সম্পাদকীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভুল কৌশলের কারণে আওয়ামী লীগ একচেটিয়া বিজয় পেয়েছে। আওয়ামী লীগের আনুকূল্য নিয়েও জাতীয় পার্টি জয়পেয়েছে মাত্র ১১টি আসনে। ৬২ আসনে যে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন এর মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের।
স্বতন্ত্র সদস্যরা দলে ফিরতে চাইলেও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী তাঁদের সংসদের ভেতরে স্বতন্ত্র ভূমিকাই পালন করতে বলেছেন। সংসদকে একদলীয় সংসদের অপবাদ মুক্ত করার জন্যই সম্ভবত এই ছাড়। কিন্তু স্বতন্ত্র সদস্যরা কেউ সরকারের কোনো নীতির সমালোচনা করবেন কি না, বলা মুশকিল। কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী টাঙ্গাইলের আবদুল লতিফ সিদ্দিকী, ফরিদপুর থেকে নির্বাচিত ব্যবসায়ী নেতা এ কে আজাদ সংসদে কতটুকু স্বতন্ত্র থাকেন, সরকার তাঁদের কতটুকু বলার স্বাধীনতা দেয়, সবই এখনো দেখার বিষয়।
এর মধ্যে এসেছে সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচনের দিনক্ষণ। আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে। বাকি ২টি জাতীয় পার্টির। এখন আওয়ামী লীগ কোন ৪৮ জনকে নারী কোটায় সংসদে আনবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কারা মনোনয়ন পেতে আগ্রহী তা এরই মধ্যে জানা গেছে। আজকের পত্রিকায় প্রকাশিত এক খবরে জানা যাচ্ছে, আওয়ামী লীগের ভাগে থাকা ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের প্রতিটির বিপরীতে মনোনয়নপ্রত্যাশী গড়ে ৩২ জনের বেশি। নারী আসনের জন্য তিন দিনে দলটির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৯টি। এই ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেদিনই জানা যাবে,
কারা হচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য।
রাজনীতিতে সরাসরি সক্রিয় ছাড়াও অনেক ‘তারকা’ এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। দীর্ঘদিন সরাসরি রাজনীতি করার পর, দলের নীতি-আদর্শের প্রতি সন্দেহাতীত আনুগত্য প্রকাশের পরই আগে কাউকে দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদের জন্য যোগ্য বিবেচনা করা হতো। কিন্তু এখন রীতিনীতি বদলেছে। ওবায়দুল কাদের একসময় যাঁদের ‘হাইব্রিড’ ও ‘কাউয়া’ বলে তিরস্কৃত করেছিলেন, এখন তাঁরাও মনোনয়ন পাচ্ছেন এবং জিতেও আসছেন। শীর্ষ নেতৃত্ব যাঁকে পছন্দ করবেন, মনোনয়ন দেবেন, তিনিই নির্বাচিত হবেন।
৭ জানুয়ারির ভোটেও এমন কেউ কেউ জিতেছেন, রাজনীতির সঙ্গে যাঁদের তেমন কোনো সম্পর্ক ছিল না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করলেই কি কাউকে সংসদ সদস্য বানানো উচিত? সংসদে আইন প্রণয়ন হয়, দেশ পরিচালনার নীতি-পদ্ধতি নিয়ে আলোচনা-বিতর্ক হয়। সংসদ তো বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চ নয়।
আমরা আশা করব, এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই আওয়ামী লীগ এবার সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভুল কৌশলের কারণে আওয়ামী লীগ একচেটিয়া বিজয় পেয়েছে। আওয়ামী লীগের আনুকূল্য নিয়েও জাতীয় পার্টি জয়পেয়েছে মাত্র ১১টি আসনে। ৬২ আসনে যে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন এর মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের।
স্বতন্ত্র সদস্যরা দলে ফিরতে চাইলেও আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী তাঁদের সংসদের ভেতরে স্বতন্ত্র ভূমিকাই পালন করতে বলেছেন। সংসদকে একদলীয় সংসদের অপবাদ মুক্ত করার জন্যই সম্ভবত এই ছাড়। কিন্তু স্বতন্ত্র সদস্যরা কেউ সরকারের কোনো নীতির সমালোচনা করবেন কি না, বলা মুশকিল। কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী টাঙ্গাইলের আবদুল লতিফ সিদ্দিকী, ফরিদপুর থেকে নির্বাচিত ব্যবসায়ী নেতা এ কে আজাদ সংসদে কতটুকু স্বতন্ত্র থাকেন, সরকার তাঁদের কতটুকু বলার স্বাধীনতা দেয়, সবই এখনো দেখার বিষয়।
এর মধ্যে এসেছে সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন সংসদ সদস্য নির্বাচনের দিনক্ষণ। আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দিতে পারবে। বাকি ২টি জাতীয় পার্টির। এখন আওয়ামী লীগ কোন ৪৮ জনকে নারী কোটায় সংসদে আনবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। কারা মনোনয়ন পেতে আগ্রহী তা এরই মধ্যে জানা গেছে। আজকের পত্রিকায় প্রকাশিত এক খবরে জানা যাচ্ছে, আওয়ামী লীগের ভাগে থাকা ৪৮টি সংরক্ষিত মহিলা আসনের প্রতিটির বিপরীতে মনোনয়নপ্রত্যাশী গড়ে ৩২ জনের বেশি। নারী আসনের জন্য তিন দিনে দলটির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫৪৯টি। এই ফরম বিক্রি থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেদিনই জানা যাবে,
কারা হচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য।
রাজনীতিতে সরাসরি সক্রিয় ছাড়াও অনেক ‘তারকা’ এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন। দীর্ঘদিন সরাসরি রাজনীতি করার পর, দলের নীতি-আদর্শের প্রতি সন্দেহাতীত আনুগত্য প্রকাশের পরই আগে কাউকে দলের পক্ষ থেকে সংসদ সদস্য পদের জন্য যোগ্য বিবেচনা করা হতো। কিন্তু এখন রীতিনীতি বদলেছে। ওবায়দুল কাদের একসময় যাঁদের ‘হাইব্রিড’ ও ‘কাউয়া’ বলে তিরস্কৃত করেছিলেন, এখন তাঁরাও মনোনয়ন পাচ্ছেন এবং জিতেও আসছেন। শীর্ষ নেতৃত্ব যাঁকে পছন্দ করবেন, মনোনয়ন দেবেন, তিনিই নির্বাচিত হবেন।
৭ জানুয়ারির ভোটেও এমন কেউ কেউ জিতেছেন, রাজনীতির সঙ্গে যাঁদের তেমন কোনো সম্পর্ক ছিল না। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলে দাবি করলেই কি কাউকে সংসদ সদস্য বানানো উচিত? সংসদে আইন প্রণয়ন হয়, দেশ পরিচালনার নীতি-পদ্ধতি নিয়ে আলোচনা-বিতর্ক হয়। সংসদ তো বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চ নয়।
আমরা আশা করব, এ বিষয়গুলো বিবেচনায় নিয়েই আওয়ামী লীগ এবার সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে