সুনামগঞ্জ প্রতিনিধি
ভারতের মেঘালয়ে বৃষ্টি না হওয়ায় নদীর পানি কমলেও সুনামগঞ্জের কৃষকদের শঙ্কা কাটেনি। হাওরে চলছে কৃষকের ফসল রক্ষার লড়াই। সময়মতো সংস্কার শুরু না করায় এবং বাঁধের মাটি পোক্ত না হওয়ায় বৃষ্টি ও ঢলের পানিতে ফাটল দেখা দিয়েছে কয়েকটি বাঁধে। ফসলের চিন্তায় চার দিন ধরে বাঁধেই সময় কাটছে ফসল নিয়ে শঙ্কায় দিশেহারা কৃষকদের। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা।
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে এরই মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা, ছাতক ও শাল্লা উপজেলার চারটি হাওরের বাঁধ ভেঙে প্রায় ৪০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কানায় কানায় পানি চলে আসায় জেলার বিভিন্ন হাওরের ৭২৭টির মধ্যে অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ বাঁধ এখন ঝুঁকির মুখে।
এর মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় শাল্লা উপজেলার কৈয়ারবন ও পুটিয়া হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৪০ হেক্টর জমির ফসল। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ডোবাইল এলাকার বাঁধ ভেঙে ডুবে গেছে আরও ১৮৫ হেক্টর জমির বোরো ধান। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় তাহিরপুরের শনির হাওরের একটি এবং দিরাই উপজেলার একটি বাঁধ ভেঙেছে। ঢলের পানিতে কাচা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাওর এলাকার বেশির ভাগ কৃষক। এ বছর জেলার ২ লাখ ২৩ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কাজে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আবার কোনো কোনো স্থানে প্রশাসনের অপেক্ষায় না থেকে কৃষকেরাই নেমেছেন বাঁধ রক্ষার লড়াইয়ে। ধর্মপাশা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, ‘এখন আমাদের একটাই কাজ সেটা হলো বোরো ফসল রক্ষা করা।’ দুর্যোগকালীন এ সময়ে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও জানান, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর চাল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ‘হাওর বাঁচাও আন্দোলন’। বেলা ১১টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে জেলা আদালত প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বাঁধের কাজে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি জানান।
পানি কমছে: বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পাউবো এবং ঢাকা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ভারতের মেঘালয়ে বৃষ্টি না হওয়ায় নদীর পানি কমলেও সুনামগঞ্জের কৃষকদের শঙ্কা কাটেনি। হাওরে চলছে কৃষকের ফসল রক্ষার লড়াই। সময়মতো সংস্কার শুরু না করায় এবং বাঁধের মাটি পোক্ত না হওয়ায় বৃষ্টি ও ঢলের পানিতে ফাটল দেখা দিয়েছে কয়েকটি বাঁধে। ফসলের চিন্তায় চার দিন ধরে বাঁধেই সময় কাটছে ফসল নিয়ে শঙ্কায় দিশেহারা কৃষকদের। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা।
পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে এরই মধ্যে সুনামগঞ্জের ধর্মপাশা, ছাতক ও শাল্লা উপজেলার চারটি হাওরের বাঁধ ভেঙে প্রায় ৪০০ হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কানায় কানায় পানি চলে আসায় জেলার বিভিন্ন হাওরের ৭২৭টির মধ্যে অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ বাঁধ এখন ঝুঁকির মুখে।
এর মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় শাল্লা উপজেলার কৈয়ারবন ও পুটিয়া হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৪০ হেক্টর জমির ফসল। মঙ্গলবার বিকেলে ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনারথাল হাওরের ডোবাইল এলাকার বাঁধ ভেঙে ডুবে গেছে আরও ১৮৫ হেক্টর জমির বোরো ধান। এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় তাহিরপুরের শনির হাওরের একটি এবং দিরাই উপজেলার একটি বাঁধ ভেঙেছে। ঢলের পানিতে কাচা ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন হাওর এলাকার বেশির ভাগ কৃষক। এ বছর জেলার ২ লাখ ২৩ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে।
এদিকে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের কাজে নেমেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আবার কোনো কোনো স্থানে প্রশাসনের অপেক্ষায় না থেকে কৃষকেরাই নেমেছেন বাঁধ রক্ষার লড়াইয়ে। ধর্মপাশা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, ‘এখন আমাদের একটাই কাজ সেটা হলো বোরো ফসল রক্ষা করা।’ দুর্যোগকালীন এ সময়ে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও জানান, হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জিআর চাল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ‘হাওর বাঁচাও আন্দোলন’। বেলা ১১টার দিকে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে জেলা আদালত প্রাঙ্গণে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বাঁধের কাজে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি জানান।
পানি কমছে: বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, পাউবো এবং ঢাকা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্যানুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের বরাক অববাহিকা আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।
গতকাল দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে