ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর শিরোপা জিততে পারেনি—এমন দৃশ্য কখনো কি চোখে পড়েছে? অবশ্য ফাইনালে হৃদয়ভঙ্গের কষ্ট তাদেরও পেতে হয়েছে তিনবার। সবশেষটি ১৯৮১ সালে, প্যারিসে লিভারপুলের কাছে। এরপর আমস্টারডাম থেকে মিলান—কতখানেই তো ইতিহাস লিখেছে, ইউরোপ জিতেছে। তবে লন্ডনের ওয়েম্বলিতে কখনো শিরোপা জেতা হয়নি।
হবে কী করে! রিয়াল ব্রিটেন সফরে ওল্ড ট্রাফোর্ড, অ্যানফিল্ড, ইতিহাদে খেললেও ২০১৭ সালের আগে কখনো ওয়েম্বলিতে খেলেনি। এবার কি ঐতিহাসিক এই স্টেডিয়ামে প্রথমবার ফাইনাল খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধার করতে পারবে লস ব্লাঙ্কোসরা? স্বদেশে ফেরা জুড বেলিংহাম অবশ্য সেই আশাই করছেন, ‘আমি এখানে এসেছি কারণ, জিততে চাই এবং সেই আশাই করছি।’
বেলিংহামের এই স্বপ্ন পূরণ করতে হৃদয় ভাঙতে হবে সাবেক সতীর্থদের। ১২ মাস আগে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন তিনি। মাদ্রিদে প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচের মধ্যে রিয়াল হেরেছে মাত্র ২টি। এমন দুর্দান্ত ফর্মে থাকা ‘মিথিক্যাল মাদ্রিদের’ বিপক্ষে আজ ‘এসিড টেস্ট’ দিতে হবে রূপকথার পাখির মতো উড়তে থাকা ডর্টমুন্ডকে। সেই পরীক্ষায় ওয়েম্বলিতে হলুদ দেয়াল তুলে ‘অলহোয়াইটদের’ থামাতে পারবে তো জার্মান ক্লাবটি? কোচ এদিন তেরজিচ অবশ্য মনে করেন, ফাইনালে যেকোনো কিছুই সম্ভব। তবে রিয়ালকেই ফেবারিট মানছেন এমরে কান। দুই দিন আগে ডর্টমুন্ড অধিনায়ক বলেছেন, ‘রিয়াল ফেবারিট, এটা সবাই জানে। তবে আমরা যা করতে পারি সবকিছুই করব।’
ডর্টমুন্ড একমাত্র চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯৭ সালে। আর সবশেষ ফাইনাল খেলেছে ২০১২-১৩ মৌসুমে। সেবার তারা হেরেছিল ওয়েম্বলিতেই। সে সময় টারজিচ ছিলেন ক্লাবটির অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ। আর এখন এই ৪১ বছরের জার্মান কোচের অধীনে পুরোনো দুঃখ ভোলার আশায় ডর্টমুন্ড। অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে বিদায় নিতে পারবেন তো ডর্টমুন্ডের লম্বা সময়ের সঙ্গী মার্কো রয়েস, নাকি রিয়ালের হয়ে শেষ ম্যাচ রাঙাবেন টনি ক্রুস—এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে রাতে।
দুই দলের প্রথম ফাইনালে অবশ্য পরিসংখ্যান এগিয়ে রাখছে রিয়ালকে। রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। টুর্নামেন্টে দুই দলের আগের ১৪ বারের দেখায় রিয়াল জিতেছে ৬ বার, ডর্টমুন্ড ৩টি, ড্র হয়েছে ৫ ম্যাচ। এবার জিতলে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতবেন মাদ্রিদের ইতালিয়ান ‘ডন’ কার্লো আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে আর শিরোপা জিততে পারেনি—এমন দৃশ্য কখনো কি চোখে পড়েছে? অবশ্য ফাইনালে হৃদয়ভঙ্গের কষ্ট তাদেরও পেতে হয়েছে তিনবার। সবশেষটি ১৯৮১ সালে, প্যারিসে লিভারপুলের কাছে। এরপর আমস্টারডাম থেকে মিলান—কতখানেই তো ইতিহাস লিখেছে, ইউরোপ জিতেছে। তবে লন্ডনের ওয়েম্বলিতে কখনো শিরোপা জেতা হয়নি।
হবে কী করে! রিয়াল ব্রিটেন সফরে ওল্ড ট্রাফোর্ড, অ্যানফিল্ড, ইতিহাদে খেললেও ২০১৭ সালের আগে কখনো ওয়েম্বলিতে খেলেনি। এবার কি ঐতিহাসিক এই স্টেডিয়ামে প্রথমবার ফাইনাল খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগ পুনরুদ্ধার করতে পারবে লস ব্লাঙ্কোসরা? স্বদেশে ফেরা জুড বেলিংহাম অবশ্য সেই আশাই করছেন, ‘আমি এখানে এসেছি কারণ, জিততে চাই এবং সেই আশাই করছি।’
বেলিংহামের এই স্বপ্ন পূরণ করতে হৃদয় ভাঙতে হবে সাবেক সতীর্থদের। ১২ মাস আগে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন তিনি। মাদ্রিদে প্রথম মৌসুমেই জিতেছেন লা লিগা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচের মধ্যে রিয়াল হেরেছে মাত্র ২টি। এমন দুর্দান্ত ফর্মে থাকা ‘মিথিক্যাল মাদ্রিদের’ বিপক্ষে আজ ‘এসিড টেস্ট’ দিতে হবে রূপকথার পাখির মতো উড়তে থাকা ডর্টমুন্ডকে। সেই পরীক্ষায় ওয়েম্বলিতে হলুদ দেয়াল তুলে ‘অলহোয়াইটদের’ থামাতে পারবে তো জার্মান ক্লাবটি? কোচ এদিন তেরজিচ অবশ্য মনে করেন, ফাইনালে যেকোনো কিছুই সম্ভব। তবে রিয়ালকেই ফেবারিট মানছেন এমরে কান। দুই দিন আগে ডর্টমুন্ড অধিনায়ক বলেছেন, ‘রিয়াল ফেবারিট, এটা সবাই জানে। তবে আমরা যা করতে পারি সবকিছুই করব।’
ডর্টমুন্ড একমাত্র চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯৭ সালে। আর সবশেষ ফাইনাল খেলেছে ২০১২-১৩ মৌসুমে। সেবার তারা হেরেছিল ওয়েম্বলিতেই। সে সময় টারজিচ ছিলেন ক্লাবটির অনূর্ধ্ব-১৭ দলের সহকারী কোচ। আর এখন এই ৪১ বছরের জার্মান কোচের অধীনে পুরোনো দুঃখ ভোলার আশায় ডর্টমুন্ড। অধরা চ্যাম্পিয়নস লিগ জিতে বিদায় নিতে পারবেন তো ডর্টমুন্ডের লম্বা সময়ের সঙ্গী মার্কো রয়েস, নাকি রিয়ালের হয়ে শেষ ম্যাচ রাঙাবেন টনি ক্রুস—এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে রাতে।
দুই দলের প্রথম ফাইনালে অবশ্য পরিসংখ্যান এগিয়ে রাখছে রিয়ালকে। রেকর্ড ১৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছে তারা। টুর্নামেন্টে দুই দলের আগের ১৪ বারের দেখায় রিয়াল জিতেছে ৬ বার, ডর্টমুন্ড ৩টি, ড্র হয়েছে ৫ ম্যাচ। এবার জিতলে প্রথম কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতবেন মাদ্রিদের ইতালিয়ান ‘ডন’ কার্লো আনচেলত্তি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে