ইউরোপ সফর কেমন হলো?
দারুণ! শুরু করেছিলাম বেলজিয়াম থেকে। সুইডেন আর ফ্রান্সেও শো করেছি। অনুষ্ঠান ঘিরে প্রবাসী দর্শকদের ছিল দারুণ উচ্ছ্বাস। সেখানকার বাঙালিরা সব সময়ই আমাকে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানাতেন। এবার গিয়ে তাঁদের পছন্দের গান শোনাতে পেরে ভালো লেগেছে। কনসার্ট আয়োজন করেছে ইউরোপের বাঙালি কমিউনিটি।
কোথায় কোথায় ঘুরলেন?
করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর বিদেশে গিয়ে রিফ্রেশমেন্ট পেয়েছি। ইউরোপে অনেক বছর পর আমার শো হয়েছে। ট্যুরে আমার সঙ্গে ছিল ঝিলিক, সিঁথি সাহা এবং আমার দুই ব্যান্ড মেম্বার কাইয়ুম ও মিঠু। আমরা সুইডেন থেকে ফিনল্যান্ডে ক্রুজে ঘুরেছি। প্যারিসের আইফেল টাওয়ার দেখেছি। নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন, বেলজিয়ামের নানা স্থাপত্য দেখেছি।
বিদেশের মাটিতে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন?
প্যারিসের কনসার্টটির অভিজ্ঞতা অসাধারণ। এত মানুষ আমার কনসার্টে আসবে, ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, একখণ্ড বাংলাদেশ। যখন গাইছিলাম, একটু পরপর বৃষ্টি হচ্ছিল। মানুষ ছাতা মাথায় দিয়ে কনসার্ট উপভোগ করেছেন। প্রবাসে বাস করেও বাংলা গানের প্রতি তাঁদের ভালোবাসা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
প্যারিসে ঝামেলা হয়েছে শুনেছি?
প্যারিসে প্রবাসীরা বৈশাখী মেলার আয়োজন করেছিলেন। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। আমাদের শো ভালো হয়েছে। পরে জেনেছি কনসার্টে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপাবলিক চত্বরের মেলা এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ সময় ঘিরে রাখে। আমরা শো শেষ করার পর ওই ঘটনা ঘটেছিল।
আপনার নতুন হিন্দি গানটি নিয়ে বলুন?
গত মাসের শেষে প্রকাশ পায় ‘ম্যায়নু দস্তু’ শিরোনামের হিন্দি গানটি। এটা আমার দ্বিতীয় হিন্দি গান আর পাঞ্জাবি ঘরানার প্রথম গান ও মিউজিক ভিডিও। লিখেছেন রজত, সুর ও সংগীত করেছেন রাহুল অঞ্জন। মডেল হয়েছেন ভারতের অনুজ সাইনি ও নন্দিনী শর্মা। পলক মুচ্ছালের সঙ্গে একটা ডুয়েট গান করেছিলাম বাংলা সিনেমার জন্য। ওই গানটি শুনে রাহুল অঞ্জন দা আমার সঙ্গে যোগাযোগ করে বলেন, আমরা হিন্দি গান করব।
কেমন সাড়া পাচ্ছেন গানটি নিয়ে?
ভালো সাড়া পাচ্ছি; বিশেষ করে পাঞ্জাবিরা গানটির প্রশংসা করছেন। পাঞ্জাবিদের প্রশংসা আমার নতুন অভিজ্ঞতা। মিউজিক ভিডিওতে থাকার কথা থাকলেও ভিসা আর শিডিউল-জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারিনি। তবে এই ভিডিওর সিক্যুয়েল হচ্ছে, সেখানে আমি থাকব।
গানের বর্তমান ব্যস্ততা কী?
এখন ঈদের জন্য গান তৈরি করছি। বৃষ্টির মৌসুম বলে এই সময়ে আউটডোর কনসার্ট কম হয়। তাই অডিও রেকর্ডই বেশি করছি।
ইউরোপ সফর কেমন হলো?
দারুণ! শুরু করেছিলাম বেলজিয়াম থেকে। সুইডেন আর ফ্রান্সেও শো করেছি। অনুষ্ঠান ঘিরে প্রবাসী দর্শকদের ছিল দারুণ উচ্ছ্বাস। সেখানকার বাঙালিরা সব সময়ই আমাকে অনুষ্ঠান করার আমন্ত্রণ জানাতেন। এবার গিয়ে তাঁদের পছন্দের গান শোনাতে পেরে ভালো লেগেছে। কনসার্ট আয়োজন করেছে ইউরোপের বাঙালি কমিউনিটি।
কোথায় কোথায় ঘুরলেন?
করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর বিদেশে গিয়ে রিফ্রেশমেন্ট পেয়েছি। ইউরোপে অনেক বছর পর আমার শো হয়েছে। ট্যুরে আমার সঙ্গে ছিল ঝিলিক, সিঁথি সাহা এবং আমার দুই ব্যান্ড মেম্বার কাইয়ুম ও মিঠু। আমরা সুইডেন থেকে ফিনল্যান্ডে ক্রুজে ঘুরেছি। প্যারিসের আইফেল টাওয়ার দেখেছি। নেদারল্যান্ডসের টিউলিপ গার্ডেন, বেলজিয়ামের নানা স্থাপত্য দেখেছি।
বিদেশের মাটিতে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন?
প্যারিসের কনসার্টটির অভিজ্ঞতা অসাধারণ। এত মানুষ আমার কনসার্টে আসবে, ভাবতেই পারিনি। মনে হচ্ছিল, একখণ্ড বাংলাদেশ। যখন গাইছিলাম, একটু পরপর বৃষ্টি হচ্ছিল। মানুষ ছাতা মাথায় দিয়ে কনসার্ট উপভোগ করেছেন। প্রবাসে বাস করেও বাংলা গানের প্রতি তাঁদের ভালোবাসা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।
প্যারিসে ঝামেলা হয়েছে শুনেছি?
প্যারিসে প্রবাসীরা বৈশাখী মেলার আয়োজন করেছিলেন। মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম। আমাদের শো ভালো হয়েছে। পরে জেনেছি কনসার্টে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপাবলিক চত্বরের মেলা এলাকাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘ সময় ঘিরে রাখে। আমরা শো শেষ করার পর ওই ঘটনা ঘটেছিল।
আপনার নতুন হিন্দি গানটি নিয়ে বলুন?
গত মাসের শেষে প্রকাশ পায় ‘ম্যায়নু দস্তু’ শিরোনামের হিন্দি গানটি। এটা আমার দ্বিতীয় হিন্দি গান আর পাঞ্জাবি ঘরানার প্রথম গান ও মিউজিক ভিডিও। লিখেছেন রজত, সুর ও সংগীত করেছেন রাহুল অঞ্জন। মডেল হয়েছেন ভারতের অনুজ সাইনি ও নন্দিনী শর্মা। পলক মুচ্ছালের সঙ্গে একটা ডুয়েট গান করেছিলাম বাংলা সিনেমার জন্য। ওই গানটি শুনে রাহুল অঞ্জন দা আমার সঙ্গে যোগাযোগ করে বলেন, আমরা হিন্দি গান করব।
কেমন সাড়া পাচ্ছেন গানটি নিয়ে?
ভালো সাড়া পাচ্ছি; বিশেষ করে পাঞ্জাবিরা গানটির প্রশংসা করছেন। পাঞ্জাবিদের প্রশংসা আমার নতুন অভিজ্ঞতা। মিউজিক ভিডিওতে থাকার কথা থাকলেও ভিসা আর শিডিউল-জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারিনি। তবে এই ভিডিওর সিক্যুয়েল হচ্ছে, সেখানে আমি থাকব।
গানের বর্তমান ব্যস্ততা কী?
এখন ঈদের জন্য গান তৈরি করছি। বৃষ্টির মৌসুম বলে এই সময়ে আউটডোর কনসার্ট কম হয়। তাই অডিও রেকর্ডই বেশি করছি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে