মীর রাকিব হাসান
আজ ১৭ নভেম্বর কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ৬৯তম জন্মদিন। পরিবারের সদস্য ও একান্ত প্রিয় কয়েকজনের সঙ্গে দিনটি উদ্যাপন করবেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান।
জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?
আলাদা করে কোনো পরিকল্পনা করিনি। নিজেদের মধ্যেই ঘরোয়াভাবে পালিত হবে। করোনার কারণে বছর দুই বড় কোনো আয়োজন করছি না। প্রায় দুই বছর ঘরবন্দী সময় কাটানোর পর ১৯ নভেম্বর লন্ডনে যাচ্ছি, মেয়ে তানি ও দুই নাতির সঙ্গে সময় কাটাতে। সে কথা ভেবে খুব ভালো লাগছে।
ছোটবেলা আর এখনকার জন্মদিনের পার্থক্য?
ছোটবেলায় বেশি ভালো লাগত। তখন টেনশন ফ্রি ছিলাম। কোনো চিন্তা নেই, শুধু আনন্দই আনন্দ। নতুন জামা, নতুন জুতা পরব, সন্ধ্যাবেলায় বান্ধবীরা আসবে, পার্টি হবে, কেক কাটব—এসব নিয়ে ভাবতাম। আমাদের তো জামাকাপড় মা-ই সেলাই করে দিতেন। প্রতিবছর এই দিনে অপেক্ষায় থাকতাম, কখন নতুন জামা পাব। জন্মদিনে ছিল এটাই সবচেয়ে আনন্দের।
স্বামী আলমগীর আপনাকে কী উপহার দিচ্ছেন?
তিনি প্রতিবছরই আমাকে সারপ্রাইজ দেন। তবে এটা আগমুহূর্ত পর্যন্ত কোনোভাবে জানতে দেন না। তাঁর কাছ থেকে উপহার পেতে সব সময়ই ভালো লাগে।
জন্মদিন নিয়ে আলাদা উপলব্ধি?
বয়স বাড়ছে, আয়ু কমছে আর-কি! হঠাৎ মনে হয়, এত দিন বেঁচে ছিলাম, কী করতে পেরেছি? মনে-প্রাণে আমি আগের মতোই আছি। মনের বয়স কখনোই বাড়তে দিই না। সবকিছুতে আসলে মনের জোরটাই বেশি দরকার।
নতুন কোনো গান আসছে?
অনেক দিন গানের রেকর্ডিং করিনি। একটা প্ল্যানিং ছিল, কিছু গান করব দেশি-বিদেশি লিজেন্ডদের নিয়ে। কিন্তু করোনার জন্য প্রজেক্টটা স্থগিত হয়ে আছে।
স্টেজ শো করা হচ্ছে?
করোনার কারণে এখনো স্টেজ শো করছি না। তবে, করোনা খুব শিগগিরই পৃথিবী থেকে চলে যাবে বলে মনে হয় না। তারপরও আর কত থেমে থাকা যায়। আমি চাইছি, আগামী বছরের শুরুতে স্টেজ শোতে অংশ নিতে।
এই প্রজন্মের শিল্পীদের নিয়ে কিছু বলবেন?
কয়েকজন খুব ভালো গাইছে। ওদের সুযোগ করে দিতে হবে যেন গানে নিয়মিত থাকতে পারে। দর্শক-শ্রোতারাই বেছে নেবেন তাঁদের প্রিয় শিল্পীকে। চ্যানেলে গানের অনুষ্ঠান বা স্টেজ শো বাড়াতে হবে। নতুন প্রজন্মকে মৌলিক গানের চেষ্টা করতে হবে। অনেকে পুরোনো গান দিয়েই চলছে। আমরা যা গেয়েছি তা তো গেয়েছিই। এখন তাদের স্বকীয়তা প্রমাণ করতে হবে। পৃষ্ঠপোষকদের এগিয়ে আসতে হবে, মেধাবী শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতে হবে।
ভক্তদের জন্য কিছু বলতে চান?
মানুষ আমাকে ভালোবাসে। যত দিন বেঁচে আছি এই ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আমি না থাকলেও আমার গানগুলো হয়তো থাকবে। আমার গান দিয়েই আমি বেঁচে থাকতে চাই ভক্তদের হৃদয়ে।
আজ ১৭ নভেম্বর কিংবদন্তি শিল্পী রুনা লায়লার ৬৯তম জন্মদিন। পরিবারের সদস্য ও একান্ত প্রিয় কয়েকজনের সঙ্গে দিনটি উদ্যাপন করবেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মীর রাকিব হাসান।
জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?
আলাদা করে কোনো পরিকল্পনা করিনি। নিজেদের মধ্যেই ঘরোয়াভাবে পালিত হবে। করোনার কারণে বছর দুই বড় কোনো আয়োজন করছি না। প্রায় দুই বছর ঘরবন্দী সময় কাটানোর পর ১৯ নভেম্বর লন্ডনে যাচ্ছি, মেয়ে তানি ও দুই নাতির সঙ্গে সময় কাটাতে। সে কথা ভেবে খুব ভালো লাগছে।
ছোটবেলা আর এখনকার জন্মদিনের পার্থক্য?
ছোটবেলায় বেশি ভালো লাগত। তখন টেনশন ফ্রি ছিলাম। কোনো চিন্তা নেই, শুধু আনন্দই আনন্দ। নতুন জামা, নতুন জুতা পরব, সন্ধ্যাবেলায় বান্ধবীরা আসবে, পার্টি হবে, কেক কাটব—এসব নিয়ে ভাবতাম। আমাদের তো জামাকাপড় মা-ই সেলাই করে দিতেন। প্রতিবছর এই দিনে অপেক্ষায় থাকতাম, কখন নতুন জামা পাব। জন্মদিনে ছিল এটাই সবচেয়ে আনন্দের।
স্বামী আলমগীর আপনাকে কী উপহার দিচ্ছেন?
তিনি প্রতিবছরই আমাকে সারপ্রাইজ দেন। তবে এটা আগমুহূর্ত পর্যন্ত কোনোভাবে জানতে দেন না। তাঁর কাছ থেকে উপহার পেতে সব সময়ই ভালো লাগে।
জন্মদিন নিয়ে আলাদা উপলব্ধি?
বয়স বাড়ছে, আয়ু কমছে আর-কি! হঠাৎ মনে হয়, এত দিন বেঁচে ছিলাম, কী করতে পেরেছি? মনে-প্রাণে আমি আগের মতোই আছি। মনের বয়স কখনোই বাড়তে দিই না। সবকিছুতে আসলে মনের জোরটাই বেশি দরকার।
নতুন কোনো গান আসছে?
অনেক দিন গানের রেকর্ডিং করিনি। একটা প্ল্যানিং ছিল, কিছু গান করব দেশি-বিদেশি লিজেন্ডদের নিয়ে। কিন্তু করোনার জন্য প্রজেক্টটা স্থগিত হয়ে আছে।
স্টেজ শো করা হচ্ছে?
করোনার কারণে এখনো স্টেজ শো করছি না। তবে, করোনা খুব শিগগিরই পৃথিবী থেকে চলে যাবে বলে মনে হয় না। তারপরও আর কত থেমে থাকা যায়। আমি চাইছি, আগামী বছরের শুরুতে স্টেজ শোতে অংশ নিতে।
এই প্রজন্মের শিল্পীদের নিয়ে কিছু বলবেন?
কয়েকজন খুব ভালো গাইছে। ওদের সুযোগ করে দিতে হবে যেন গানে নিয়মিত থাকতে পারে। দর্শক-শ্রোতারাই বেছে নেবেন তাঁদের প্রিয় শিল্পীকে। চ্যানেলে গানের অনুষ্ঠান বা স্টেজ শো বাড়াতে হবে। নতুন প্রজন্মকে মৌলিক গানের চেষ্টা করতে হবে। অনেকে পুরোনো গান দিয়েই চলছে। আমরা যা গেয়েছি তা তো গেয়েছিই। এখন তাদের স্বকীয়তা প্রমাণ করতে হবে। পৃষ্ঠপোষকদের এগিয়ে আসতে হবে, মেধাবী শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতে হবে।
ভক্তদের জন্য কিছু বলতে চান?
মানুষ আমাকে ভালোবাসে। যত দিন বেঁচে আছি এই ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আমি না থাকলেও আমার গানগুলো হয়তো থাকবে। আমার গান দিয়েই আমি বেঁচে থাকতে চাই ভক্তদের হৃদয়ে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে