মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার থেকে অবাধে সার পাচার হচ্ছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়। এক জেলা থেকে অন্য জেলায় সার বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না সানন্দবাড়ী বাজারের কয়েকজন ব্যবসায়ী। তাঁরা বেশি লাভের আশায় অবাধে খুচরা ও পাইকারিতে সার বিক্রি করছেন পাশের রাজিবপুর উপজেলার নয়ারচর বাজারসহ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলগুলোতে। এতে সারের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৮৩৮ হেক্টর আবাদি জমি রয়েছে। এর জন্য গত ২০২১-২২ অর্থবছরে সারের প্রয়োজন ছিল ১১ হাজার ৪৩৫ টন ইউরিয়া, ৩ হাজার ৯৭০ টন টিএসপি, ৪ হাজার ৯৬৩ টন এমওপি, ৪ হাজার ২৬৮ টন ডিএপি। কিন্তু বরাদ্দ দেওয়া হয় ৬ হাজার ৮৪২ টন ইউরিয়া, ২ হাজার ২৯৯ টন টিএসপি, ২ হাজার ১৬ টন এমওপি, ৩ হাজার ১৯১ টন ডিএপি। ২০২২-২৩ অর্থবছরেও আনুপাতিক হারে প্রায় সমান পরিমাণ সার বরাদ্দ দেওয়া হবে। প্রাপ্ত সার বেচা-কেনার জন্য উপজেলায় বিসিআইসির অনুমোদিত ২১ জন ডিলার রয়েছেন।
ডিলাররা জানান, বর্তমানে উপজেলায় সারের সংকট না থাকলেও আবাদি জমি ও ফসলের পরিমাণের আনুপাতিক হারে নির্দিষ্ট পরিমাণ সার পাচ্ছেন না তাঁরা। প্রাপ্ত সার কৃষকদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিতে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার স্বাক্ষরসহ লিখিত অনুমতি সাপেক্ষে বিক্রি করেন তাঁরা। কিন্তু নিয়মের ফাঁকফোকর দিয়ে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে সার যাওয়ায় বাধাহীনভাবে এক জেলার সার অন্য জেলায় বিক্রি হচ্ছে। তাই এ উপজেলায় সারের জোগান কমছে এবং বাড়ছে সারের চাহিদা।
অন্যদিকে চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম হলেও ঘাটতি নেই বলে দাবি কৃষি বিভাগের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, এক বস্তা সার কেনার জন্য চর আম খাওয়া ইউনিয়নের এক ডিলারের বিক্রয় কেন্দ্রে গেলে তাঁকে সার না দিয়ে ফেরত দেওয়া হয়। অথচ ওই ডিলার ফুলছড়ির জিগাবাড়ী, মোল্লারচরের কৃষকদের কাছে সার বিক্রি করেছেন। উপজেলার কৃষক হয়েও তাঁকে সার দেওয়া হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সানন্দবাড়ী বাজার থেকে প্রতিনিয়ত গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলের গ্রামগুলোতে সার যাচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান জানান, সার বিতরণে দুর্নীতি এড়াতে কৃষকদের জাতীয় পরিচয়পত্রে তিনি স্বাক্ষরসহ লিখিত সুপারিশ করলে তবেই ডিলাররা ওই কৃষককে নির্দিষ্ট পরিমাণ সার দেন। নিয়মের ফাঁকফোকর দিয়ে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে সার যাওয়ায় এমন অনিয়ম তৈরি হতে পারে। তবে বিসিআইসির অনুমোদিত ডিলাররা নিয়মানুযায়ী কৃষকদের মধ্যে সার বিতরণ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, সার পাচারের বিষয়টি খতিয়ে দেখা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পাচার বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার থেকে অবাধে সার পাচার হচ্ছে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায়। এক জেলা থেকে অন্য জেলায় সার বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না সানন্দবাড়ী বাজারের কয়েকজন ব্যবসায়ী। তাঁরা বেশি লাভের আশায় অবাধে খুচরা ও পাইকারিতে সার বিক্রি করছেন পাশের রাজিবপুর উপজেলার নয়ারচর বাজারসহ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলগুলোতে। এতে সারের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৮৩৮ হেক্টর আবাদি জমি রয়েছে। এর জন্য গত ২০২১-২২ অর্থবছরে সারের প্রয়োজন ছিল ১১ হাজার ৪৩৫ টন ইউরিয়া, ৩ হাজার ৯৭০ টন টিএসপি, ৪ হাজার ৯৬৩ টন এমওপি, ৪ হাজার ২৬৮ টন ডিএপি। কিন্তু বরাদ্দ দেওয়া হয় ৬ হাজার ৮৪২ টন ইউরিয়া, ২ হাজার ২৯৯ টন টিএসপি, ২ হাজার ১৬ টন এমওপি, ৩ হাজার ১৯১ টন ডিএপি। ২০২২-২৩ অর্থবছরেও আনুপাতিক হারে প্রায় সমান পরিমাণ সার বরাদ্দ দেওয়া হবে। প্রাপ্ত সার বেচা-কেনার জন্য উপজেলায় বিসিআইসির অনুমোদিত ২১ জন ডিলার রয়েছেন।
ডিলাররা জানান, বর্তমানে উপজেলায় সারের সংকট না থাকলেও আবাদি জমি ও ফসলের পরিমাণের আনুপাতিক হারে নির্দিষ্ট পরিমাণ সার পাচ্ছেন না তাঁরা। প্রাপ্ত সার কৃষকদের জাতীয় পরিচয়পত্রের অনুলিপিতে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তার স্বাক্ষরসহ লিখিত অনুমতি সাপেক্ষে বিক্রি করেন তাঁরা। কিন্তু নিয়মের ফাঁকফোকর দিয়ে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে সার যাওয়ায় বাধাহীনভাবে এক জেলার সার অন্য জেলায় বিক্রি হচ্ছে। তাই এ উপজেলায় সারের জোগান কমছে এবং বাড়ছে সারের চাহিদা।
অন্যদিকে চাহিদার তুলনায় সারের বরাদ্দ কম হলেও ঘাটতি নেই বলে দাবি কৃষি বিভাগের।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক বলেন, এক বস্তা সার কেনার জন্য চর আম খাওয়া ইউনিয়নের এক ডিলারের বিক্রয় কেন্দ্রে গেলে তাঁকে সার না দিয়ে ফেরত দেওয়া হয়। অথচ ওই ডিলার ফুলছড়ির জিগাবাড়ী, মোল্লারচরের কৃষকদের কাছে সার বিক্রি করেছেন। উপজেলার কৃষক হয়েও তাঁকে সার দেওয়া হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সানন্দবাড়ী বাজার থেকে প্রতিনিয়ত গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলের গ্রামগুলোতে সার যাচ্ছে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান জানান, সার বিতরণে দুর্নীতি এড়াতে কৃষকদের জাতীয় পরিচয়পত্রে তিনি স্বাক্ষরসহ লিখিত সুপারিশ করলে তবেই ডিলাররা ওই কৃষককে নির্দিষ্ট পরিমাণ সার দেন। নিয়মের ফাঁকফোকর দিয়ে খোলাবাজারের ব্যবসায়ীদের কাছে সার যাওয়ায় এমন অনিয়ম তৈরি হতে পারে। তবে বিসিআইসির অনুমোদিত ডিলাররা নিয়মানুযায়ী কৃষকদের মধ্যে সার বিতরণ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ জানান, সার পাচারের বিষয়টি খতিয়ে দেখা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পাচার বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে