মাহিদুল ইসলাম কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে ঢুকলে চোখে পড়বে ধলাই নদ। এর পাড়ঘেঁষে একটু সামনে গেলে দেখা যাবে লাল ইটের তৈরি এক দৃষ্টিনন্দন বহুতল ভবন। এ ভবনের স্থাপত্য নকশা করা হয়েছে মণিপুরী শাড়ির পাড়ের নকশা মৈরাং থেকে অনুপ্রাণিত হয়ে। যে ভবনটির কথা আমরা বলছি, সেটি মণিপুরী ললিতকলা একাডেমি। এই অঞ্চলের মণিপুরি জনগোষ্ঠীর সংস্কৃতিচর্চা ও বিকাশের জন্য তৈরি হয়েছে এটি। গত বছর নির্মিত নতুন ভবনে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও এই একাডেমির ইতিহাস কিন্তু বেশ পুরোনো।
১৯৭৬ সালে প্রথম মণিপুরি সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দীননাথ সিংহ মণিপুরিদের জন্য একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দাবি পেশ করেন গণভবনে।এরই পরিপ্রেক্ষিতে ১৯৭৭ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় মণিপুরী ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার অনুমোদন দেয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন কার্যকর হওয়ার পর ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি সে আইনের অধীনে পরিচালিত হচ্ছে। ২০২২ সালে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চারতলাবিশিষ্ট আধুনিক ললিতকলা একাডেমি, অতিথিশালা নির্মাণ করা হয়।
বর্তমানে মণিপুরী ললিতকলা একাডেমিতে চলমান প্রশিক্ষণের মধ্যে রয়েছে মণিপুরি নৃত্য, সাধারণ নৃত্য, মৃদঙ্গ প্রশিক্ষণ, তবলা প্রশিক্ষণ, সাধারণ সংগীত, মণিপুরি সংগীত, নাটক, কম্পিউটার, সেলাই, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা এবং তাঁত বয়ন। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এখানে স্বল্পমেয়াদি বিভিন্ন সার্টিফিকেট কোর্স চালু রয়েছে।
প্রতিষ্ঠানটির নামের মধ্যে ‘মণিপুরী’ শব্দটি থাকলেও এই প্রতিষ্ঠানে সাঁওতাল, গারো, লোহার, চা-শ্রমিক, শব্দকর, রবিদাশ, খাসি, ত্রিপুরা, মুন্ডা, ওঁরাওসহ ১৯টি জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত ২০১০ সালে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিল এই একাডেমির নাচের দল। এ ছাড়া ২০১৯ সালে ফ্রান্স সরকারের আমন্ত্রণে একাডেমির মৃদঙ্গ বাদক দল অংশগ্রহণ করে। সব মিলিয়ে এই এলাকার মানুষের গর্বের প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে মণিপুরী ললিতকলা একাডেমি।
মাধবপুর ইউনিয়নের মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। তিনি জানান, অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই একাডেমি আজ সিলেট অঞ্চলের সব নৃগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
নিয়মিত না হলেও একাডেমি থেকে মাঝে মাঝে প্রকাশিত হয় একটি ম্যাগাজিন। এ ব্যাপারে একাডেমির গবেষক প্রভাস কুমার সিংহের সঙ্গে কথা হয়। চলতি বছর নতুন ভবনে নতুনভাবে গবেষণার কাজ শুরু হবে বলে জানান তিনি।
খাসি জনগোষ্ঠীর সিলেট অঞ্চলের নেতা সুচিয়ান কডোর জানান, একাডেমির নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ার পর সবার মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। একাডেমির সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান, মণিপুরী ললিতকলা একাডেমিকে সরকার একটি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চেয়েছে। সেই লক্ষ্যেই কাজ করছে সবাই। কিছুদিন আগে প্রথমবারের মতো এখানে সাঁওতালদের সোহরাই উৎসব আয়োজন করা হয়েছিল। শব্দকরদের ধামাইল উৎসব, মণিপুরিদের বিষু উৎসব হয়েছে এই একাডেমির আয়োজনে।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে ঢুকলে চোখে পড়বে ধলাই নদ। এর পাড়ঘেঁষে একটু সামনে গেলে দেখা যাবে লাল ইটের তৈরি এক দৃষ্টিনন্দন বহুতল ভবন। এ ভবনের স্থাপত্য নকশা করা হয়েছে মণিপুরী শাড়ির পাড়ের নকশা মৈরাং থেকে অনুপ্রাণিত হয়ে। যে ভবনটির কথা আমরা বলছি, সেটি মণিপুরী ললিতকলা একাডেমি। এই অঞ্চলের মণিপুরি জনগোষ্ঠীর সংস্কৃতিচর্চা ও বিকাশের জন্য তৈরি হয়েছে এটি। গত বছর নির্মিত নতুন ভবনে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও এই একাডেমির ইতিহাস কিন্তু বেশ পুরোনো।
১৯৭৬ সালে প্রথম মণিপুরি সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দীননাথ সিংহ মণিপুরিদের জন্য একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের দাবি পেশ করেন গণভবনে।এরই পরিপ্রেক্ষিতে ১৯৭৭ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় মণিপুরী ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার অনুমোদন দেয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন কার্যকর হওয়ার পর ২০১০ সাল থেকে প্রতিষ্ঠানটি সে আইনের অধীনে পরিচালিত হচ্ছে। ২০২২ সালে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে চারতলাবিশিষ্ট আধুনিক ললিতকলা একাডেমি, অতিথিশালা নির্মাণ করা হয়।
বর্তমানে মণিপুরী ললিতকলা একাডেমিতে চলমান প্রশিক্ষণের মধ্যে রয়েছে মণিপুরি নৃত্য, সাধারণ নৃত্য, মৃদঙ্গ প্রশিক্ষণ, তবলা প্রশিক্ষণ, সাধারণ সংগীত, মণিপুরি সংগীত, নাটক, কম্পিউটার, সেলাই, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও বর্ণমালা এবং তাঁত বয়ন। নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি এখানে স্বল্পমেয়াদি বিভিন্ন সার্টিফিকেট কোর্স চালু রয়েছে।
প্রতিষ্ঠানটির নামের মধ্যে ‘মণিপুরী’ শব্দটি থাকলেও এই প্রতিষ্ঠানে সাঁওতাল, গারো, লোহার, চা-শ্রমিক, শব্দকর, রবিদাশ, খাসি, ত্রিপুরা, মুন্ডা, ওঁরাওসহ ১৯টি জনগোষ্ঠীর মানুষ বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত ২০১০ সালে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছিল এই একাডেমির নাচের দল। এ ছাড়া ২০১৯ সালে ফ্রান্স সরকারের আমন্ত্রণে একাডেমির মৃদঙ্গ বাদক দল অংশগ্রহণ করে। সব মিলিয়ে এই এলাকার মানুষের গর্বের প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে আছে মণিপুরী ললিতকলা একাডেমি।
মাধবপুর ইউনিয়নের মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ। তিনি জানান, অনেক চড়াই-উতরাই পেরিয়ে এই একাডেমি আজ সিলেট অঞ্চলের সব নৃগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
নিয়মিত না হলেও একাডেমি থেকে মাঝে মাঝে প্রকাশিত হয় একটি ম্যাগাজিন। এ ব্যাপারে একাডেমির গবেষক প্রভাস কুমার সিংহের সঙ্গে কথা হয়। চলতি বছর নতুন ভবনে নতুনভাবে গবেষণার কাজ শুরু হবে বলে জানান তিনি।
খাসি জনগোষ্ঠীর সিলেট অঞ্চলের নেতা সুচিয়ান কডোর জানান, একাডেমির নতুন ভবনে কার্যক্রম শুরু হওয়ার পর সবার মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। একাডেমির সার্বিক কার্যক্রম সম্পর্কে জানান, মণিপুরী ললিতকলা একাডেমিকে সরকার একটি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক ইনস্টিটিউশন হিসেবে গড়ে তুলতে চেয়েছে। সেই লক্ষ্যেই কাজ করছে সবাই। কিছুদিন আগে প্রথমবারের মতো এখানে সাঁওতালদের সোহরাই উৎসব আয়োজন করা হয়েছিল। শব্দকরদের ধামাইল উৎসব, মণিপুরিদের বিষু উৎসব হয়েছে এই একাডেমির আয়োজনে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে