চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত বুধবার রাত ১২টা থেকে ২টা থেকে পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও শাহ আমানত হল। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, লোহার পাইপ, গুলতি, বঁটি, ছুরি, মদের খালি বোতল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে পরদিন সন্ধ্যায় শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক সাবেক নেতাকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পরলে আবারও দুই গ্রুপ দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ মারামারি ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ দিতে বলেছি। তারা দেয়নি। আমরা বিষয়টি দেখছি।’
এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, অভিযান চালানোর সময় আটক করার মতো কাউকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গত বুধবার রাত ১২টা থেকে ২টা থেকে পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী পুলিশের সহযোগিতায় প্রক্টরিয়াল বডির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
আবাসিক হল দুটি হলো সোহরাওয়ার্দী ও শাহ আমানত হল। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা, লোহার পাইপ, গুলতি, বঁটি, ছুরি, মদের খালি বোতল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে অর্থনীতি বিভাগের কনসার্টে প্রবেশ করাকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বিজয় ও সিএফসি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নিয়ে ইট পাটকেল ছোড়াছুড়ি করে। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জেরে পরদিন সন্ধ্যায় শহীদ আবদুর রব হলের ঝুপড়িতে বিজয় গ্রুপের এক সাবেক নেতাকে মারধর করে সিএফসির কর্মীরা। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পরলে আবারও দুই গ্রুপ দুই হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দুই পক্ষের মাঝখানে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুই দিনের মারামারির ঘটনায় আমরা রাতে দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছি। এ সময় বেডের নিচ থেকে বেশ কিছু ধারালো রামদা, কিরিচ, বটি ও লোহার রড উদ্ধার করেছি। তবে কাউকে আটক করা হয়নি।’ মারামারি ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, দুই দিনের মারামারির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা অভিযোগ দিতে বলেছি। তারা দেয়নি। আমরা বিষয়টি দেখছি।’
এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, অভিযান চালানোর সময় আটক করার মতো কাউকে পাওয়া যায়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে