নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা সমীচীন নয়।
চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে গতকাল আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব তালুকদার। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করতে এই সভার আয়োজন করা হয়।
মাহবুব তালুকদার বলেন, ‘আমাদের নতুন করে চিন্তা করতে হবে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) থেকে উদ্ধার হতে পারি কি না। আগামীতে যাঁরা নির্বাচন কমিশনে আসবেন, তাঁরা নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন।’ তিনি আরও বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ৩৬০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিভিন্ন পদে সব মিলিয়ে ১ হাজার ৬০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের আর মাত্র ৫৫ দিন মেয়াদ আছে। এরপর নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। তার আগে আমরা আমাদের দায়িত্বটা সুসম্পন্ন করতে চাই। বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর। তাই শেষ ভালোর মাধ্যমে আমরা আমাদের মেয়াদকে ভালোর মধ্যে আসতে চাই।’
দায়িত্ব পালনে এ কমিশন সফল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘এটি একেকজনের কাছে একেক রকম অনুভূতি। আমার অনুভূতি এক রকম, আমার অন্য সহকর্মীদের অনুভূতি আরেক রকম। আমাদের ব্যক্তিগত অনুভূতি এখানে মূল্যায়ন করা উচিত নয়। আমি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। তারা যেটা মনে করে, আমিও সেটাই মনে করি। এ বিষয়ে এককভাবে আমি কোনো বক্তব্য রাখতে চাই না।’
বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনকে উৎসাহিত করা সমীচীন নয়।
চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে গতকাল আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব তালুকদার। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করতে এই সভার আয়োজন করা হয়।
মাহবুব তালুকদার বলেন, ‘আমাদের নতুন করে চিন্তা করতে হবে নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) থেকে উদ্ধার হতে পারি কি না। আগামীতে যাঁরা নির্বাচন কমিশনে আসবেন, তাঁরা নিশ্চয়ই বিষয়টি ভেবে দেখবেন।’ তিনি আরও বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ৩৬০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিভিন্ন পদে সব মিলিয়ে ১ হাজার ৬০০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের আর মাত্র ৫৫ দিন মেয়াদ আছে। এরপর নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। তার আগে আমরা আমাদের দায়িত্বটা সুসম্পন্ন করতে চাই। বাংলায় একটা কথা আছে, শেষ ভালো যাঁর, সব ভালো তাঁর। তাই শেষ ভালোর মাধ্যমে আমরা আমাদের মেয়াদকে ভালোর মধ্যে আসতে চাই।’
দায়িত্ব পালনে এ কমিশন সফল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘এটি একেকজনের কাছে একেক রকম অনুভূতি। আমার অনুভূতি এক রকম, আমার অন্য সহকর্মীদের অনুভূতি আরেক রকম। আমাদের ব্যক্তিগত অনুভূতি এখানে মূল্যায়ন করা উচিত নয়। আমি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। তারা যেটা মনে করে, আমিও সেটাই মনে করি। এ বিষয়ে এককভাবে আমি কোনো বক্তব্য রাখতে চাই না।’
বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে