রাজশাহী প্রতিনিধি
‘বাজার থেকে আনা শাকসবজি ও ফলমূলের সবই সতেজ নয়। সবকিছু আবার বিষমুক্তও নয়। এসব খাবারের কারণে নানা ধরনের রোগবালাই বাড়ছে। জটিল এসব রোগবালাই থেকে মুক্ত থাকা যেতে পারে বিষমুক্ত, সতেজ শাকসবজি ও ফলমূল খেয়ে। তাই গুরুত্ব দিতে হবে নগরকৃষিতে। নগরকৃষিই কমিয়ে আনতে পারে এসব জটিলতা।’
রাজশাহীতে ‘নগরে খাদ্যনিরাপত্তা ও নগরকৃষির সম্ভাবনা’ শীর্ষক এক বিভাগীয় পরামর্শ সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেছেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সভা হয়। সাংবাদিক ও সুধীজনদের নিয়ে বেসরকারি সংস্থা পরিবর্তন, খানি, প্রাণ ও অ্যাকশনএইড সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কে নোমান। তিনি বলেন, নগরকৃষি মানে শুধু ছাদকৃষি নয়। বাড়ির ফাঁকা স্থানকেও কাজে লাগিয়ে শাকসবজির চাষও নগরকৃষি। প্রযুক্তি এখন মানুষকে গ্রাস করে ফেলেছে। মোবাইলের আসক্তি নানা রকম ক্ষতির কারণ হচ্ছে। এসব থেকে মুক্ত থাকতে হলে নগরকৃষিতে মনোযোগ দিতে হবে। এতে করে নগর সবুজায়ন হবে, নির্মল বাতাস পাওয়া যাবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘এখনো সব মানুষ নগরকৃষির প্রয়োজনীয়তা বুঝতে পারছে না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মানুষকে বিষয়গুলো বোঝাতে হবে।।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়ন মানে শুধু হাজার হাজার কোটি টাকার প্রকল্প আর উঁচু উঁচু ভবন নয়, আমাদের পুকুর, শিয়াল, কুকুর বাঁচিয়ে উন্নয়ন করাটাই টেকসই উন্নয়ন। কিন্তু এখন শহরে ফাঁকা জায়গা পাওয়া দুষ্কর। অথচ সিঙ্গাপুরের মতো একটা উন্নত শহরে ৭০ শতাংশ জমিতে বাগান। আমাদের রাজশাহীকেও পরিকল্পিতভাবে এগোতে হলে বাড়ির পাশে ফাঁকা জায়গা রাখতে হবে। সেখানে গাছপালা থাকবে, কৃষিপণ্য উৎপাদিত হবে। এ জন্য নগর কর্তৃপক্ষ আইন করতে পারে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গ্রীষ্মকালে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসও উঠছে তাপমাত্রার পারদ। বহুতল ভবনগুলোর ওপরের বাসিন্দাদের বসবাস করতে তখন কষ্ট হয়। কিন্তু ছাদে বাগান থাকলে নিচের তাপমাত্রা অনেকটাই শীতল থাকে।
‘বাজার থেকে আনা শাকসবজি ও ফলমূলের সবই সতেজ নয়। সবকিছু আবার বিষমুক্তও নয়। এসব খাবারের কারণে নানা ধরনের রোগবালাই বাড়ছে। জটিল এসব রোগবালাই থেকে মুক্ত থাকা যেতে পারে বিষমুক্ত, সতেজ শাকসবজি ও ফলমূল খেয়ে। তাই গুরুত্ব দিতে হবে নগরকৃষিতে। নগরকৃষিই কমিয়ে আনতে পারে এসব জটিলতা।’
রাজশাহীতে ‘নগরে খাদ্যনিরাপত্তা ও নগরকৃষির সম্ভাবনা’ শীর্ষক এক বিভাগীয় পরামর্শ সভায় বক্তারা এমন অভিমত ব্যক্ত করেছেন। রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সভা হয়। সাংবাদিক ও সুধীজনদের নিয়ে বেসরকারি সংস্থা পরিবর্তন, খানি, প্রাণ ও অ্যাকশনএইড সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম কে নোমান। তিনি বলেন, নগরকৃষি মানে শুধু ছাদকৃষি নয়। বাড়ির ফাঁকা স্থানকেও কাজে লাগিয়ে শাকসবজির চাষও নগরকৃষি। প্রযুক্তি এখন মানুষকে গ্রাস করে ফেলেছে। মোবাইলের আসক্তি নানা রকম ক্ষতির কারণ হচ্ছে। এসব থেকে মুক্ত থাকতে হলে নগরকৃষিতে মনোযোগ দিতে হবে। এতে করে নগর সবুজায়ন হবে, নির্মল বাতাস পাওয়া যাবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপকেন্দ্রনাথ দাস বলেন, ‘এখনো সব মানুষ নগরকৃষির প্রয়োজনীয়তা বুঝতে পারছে না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে মানুষকে বিষয়গুলো বোঝাতে হবে।।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘টেকসই উন্নয়ন মানে শুধু হাজার হাজার কোটি টাকার প্রকল্প আর উঁচু উঁচু ভবন নয়, আমাদের পুকুর, শিয়াল, কুকুর বাঁচিয়ে উন্নয়ন করাটাই টেকসই উন্নয়ন। কিন্তু এখন শহরে ফাঁকা জায়গা পাওয়া দুষ্কর। অথচ সিঙ্গাপুরের মতো একটা উন্নত শহরে ৭০ শতাংশ জমিতে বাগান। আমাদের রাজশাহীকেও পরিকল্পিতভাবে এগোতে হলে বাড়ির পাশে ফাঁকা জায়গা রাখতে হবে। সেখানে গাছপালা থাকবে, কৃষিপণ্য উৎপাদিত হবে। এ জন্য নগর কর্তৃপক্ষ আইন করতে পারে।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গ্রীষ্মকালে ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াসও উঠছে তাপমাত্রার পারদ। বহুতল ভবনগুলোর ওপরের বাসিন্দাদের বসবাস করতে তখন কষ্ট হয়। কিন্তু ছাদে বাগান থাকলে নিচের তাপমাত্রা অনেকটাই শীতল থাকে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৬ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে