সম্পাদকীয়
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। দেশের জনগণ দেখতে চায়, আমাদের দেশে গণতন্ত্রের নামে যে জঞ্জালের পাহাড় গড়ে উঠেছে, তা থেকে গণতন্ত্র মুক্ত করা হয়েছে। গণতন্ত্রকে যেন তার প্রকৃতরূপে দেখতে পায় মানুষ। সামনের দিনগুলোয় ইতিবাচক কিছু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশ। সেই পথে আমরা হাঁটতে পারি কি না, সেটাই দেখা দরকার। গণতন্ত্র নিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয় বলেই সত্যিকারের অর্জন নিয়ে ভাবতে দ্বিধান্বিত হয় মন। যে দলই ক্ষমতায় এসেছে, সেই দলই গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা করেছে। বলপ্রয়োগের ভাষাকেই গণতন্ত্রের ভাষা বলে অনুবাদ করা হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের পর সরকারবিহীন দেশের সর্বত্র যেভাবে গত কয়েক দিন অরাজকতা চলেছে, তা নিয়ে শঙ্কিত না হয়ে পারা যায় না। জনমনে প্রশ্ন উঠতেই পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করল যারা, তারাই যদি অন্যায় করতে শুরু করে, তাহলে এ আন্দোলনটি করা হলো কিসের জন্য? আন্দোলনকারীরা কিংবা রাজনৈতিক দলের নেতারা প্রতিশোধস্পৃহার বিরুদ্ধে মতামত দিলেও তাদের কথা মেনে চলা হয়নি। দেশজুড়েই চলেছে তাণ্ডব।
সদ্য সাবেক সরকারের প্রতি রোষের প্রকাশ দেখাতে গিয়ে যেভাবে ভাঙচুর, আগুন, লুটপাট চলতে দেওয়া হয়েছে, তা আমাদের রুচির দৈন্যের প্রকাশ। প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণভবনসহ বিভিন্ন ভবনে লুটের ঘটনাগুলো দেখা গেছে। এই ঘটনাগুলো থেকে প্রতীয়মান হয়, সুযোগ পেলে যে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে। সুযোগের অভাবে সৎ—কথাটা যেন প্রমাণ করার জন্যই এই সব ঘটনা ঘটছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগপর্যন্ত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এখন সময় এসেছে, সবকিছু নতুন করে ভাবতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রূপরেখা রচিত হবে, তারই আলোয় একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায় কি না, সেটাই দেখার বিষয়। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্ম-বর্ণনির্বিশেষে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার অভিপ্রায়ে। কিন্তু দেখা গেছে, নানাভাবে সেই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর চলার গতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে আধুনিক অর্জনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। পশ্চাৎপদ হলে চলবে না। পৃথিবীর যেখানেই উন্নত জীবন গড়ার উপায় খুঁজে পাওয়া যায়, তা আমাদের দেশের সঙ্গে সংগতিপূর্ণ করে এগিয়ে চলতে হবে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়টাও খুব জরুরি। সেই পরিচয়কে ধারণ করেই এগিয়ে যেতে হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে এই বর্তমানের কার্যাবলি দিয়েই গড়ে তুলতে হবে ভবিষ্যৎ।
এই সরকার কেবলই শপথ নিয়েছে। এখন তাদের অভিনন্দন জানানো যায়। কাজ শুরু করার পরই তাদের ক্রিয়াকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হবে। আপাতত আমাদের আশা থাকবে, এই সরকার যেন দেশকে গণতন্ত্রের পথে চালিত করে। অতীতের ভুলগুলো খুঁজে বের করে সেই পথ থেকে দেশকে সরিয়ে নিয়ে আসে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। দেশের জনগণ দেখতে চায়, আমাদের দেশে গণতন্ত্রের নামে যে জঞ্জালের পাহাড় গড়ে উঠেছে, তা থেকে গণতন্ত্র মুক্ত করা হয়েছে। গণতন্ত্রকে যেন তার প্রকৃতরূপে দেখতে পায় মানুষ। সামনের দিনগুলোয় ইতিবাচক কিছু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশ। সেই পথে আমরা হাঁটতে পারি কি না, সেটাই দেখা দরকার। গণতন্ত্র নিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয় বলেই সত্যিকারের অর্জন নিয়ে ভাবতে দ্বিধান্বিত হয় মন। যে দলই ক্ষমতায় এসেছে, সেই দলই গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা করেছে। বলপ্রয়োগের ভাষাকেই গণতন্ত্রের ভাষা বলে অনুবাদ করা হয়েছে।
শেখ হাসিনার পদত্যাগের পর সরকারবিহীন দেশের সর্বত্র যেভাবে গত কয়েক দিন অরাজকতা চলেছে, তা নিয়ে শঙ্কিত না হয়ে পারা যায় না। জনমনে প্রশ্ন উঠতেই পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করল যারা, তারাই যদি অন্যায় করতে শুরু করে, তাহলে এ আন্দোলনটি করা হলো কিসের জন্য? আন্দোলনকারীরা কিংবা রাজনৈতিক দলের নেতারা প্রতিশোধস্পৃহার বিরুদ্ধে মতামত দিলেও তাদের কথা মেনে চলা হয়নি। দেশজুড়েই চলেছে তাণ্ডব।
সদ্য সাবেক সরকারের প্রতি রোষের প্রকাশ দেখাতে গিয়ে যেভাবে ভাঙচুর, আগুন, লুটপাট চলতে দেওয়া হয়েছে, তা আমাদের রুচির দৈন্যের প্রকাশ। প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণভবনসহ বিভিন্ন ভবনে লুটের ঘটনাগুলো দেখা গেছে। এই ঘটনাগুলো থেকে প্রতীয়মান হয়, সুযোগ পেলে যে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে। সুযোগের অভাবে সৎ—কথাটা যেন প্রমাণ করার জন্যই এই সব ঘটনা ঘটছে।
অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগপর্যন্ত অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। এখন সময় এসেছে, সবকিছু নতুন করে ভাবতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে রূপরেখা রচিত হবে, তারই আলোয় একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায় কি না, সেটাই দেখার বিষয়। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, বাংলাদেশ স্বাধীন হয়েছিল ধর্ম-বর্ণনির্বিশেষে একটি অসাম্প্রদায়িক দেশ গড়ার অভিপ্রায়ে। কিন্তু দেখা গেছে, নানাভাবে সেই জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর চলার গতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে আধুনিক অর্জনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। পশ্চাৎপদ হলে চলবে না। পৃথিবীর যেখানেই উন্নত জীবন গড়ার উপায় খুঁজে পাওয়া যায়, তা আমাদের দেশের সঙ্গে সংগতিপূর্ণ করে এগিয়ে চলতে হবে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাংস্কৃতিক পরিচয়টাও খুব জরুরি। সেই পরিচয়কে ধারণ করেই এগিয়ে যেতে হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে এই বর্তমানের কার্যাবলি দিয়েই গড়ে তুলতে হবে ভবিষ্যৎ।
এই সরকার কেবলই শপথ নিয়েছে। এখন তাদের অভিনন্দন জানানো যায়। কাজ শুরু করার পরই তাদের ক্রিয়াকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হবে। আপাতত আমাদের আশা থাকবে, এই সরকার যেন দেশকে গণতন্ত্রের পথে চালিত করে। অতীতের ভুলগুলো খুঁজে বের করে সেই পথ থেকে দেশকে সরিয়ে নিয়ে আসে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে