কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেখানে থাকা উপকারভোগীরা। তাঁদের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়নের সময় জায়গাটি উঁচু করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনে প্রয়োজনীয় নালা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনে উপজেলা প্রশাসন হারাগাছ পৌর এলাকার মায়াবাজার ক্যানেলটারী এলাকায় ২২ উপকারভোগীর প্রত্যেককে দুই শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে দেয়। তবে ঘরগুলো নিচু জায়গায় বানানো নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি তুলেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, জায়গাটি উঁচু না করে ঘর তৈরি করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টির পানিতে এর বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন।
গতকাল বুধবার বিকেলে ক্যানেলটারী এলাকায় গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু ঘরে তিন ফুট পর্যন্ত পানি উঠেছে। সেখানকার অন্তত সাতটি পরিবারের সদস্যরা ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।প্রকল্পের বাসিন্দা আনিছুর রহমান জানান, অল্প বৃষ্টিতে ঘরে পানি ঢুকে গেছে। রান্নাঘর, যাতায়াতের রাস্তা, টিউবওয়েল, টয়লেট পানিতে ডুবে আছে।সাবানা নামের আরেক বাসিন্দা বলেন, ‘বৃষ্টিতে আমাদের ঘরের মধ্যে পানি এসে গেছে। পানিবন্দী হয়ে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের ভয়ে আছি।’
পারভীন নামের একজন জানান, তিনি ঘর ছেড়ে অন্যের বাড়িতে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন।
ক্যানেলটারী এলাকার বাসিন্দা জামরুল বলেন, প্রশাসন জানত জায়গাটি নিচু। নিচু এলাকা উঁচু করে ঘরগুলো নির্মাণ করা দরকার ছিল। কিন্তু ঘর নির্মাণের পর আশপাশ বালু দিয়ে উঁচু করা হয়। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন জলাবদ্ধতার জন্য পরিকল্পিত নালার ব্যবস্থা না থাকাকে দায়ী করেন। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া যে নালাগুলো রয়েছে, তা ময়লা-আবর্জনায় ভর্তি। ফলে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর থেকে পানি নিষ্কাশন হচ্ছে না।
এ বিষয়ে হারাগাছ পৌরসভার কাউন্সিলর নুরফুল ইসলাম সরা বলেন, পানি নিষ্কাশনের নালাগুলো অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় আশ্রয়ণ প্রকল্পসহ পুরো ক্যানেলটারী এলাকার মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হচ্ছে।
রংপুরের কাউনিয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সেখানে থাকা উপকারভোগীরা। তাঁদের অভিযোগ, প্রকল্পটি বাস্তবায়নের সময় জায়গাটি উঁচু করা হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, পানি নিষ্কাশনে প্রয়োজনীয় নালা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিহীনদের পুনর্বাসনে উপজেলা প্রশাসন হারাগাছ পৌর এলাকার মায়াবাজার ক্যানেলটারী এলাকায় ২২ উপকারভোগীর প্রত্যেককে দুই শতাংশ জমির ওপর পাকা ঘর নির্মাণ করে দেয়। তবে ঘরগুলো নিচু জায়গায় বানানো নিয়ে স্থানীয় লোকজন শুরু থেকেই আপত্তি তুলেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, জায়গাটি উঁচু না করে ঘর তৈরি করা হয়েছে। এ কারণে সামান্য বৃষ্টির পানিতে এর বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়ছেন।
গতকাল বুধবার বিকেলে ক্যানেলটারী এলাকায় গিয়ে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের বেশ কিছু ঘরে তিন ফুট পর্যন্ত পানি উঠেছে। সেখানকার অন্তত সাতটি পরিবারের সদস্যরা ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।প্রকল্পের বাসিন্দা আনিছুর রহমান জানান, অল্প বৃষ্টিতে ঘরে পানি ঢুকে গেছে। রান্নাঘর, যাতায়াতের রাস্তা, টিউবওয়েল, টয়লেট পানিতে ডুবে আছে।সাবানা নামের আরেক বাসিন্দা বলেন, ‘বৃষ্টিতে আমাদের ঘরের মধ্যে পানি এসে গেছে। পানিবন্দী হয়ে সাপ ও বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের ভয়ে আছি।’
পারভীন নামের একজন জানান, তিনি ঘর ছেড়ে অন্যের বাড়িতে সন্তানদের নিয়ে আশ্রয় নিয়েছেন।
ক্যানেলটারী এলাকার বাসিন্দা জামরুল বলেন, প্রশাসন জানত জায়গাটি নিচু। নিচু এলাকা উঁচু করে ঘরগুলো নির্মাণ করা দরকার ছিল। কিন্তু ঘর নির্মাণের পর আশপাশ বালু দিয়ে উঁচু করা হয়। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন জলাবদ্ধতার জন্য পরিকল্পিত নালার ব্যবস্থা না থাকাকে দায়ী করেন। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া যে নালাগুলো রয়েছে, তা ময়লা-আবর্জনায় ভর্তি। ফলে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর থেকে পানি নিষ্কাশন হচ্ছে না।
এ বিষয়ে হারাগাছ পৌরসভার কাউন্সিলর নুরফুল ইসলাম সরা বলেন, পানি নিষ্কাশনের নালাগুলো অবৈধভাবে দখল হয়ে যাওয়ায় আশ্রয়ণ প্রকল্পসহ পুরো ক্যানেলটারী এলাকার মানুষকে জলাবদ্ধতার দুর্ভোগে পড়তে হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে