বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের কয়েকটি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে। ২ লিটারের এসব বোতল ২২০ টাকায় কেনা হলেও বিক্রি করা হচ্ছে ৩৪০ টাকায়।
প্রশাসনের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। তবে ঘটনার সত্যতা পেলে শাস্তির আওতায় আনার আশ্বাস প্রশাসনের।
গত শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের কয়েকটি দোকানে দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে টিসিবির বেশ কিছু সয়াবিন তেলের বোতল। এক সাংবাদিক ক্রেতা সেজে কিনতে চাইলে তেলের বোতল দেওয়ার আগেই ২ লিটার তেলের মূল্য চাইলেন ৩৪০ টাকা। তবে বোতল হাতে নেওয়ার পর বোতলের এক পাশে স্টিকার ছেঁড়া পাওয়া গেলেও গায়ে মূল্য লেখা ছিল না।
আকরাম আলী নামের এক দোকানির পেছন দিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেল টিসিবির মনোগ্রামসহ আরও এক বাক্স সয়াবিন তেল। জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় খাওয়ার জন্য দোকানের কর্মচারীদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে কিনেছি ২ লিটার বোতলজাত সয়াবিন তেল।’ দোকানে ওই তেল রেখে বিক্রি করছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোকানে কর্মচারী থাকা ছেলেটি ভুল করে বিক্রির চেষ্টা করছিল।’ তবে দোকানে পাওয়া টিসিবির বাক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ সময় সাংবাদিকেরা ছবি তোলা শুরু করলে আশপাশের দোকানিরা দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যান। ক্রেতাদের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁরা অসাধু ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে তাঁর দোকান থেকে পণ্য কিনবেন না বলে জানান সাংবাদিকদের।
লাহিড়ী বাজার এলাকার টিসিবির ডিলার শিমুল বলেন, ‘দোকানে টিসিবির তেল কোথা থেকে এসেছে, আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে বিক্রি করিনি। নিয়ম মেনেই টিসিবির মাল বিক্রি করছি। এমনিতেই ক্রেতার অভাব নেই। দোকানির কাছে বিক্রি করার প্রশ্নই আসে না।’
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারক করছি। টিসিবির কাছ থেকে কেনা পণ্য খোলাবাজারে বিক্রির প্রমাণ মিললে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের কয়েকটি দোকানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে। ২ লিটারের এসব বোতল ২২০ টাকায় কেনা হলেও বিক্রি করা হচ্ছে ৩৪০ টাকায়।
প্রশাসনের নজরদারির অভাবে এমনটা হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। তবে ঘটনার সত্যতা পেলে শাস্তির আওতায় আনার আশ্বাস প্রশাসনের।
গত শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাটের কয়েকটি দোকানে দেখা গেছে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে টিসিবির বেশ কিছু সয়াবিন তেলের বোতল। এক সাংবাদিক ক্রেতা সেজে কিনতে চাইলে তেলের বোতল দেওয়ার আগেই ২ লিটার তেলের মূল্য চাইলেন ৩৪০ টাকা। তবে বোতল হাতে নেওয়ার পর বোতলের এক পাশে স্টিকার ছেঁড়া পাওয়া গেলেও গায়ে মূল্য লেখা ছিল না।
আকরাম আলী নামের এক দোকানির পেছন দিকে থাকা খোলা গোডাউনে পাওয়া গেল টিসিবির মনোগ্রামসহ আরও এক বাক্স সয়াবিন তেল। জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় খাওয়ার জন্য দোকানের কর্মচারীদের লাইনে দাঁড় করিয়ে দিয়ে কিনেছি ২ লিটার বোতলজাত সয়াবিন তেল।’ দোকানে ওই তেল রেখে বিক্রি করছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোকানে কর্মচারী থাকা ছেলেটি ভুল করে বিক্রির চেষ্টা করছিল।’ তবে দোকানে পাওয়া টিসিবির বাক্সের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
এ সময় সাংবাদিকেরা ছবি তোলা শুরু করলে আশপাশের দোকানিরা দ্রুত দোকান বন্ধ করে পালিয়ে যান। ক্রেতাদের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁরা অসাধু ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে তাঁর দোকান থেকে পণ্য কিনবেন না বলে জানান সাংবাদিকদের।
লাহিড়ী বাজার এলাকার টিসিবির ডিলার শিমুল বলেন, ‘দোকানে টিসিবির তেল কোথা থেকে এসেছে, আমার জানা নেই। আমি কোনো দোকানির কাছে বিক্রি করিনি। নিয়ম মেনেই টিসিবির মাল বিক্রি করছি। এমনিতেই ক্রেতার অভাব নেই। দোকানির কাছে বিক্রি করার প্রশ্নই আসে না।’
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, ‘আমরা নিয়মিত বাজার তদারক করছি। টিসিবির কাছ থেকে কেনা পণ্য খোলাবাজারে বিক্রির প্রমাণ মিললে কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে