আল-আমিন রাজু, ঢাকা
রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে গত বছরের ২৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় ঢাকা নগর পরিবহনের। শুরুর কয়েক মাস বেশ ঠিকঠাকই চলছিল। টিকিটের মাধ্যমে ভাড়া আদায়, নির্দিষ্ট কাউন্টারে যাত্রী ওঠানামা করানো—এমন সুষ্ঠু ব্যবস্থাপনায় আস্থা পেয়েছিলেন নগরবাসীও। কিন্তু ছয় মাস না পেরোতেই এই বাস কোম্পানির বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমিটারের রুটে মাত্র ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু করে নগর পরিবহন। বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা নগর পরিবহন কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এই বাস কোম্পানি।
টিকাটুলীর একটি কলেজের শিক্ষার্থী অমিত রায়। মোহাম্মদপুর থেকে নগর পরিবহনে করেই যাতায়াত করেন তিনি। যদিও আগে অন্য পরিবহনে যাতায়াতের অভিজ্ঞতা রয়েছে অমিতের। নগর পরিবহনের অভিজ্ঞতা জানিয়ে আজকের পত্রিকাকে অমিত বলেন, ‘শুরুর দিকে সেবার মান খুবই ভালো ছিল। টিকিট ছাড়া যাত্রী ওঠানো হতো না। তবে কয়েক মাস যেতেই টিকিট ছাড়া যাত্রী তুলতে দেখেছি।’
অমিত বলেন, ‘কাউন্টারের বাইরে যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এতে বাস গন্তব্যে পৌঁছাতেও দেরি করে। বাসে তোলার পর চালকেরাই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। ছোট বাসগুলোর চেয়ে বিআরটিসির ডাবল ডেকারে (নগর পরিবহনের আওতায় পরিচালিত) এ সমস্যা বেশি হচ্ছে।’
অভিযোগের সত্যতা যাচাই করতে বেশ কয়েক দিন যাত্রী হিসেবে নগর পরিবহনে যাতায়াত করেন এই প্রতিবেদক। এতে দেখা যায়, ছোট বাসগুলোতে বাসের চালকের সহকারী থাকলেও বিআরটিসির দোতলা বাসে কোনো সহকারী নেই। যে কারণে যাত্রী ওঠানামা করানোয় কোনো ধরনের চেকের মুখোমুখি হতে হয়নি। এতে অনেকেই টিকিট ছাড়া উঠছেন।
টিকিট ছাড়া যাত্রী তোলায় পিছিয়ে নেই ছোট বাসগুলোও। বাসচালকের সহকারীরা সুযোগ পেলেই বাসের দরজা খুলে কাউন্টার ছাড়াই যাত্রী তুলছেন। নগর পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৬৯৭৫ নম্বরের বাসে টিকিট ছাড়া যাত্রী তুলতে দেখা গেছে।
নগর পরিবহনকর্মীদের অনিয়ম দেখে অনেকেই প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদে চালক কিংবা সহকারী কারোরই কিছু যায় আসে না। নগর পরিবহনে নিয়মিত যাতায়াত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শাহিন আলম। তিনি বলেন, ‘নতুন বাস চালু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন যেখানে সেখানে যাত্রী ওঠানামা চলে। লোকাল বাসের মতোই হয়ে গেছে।’
নগর পরিবহনের এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্যসচিব নীলিমা আকতার বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
নগর পরিবহনে যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগর পরিবহন বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিবহন সার্ভিস পুরো পৃথিবীতে স্মার্ট ও টেকসই একটি ব্যবস্থা। তদারকির অভাবে সেবা ব্যাহত হলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। এভাবে চলতে থাকলে সড়কে বিশৃঙ্খলা কখনোই কমবে না।
রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে গত বছরের ২৬ ডিসেম্বর যাত্রা শুরু হয় ঢাকা নগর পরিবহনের। শুরুর কয়েক মাস বেশ ঠিকঠাকই চলছিল। টিকিটের মাধ্যমে ভাড়া আদায়, নির্দিষ্ট কাউন্টারে যাত্রী ওঠানামা করানো—এমন সুষ্ঠু ব্যবস্থাপনায় আস্থা পেয়েছিলেন নগরবাসীও। কিন্তু ছয় মাস না পেরোতেই এই বাস কোম্পানির বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।
গত বছরের ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ২১ কিলোমিটারের রুটে মাত্র ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু করে নগর পরিবহন। বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা নগর পরিবহন কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এই বাস কোম্পানি।
টিকাটুলীর একটি কলেজের শিক্ষার্থী অমিত রায়। মোহাম্মদপুর থেকে নগর পরিবহনে করেই যাতায়াত করেন তিনি। যদিও আগে অন্য পরিবহনে যাতায়াতের অভিজ্ঞতা রয়েছে অমিতের। নগর পরিবহনের অভিজ্ঞতা জানিয়ে আজকের পত্রিকাকে অমিত বলেন, ‘শুরুর দিকে সেবার মান খুবই ভালো ছিল। টিকিট ছাড়া যাত্রী ওঠানো হতো না। তবে কয়েক মাস যেতেই টিকিট ছাড়া যাত্রী তুলতে দেখেছি।’
অমিত বলেন, ‘কাউন্টারের বাইরে যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এতে বাস গন্তব্যে পৌঁছাতেও দেরি করে। বাসে তোলার পর চালকেরাই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। ছোট বাসগুলোর চেয়ে বিআরটিসির ডাবল ডেকারে (নগর পরিবহনের আওতায় পরিচালিত) এ সমস্যা বেশি হচ্ছে।’
অভিযোগের সত্যতা যাচাই করতে বেশ কয়েক দিন যাত্রী হিসেবে নগর পরিবহনে যাতায়াত করেন এই প্রতিবেদক। এতে দেখা যায়, ছোট বাসগুলোতে বাসের চালকের সহকারী থাকলেও বিআরটিসির দোতলা বাসে কোনো সহকারী নেই। যে কারণে যাত্রী ওঠানামা করানোয় কোনো ধরনের চেকের মুখোমুখি হতে হয়নি। এতে অনেকেই টিকিট ছাড়া উঠছেন।
টিকিট ছাড়া যাত্রী তোলায় পিছিয়ে নেই ছোট বাসগুলোও। বাসচালকের সহকারীরা সুযোগ পেলেই বাসের দরজা খুলে কাউন্টার ছাড়াই যাত্রী তুলছেন। নগর পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৬৯৭৫ নম্বরের বাসে টিকিট ছাড়া যাত্রী তুলতে দেখা গেছে।
নগর পরিবহনকর্মীদের অনিয়ম দেখে অনেকেই প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদে চালক কিংবা সহকারী কারোরই কিছু যায় আসে না। নগর পরিবহনে নিয়মিত যাতায়াত করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শাহিন আলম। তিনি বলেন, ‘নতুন বাস চালু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখন যেখানে সেখানে যাত্রী ওঠানামা চলে। লোকাল বাসের মতোই হয়ে গেছে।’
নগর পরিবহনের এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্যসচিব নীলিমা আকতার বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
নগর পরিবহনে যাত্রীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ কাজী মো. সাইফুন নেওয়াজ বলেন, পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নগর পরিবহন বা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক পরিবহন সার্ভিস পুরো পৃথিবীতে স্মার্ট ও টেকসই একটি ব্যবস্থা। তদারকির অভাবে সেবা ব্যাহত হলে সব পরিকল্পনা ভেস্তে যাবে। এভাবে চলতে থাকলে সড়কে বিশৃঙ্খলা কখনোই কমবে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে