বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।
প্রতিটি শিল্পী কাউকে না কাউকে দিয়ে অনুপ্রাণিত। রক গানের ক্ষেত্রে তো কথাই নেই। বেশির ভাগ রকশিল্পী ছোটবেলা থেকে অনুসরণ করেন পশ্চিমা ব্যান্ড ও শিল্পীদের। কনসার্টে মৌলিক গান গাওয়ার পাশাপাশি প্রিয় ব্যান্ড কিংবা প্রিয় শিল্পীর গানও কাভার করেন অনেকে। বাংলাদেশে এবার এমন একটি কনসার্ট হতে চলেছে, যেখানে ‘কাভার’ গানই হয়ে উঠবে মূল আয়োজন। অর্থাৎ এ কনসার্টে প্রতিটি বাংলা ব্যান্ড তাদের প্রিয় ব্যান্ডের গান গাইবে।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ নামের এ কনসার্টে অংশ নেবে দেশের ১২টি ব্যান্ড। ৫ মে রাজধানীর বসুন্ধরা আইসিসিবি কনভেনশন সেন্টারের নবরাত্রি হল ৪-এ কনসার্টটি হতে যাচ্ছে। এতে বিশ্বজুড়ে জনপ্রিয় ১৭টি ব্যান্ডকে ট্রিবিউট দেবে বাংলাদেশের ব্যান্ডগুলো। আয়োজনের দায়িত্বে আছে অ্যাডভেন্টর কমিউনিকেশন। আয়োজক প্রতিষ্ঠান দাবি করছে, বাংলাদেশে এ ধরনের কনসার্টের আয়োজন এবারই প্রথম।
‘রক অ্যান্ড রিদম ৩.০ ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে আর্টসেল গাইবে তাদের প্রিয় কিছু ব্যান্ডের গান, ক্রিপটিক ফেট গাইবে আয়রন মেইডেনের গান, পাওয়ারসার্জ পরিবেশন করবে মেটালিকার গান। এ ছাড়া নেমেসিস, আর্বোভাইরাস, ইন্দালো, মেকানিকস, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, আয়োনিক বন্ড, উন্মাদ ও ইকোস পারফর্ম করবে এ কনসার্টে। এসব ব্যান্ডের পরিবেশনায় শোনা যাবে বিশ্বখ্যাত ব্যান্ড প্যান্টেরা, অল্টার ব্রিজ, কোল্ডপ্লে, লিংকিন পার্ক, ইনকিউবাস, গ্রিন ডে, রেডিওহেড, নির্ভানা, এসি ডিসি, গানস অ্যান্ড রোজেস, ইল্যুভিটি, চিলড্রেন অব বডম, পিংক ফ্লয়েড এবং জিমি হেন্ডরিক্স, বব ডিলান ও বব মার্লের জনপ্রিয় গান।
৫ মে বেলা ৩টায় শুরু হবে এ কনসার্ট, চলবে রাত ১০টা পর্যন্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা (ভিআইপি) ও ৫০০ টাকা (সাধারণ)। ব্যতিক্রমী এ আয়োজন এরই মধ্যে ব্যান্ড সংগীতপ্রেমীদের মাঝে সাড়া ফেলেছে। রাজধানীর প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান। ভক্তদের পাশাপাশি দেশের ব্যান্ডগুলোও এমন আয়োজন নিয়ে বেশ আগ্রহী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে