নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে এক বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েছে চিনির দাম। তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই পণ্যের চাহিদাও কমেছে। এ জন্য ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে চিনি আমদানিকারকেরা ৫ লাখ ৭৫ হাজার ৮৭২ টন চিনি কম আমদানি করেছেন, যা শতকরা হিসাবে ২৪ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই-আগস্টে দেশের বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৭৮ থেকে ৮০ টাকা। অথচ চলতি বছরের একই সময়ে সেই চিনির দাম কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকা। যদিও বাস্তব চিত্র এর চেয়েও ভয়াবহ। বিভিন্ন সময়ে দাম বাড়ার পরও দেখা গেছে বাজার থেকে চিনি উধাও।
এনবিআরের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে ২৪ লাখ ২৪ হাজার ৪৮৪ টন চিনি আমদানি হয়েছে। অথচ ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৬১৩ টন। সরকার রাজস্ব আদায় করেছে ৪ হাজার ৫৯৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৪ হাজার ৭৬৪ কোটি টাকা। সেই হিসাবে বছরের ব্যবধানে চিনি আমদানির বিপরীতে রাজস্ব আদায় কমেছে ১৭০ কোটি টাকা। রাজস্ব কমার হার ৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, দেশে বছরে ১৮ থেকে ২০ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে ১ লাখ টনের মতো চিনি দেশে উৎপাদিত হয়। বাকি চিনি ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আমদানি করা হয়।
চিনির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ডলার সংকটে এলসি খুলতে না পারা, ডলারের বিনিময় মূল্যবৃদ্ধি এবং আমদানিতে শুল্ক এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়াকে দায়ী করছেন। তবে শুল্কহার কমলে কিংবা আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কোনো প্রভাব পড়তে দেখা যায় না।
জানা গেছে, বর্তমানে অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক নির্ধারিত আছে। এ ছাড়া নিয়ন্ত্রক শুল্ক (আরডি) ৩০ শতাংশ, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১৫ শতাংশ ও অগ্রিম আয়কর (এআইটি) ২ শতাংশ নির্ধারিত আছে। নিয়ন্ত্রক শুল্ক কমানো ও আমদানি শুল্ক তুলে দেওয়ার পরও বাজারে এর প্রভাব পড়েনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে এক বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েছে চিনির দাম। তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে এই পণ্যের চাহিদাও কমেছে। এ জন্য ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে চিনি আমদানিকারকেরা ৫ লাখ ৭৫ হাজার ৮৭২ টন চিনি কম আমদানি করেছেন, যা শতকরা হিসাবে ২৪ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই-আগস্টে দেশের বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৭৮ থেকে ৮০ টাকা। অথচ চলতি বছরের একই সময়ে সেই চিনির দাম কেজিপ্রতি ১৩০ থেকে ১৪০ টাকা। যদিও বাস্তব চিত্র এর চেয়েও ভয়াবহ। বিভিন্ন সময়ে দাম বাড়ার পরও দেখা গেছে বাজার থেকে চিনি উধাও।
এনবিআরের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে ২৪ লাখ ২৪ হাজার ৪৮৪ টন চিনি আমদানি হয়েছে। অথচ ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৬১৩ টন। সরকার রাজস্ব আদায় করেছে ৪ হাজার ৫৯৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৪ হাজার ৭৬৪ কোটি টাকা। সেই হিসাবে বছরের ব্যবধানে চিনি আমদানির বিপরীতে রাজস্ব আদায় কমেছে ১৭০ কোটি টাকা। রাজস্ব কমার হার ৪ শতাংশ।
তথ্য অনুযায়ী, দেশে বছরে ১৮ থেকে ২০ লাখ টন চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে ১ লাখ টনের মতো চিনি দেশে উৎপাদিত হয়। বাকি চিনি ভারত, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে আমদানি করা হয়।
চিনির দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে ডলার সংকটে এলসি খুলতে না পারা, ডলারের বিনিময় মূল্যবৃদ্ধি এবং আমদানিতে শুল্ক এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়াকে দায়ী করছেন। তবে শুল্কহার কমলে কিংবা আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কোনো প্রভাব পড়তে দেখা যায় না।
জানা গেছে, বর্তমানে অপরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির জন্য প্রতি টনে ৬ হাজার টাকা আমদানি শুল্ক নির্ধারিত আছে। এ ছাড়া নিয়ন্ত্রক শুল্ক (আরডি) ৩০ শতাংশ, মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১৫ শতাংশ ও অগ্রিম আয়কর (এআইটি) ২ শতাংশ নির্ধারিত আছে। নিয়ন্ত্রক শুল্ক কমানো ও আমদানি শুল্ক তুলে দেওয়ার পরও বাজারে এর প্রভাব পড়েনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে