবে বিচ্ছেদের পরও অনিন্দ্যর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার কথা বলে মধুজা লিখেছেন, ‘জানি, অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। আমিও পেয়েছি। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। আর কী আশ্চর্য, প্রায় ভাঙার বেলায় রোববারের পাতায় ওর লেখা আর আমার আঁকা বের হলো। বিচ্ছেদ বিয়ের হয়েছে, জুজুর মা-বাবার হয়নি। দাম্পত্যের হয়েছে, বন্ধুত্বের হয়তো না। তাই এক শিল্পী আজ অন্য শিল্পীকে জায়গা দিয়েছেন, আমি সম্মানিত!’
এ বিষয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়কে গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘বিষয়টা এতটাই ব্যক্তিগত, আলাদা করে আর কথা বলতে চাইছি না। মধুজা যেটা লিখেছে, সেটা আমারও কথা। নতুন করে কিছুই আর বলার নেই।’
টালিউডে একের পর বিচ্ছেদের ঘটনা। যীশু-নীলাঞ্জনা, জিতু-নবনীতাদের তালিকায় এবার সংযোজন হতে চলেছে চন্দ্রবিন্দু ব্যান্ডের গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের নাম। মধুজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে গায়কের। গত রোববার ফেসবুকে নিজেদের বিবাহবিচ্ছেদের খবর জানিয়েছেন মধুজা। তবে বৈবাহিক সম্পর্কে ভাঙন ধরলেও তাঁদের মধ্যে যে বন্ধুত্ব বজায় থাকবে, সে ইঙ্গিতও দিয়েছেন তিনি।
প্রায় ১৯ বছরের দাম্পত্য অনিন্দ্য ও মধুজার। দুজনই শিল্পী। অনিন্দ্য সংগীতব্যক্তিত্ব, লেখালেখি করেন। মধুজা ছবি আঁকেন, লেখেন। পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উচ্চপদে কর্মরত। ফেসবুকে মধুজা লিখেছেন, ‘অনিন্দ্যর খুব ইচ্ছা ছিল, ওর লেখা আর আমার ছবি দিয়ে জুজুর (অনিন্দ্য ও মধুজার ছেলে) জন্য একটা ছোটদের বই বের করবে। বিয়ের আগে থেকেই অনিন্দ্য আমার ছবি আঁকা পছন্দ করত। আমি লিখতেও খুব ভালোবাসতাম। চেয়েছিলাম লেখক বা শিল্পী হতে। কিন্তু ঘরে-বাইরে সমানতালে দীর্ঘ ১৪ বছর লড়ে দেখলাম—ক্লান্ত হয়ে যাচ্ছি। একা হয়ে যাচ্ছি। তাই নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে ২০১৯ সালে জুজুকে নিয়ে মুম্বাই চলে এলাম। আমার সঙ্গে কোভিডও এল। কোভিড ভয় দিল, দুঃখ দিল, হতাশা, অপমান দিল; কিন্তু ফিরিয়ে দিল ছবি আঁকা, লেখালেখি।
ফিরিয়ে দিল নিজের কথা বলার সাহস। একসময় বুঝতে পারলাম, বিয়ে মানে ফুল, আলো, যদিদং হৃদয়ং, কিন্তু সর্বোপরি এক আইনি বন্ধন। তাই আইনি পথেই বিচ্ছেদ কাম্য।’
তবে বিচ্ছেদের পরও অনিন্দ্যর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার কথা বলে মধুজা লিখেছেন, ‘জানি, অনিন্দ্য খুব কষ্ট পেয়েছে। আমিও পেয়েছি। আবার সত্যটা মেনে নিয়ে কোথাও একটা নির্ভারও হয়েছি। অনিন্দ্য আর আমি তাই আইনি পথে বিচ্ছেদে পা বাড়িয়েছি। আর কী আশ্চর্য, প্রায় ভাঙার বেলায় রোববারের পাতায় ওর লেখা আর আমার আঁকা বের হলো। বিচ্ছেদ বিয়ের হয়েছে, জুজুর মা-বাবার হয়নি। দাম্পত্যের হয়েছে, বন্ধুত্বের হয়তো না। তাই এক শিল্পী আজ অন্য শিল্পীকে জায়গা দিয়েছেন, আমি সম্মানিত!’
এ বিষয়ে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এই সময়কে গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, ‘বিষয়টা এতটাই ব্যক্তিগত, আলাদা করে আর কথা বলতে চাইছি না। মধুজা যেটা লিখেছে, সেটা আমারও কথা। নতুন করে কিছুই আর বলার নেই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে