রাহুল শর্মা, ঢাকা
দেশে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। কিন্তু বেড়ে চলেছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ‘শাখা’ বা ‘স্টাডি সেন্টার’ খোলার প্রবণতা। বর্তমানে তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি ক্যাম্পাস রয়েছে দেশে, যা নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। এ অবস্থার মধ্যেও আরও দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদনে শুরু হয়েছে তোড়জোড়। বিশ্ববিদ্যালয় দুটি হলো যুক্তরাজ্যভিত্তিক লিডস ট্রিনিটি ইউনিভার্সিটির স্টাডি সেন্টার এবং মালয়েশিয়াভিত্তিক মাহসা বিশ্ববিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ৮-১০টি বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার খোলার আবেদন করেছে। এর মধ্যে দুটির বিষয়ে মতামত দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) বলা হয়েছে। সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তি এগুলোর জন্য জোর তদবির করছেন। অনেকটা বাধ্য হয়ে এগুলোর বিষয়ে মতামত দিতে ইউজিসিকে বলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, কার্যক্রমে থাকা অস্ট্রেলিয়া-ভিত্তিক মোনাস কলেজও আরও কয়েকটি প্রোগ্রাম শুরু করার অনুমতি চেয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
মতামত চাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি ক্যাম্পাসের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। শিগগিরই এ দুটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে মতামত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে প্রয়োজনীয়তা নিরূপণের আগে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার অনুমোদনের বিরোধিতা করছেন শিক্ষাবিদেরা। তাঁরা বলছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা আগে নিরূপণ করতে হবে। তারপরও অনুমোদন দেওয়া উচিত। না হলে শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি ক্যাম্পাস অনুমোদনের আগে এর আদৌ প্রয়োজন রয়েছে কি না, তা নিরূপণ করা দরকার। না হলে শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেবে।
একই সুরে কথা বলেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রয়োজন না থাকার পরও অনেক কিছু হচ্ছে। এটাও (বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা) তেমনি। কারণ, আমাদের নীতি নাই, নিয়ম নাই। এর ফলে শিক্ষাব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে।’
উল্লেখ্য, বর্তমানে দেশে ৫৩টি সরকারি, ১১২টি বেসরকারি এবং ৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০ সালে এসব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ৪৬ লাখ ৯০ হাজার ৮৭৬ জন। ২০২২ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৪৪ লাখ ৪১ হাজার ৭১৭ জনে।
অনুমোদন পাওয়া কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো কার্যক্রম শুরু করেনি। আবার সনদ-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে কয়েকটির ভর্তি কার্যক্রম বন্ধ করেছে ইউজিসি।
প্রয়োজনীয়তা নিরূপণ না করে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিরোধিতা করেছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি সেন্টারগুলো আইনের তোয়াক্কা করে না। প্রয়োজন না থাকারও পরও এগুলো অনুমোদন দেওয়া হচ্ছে। এতে শিক্ষাব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে।
সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবু ইউসুফ মিয়া বলেন, ‘এ-সংক্রান্ত একটি সভা হয়েছে। তবে সভায় এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। দু-তিনটি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস স্থাপনের ব্যাপারে ইউজিসি থেকে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, সেগুলোর বিস্তারিত মতামতসহ আমরা ফের তথ্য চেয়েছি। কমিশন থেকে সুস্পষ্ট মতামত এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দেশে উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। কিন্তু বেড়ে চলেছে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ‘শাখা’ বা ‘স্টাডি সেন্টার’ খোলার প্রবণতা। বর্তমানে তিনটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি ক্যাম্পাস রয়েছে দেশে, যা নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। এ অবস্থার মধ্যেও আরও দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা অনুমোদনে শুরু হয়েছে তোড়জোড়। বিশ্ববিদ্যালয় দুটি হলো যুক্তরাজ্যভিত্তিক লিডস ট্রিনিটি ইউনিভার্সিটির স্টাডি সেন্টার এবং মালয়েশিয়াভিত্তিক মাহসা বিশ্ববিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ৮-১০টি বিদেশি বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার খোলার আবেদন করেছে। এর মধ্যে দুটির বিষয়ে মতামত দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) বলা হয়েছে। সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তি এগুলোর জন্য জোর তদবির করছেন। অনেকটা বাধ্য হয়ে এগুলোর বিষয়ে মতামত দিতে ইউজিসিকে বলা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, কার্যক্রমে থাকা অস্ট্রেলিয়া-ভিত্তিক মোনাস কলেজও আরও কয়েকটি প্রোগ্রাম শুরু করার অনুমতি চেয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
মতামত চাওয়ার বিষয়টি স্বীকারও করেছেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি ক্যাম্পাসের বিষয়ে মতামত চাওয়া হয়েছে। শিগগিরই এ দুটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন শেষে মতামত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তবে প্রয়োজনীয়তা নিরূপণের আগে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার অনুমোদনের বিরোধিতা করছেন শিক্ষাবিদেরা। তাঁরা বলছেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা আগে নিরূপণ করতে হবে। তারপরও অনুমোদন দেওয়া উচিত। না হলে শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি ক্যাম্পাস অনুমোদনের আগে এর আদৌ প্রয়োজন রয়েছে কি না, তা নিরূপণ করা দরকার। না হলে শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেবে।
একই সুরে কথা বলেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দেশে প্রয়োজন না থাকার পরও অনেক কিছু হচ্ছে। এটাও (বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা) তেমনি। কারণ, আমাদের নীতি নাই, নিয়ম নাই। এর ফলে শিক্ষাব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে।’
উল্লেখ্য, বর্তমানে দেশে ৫৩টি সরকারি, ১১২টি বেসরকারি এবং ৩টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০ সালে এসব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল ৪৬ লাখ ৯০ হাজার ৮৭৬ জন। ২০২২ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৪৪ লাখ ৪১ হাজার ৭১৭ জনে।
অনুমোদন পাওয়া কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো কার্যক্রম শুরু করেনি। আবার সনদ-বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে কয়েকটির ভর্তি কার্যক্রম বন্ধ করেছে ইউজিসি।
প্রয়োজনীয়তা নিরূপণ না করে বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস অনুমোদনের বিরোধিতা করেছেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। আজকের পত্রিকাকে তিনি বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি সেন্টারগুলো আইনের তোয়াক্কা করে না। প্রয়োজন না থাকারও পরও এগুলো অনুমোদন দেওয়া হচ্ছে। এতে শিক্ষাব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে।
সার্বিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. আবু ইউসুফ মিয়া বলেন, ‘এ-সংক্রান্ত একটি সভা হয়েছে। তবে সভায় এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। দু-তিনটি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস স্থাপনের ব্যাপারে ইউজিসি থেকে যে প্রতিবেদন পাঠানো হয়েছে, সেগুলোর বিস্তারিত মতামতসহ আমরা ফের তথ্য চেয়েছি। কমিশন থেকে সুস্পষ্ট মতামত এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে