পাবনা প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। নদীর তীর ঘেঁষে বালু তোলার ফলে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
গত বুধবার বালু উত্তোলন করতে নিষেধ করায় তিন কৃষককে পিটিয়েছে বালু সিন্ডিকেটের সদস্যরা। ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে পাবনা ও কুষ্টিয়ার প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু তোলা হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভাঁড়ারা ইউনিয়নের চর কণ্ঠগজরা এলাকায় প্রকাশ্যে ১৫-২০টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই সঙ্গে পাবনার ভাঁড়ারা, দোগাছী, পাকশী, সুজানগর এবং কুষ্টিয়ার পাংশা, কুমারখালী, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে নেওয়ার জন্য এগুলো শতাধিক ট্রলারে বোঝাই হচ্ছে। প্রতিদিন অন্তত কোটি টাকার ওপর বালু উত্তোলন করা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
নদীতীরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘নৌকার ওপর অস্ত্র নিয়ে তারা বালু উত্তোলন করছে। বছরের পর বছর ধরে এই কাজ চলছে। আমরা ধারণা করেছিলাম, সরকার পতনের পর বালু উত্তোলন বন্ধ হবে। কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আর প্রতিবাদ করলেই আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ আরও কয়েকজন কৃষক জানান, বালু তোলার কারণে ভাঙনে তীরের কয়েক শ বিঘা ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। কিন্তু এসব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের সহযোগী আব্দুল আলিম এবং পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এ জন্য নৌ পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট মহলগুলোকে ম্যানেজ করে ফেলত এই সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ও তাঁর সহযোগী আব্দুল আলিমের এলাকায় দেখা যাচ্ছে না। তবে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এলাকায় রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই। আমার জড়িত থাকার বিষয়টি মিথ্যা।’
আবার নিজেদের জড়িত থাকার বিষয়টি মিথ্যা দাবি করে পাবনার নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘আমরা যখন অভিযানে যাই, তখন তারা পালিয়ে যায়। আমাদের জনবলও কম। তারপরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও অভিযান চালাব।’
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, ‘কোথায় কারা কীভাবে বালু উত্তোলন করছে আমাদের সঠিক তথ্য দিন। আমরা সেখানে অভিযান পরিচালনা করব।’
পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। ভিডিওসহ তথ্য দিন। আমরা অভিযান চালিয়ে প্রতিহত করব।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। নদীর তীর ঘেঁষে বালু তোলার ফলে তীব্র ভাঙন শুরু হয়েছে। এতে কৃষকদের ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।
গত বুধবার বালু উত্তোলন করতে নিষেধ করায় তিন কৃষককে পিটিয়েছে বালু সিন্ডিকেটের সদস্যরা। ভুক্তভোগী কৃষক ও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করে পাবনা ও কুষ্টিয়ার প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বালু তোলা হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ভাঁড়ারা ইউনিয়নের চর কণ্ঠগজরা এলাকায় প্রকাশ্যে ১৫-২০টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সেই সঙ্গে পাবনার ভাঁড়ারা, দোগাছী, পাকশী, সুজানগর এবং কুষ্টিয়ার পাংশা, কুমারখালী, রাজবাড়ীসহ বিভিন্ন স্থানে নেওয়ার জন্য এগুলো শতাধিক ট্রলারে বোঝাই হচ্ছে। প্রতিদিন অন্তত কোটি টাকার ওপর বালু উত্তোলন করা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
নদীতীরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, ‘নৌকার ওপর অস্ত্র নিয়ে তারা বালু উত্তোলন করছে। বছরের পর বছর ধরে এই কাজ চলছে। আমরা ধারণা করেছিলাম, সরকার পতনের পর বালু উত্তোলন বন্ধ হবে। কিন্তু প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আর প্রতিবাদ করলেই আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।’ আরও কয়েকজন কৃষক জানান, বালু তোলার কারণে ভাঙনে তীরের কয়েক শ বিঘা ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। কিন্তু এসব অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের সহযোগী আব্দুল আলিম এবং পাবনার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। এ জন্য নৌ পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্ট মহলগুলোকে ম্যানেজ করে ফেলত এই সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ও তাঁর সহযোগী আব্দুল আলিমের এলাকায় দেখা যাচ্ছে না। তবে ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান এলাকায় রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাবনার ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খান বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে আমি জড়িত নই। আমার জড়িত থাকার বিষয়টি মিথ্যা।’
আবার নিজেদের জড়িত থাকার বিষয়টি মিথ্যা দাবি করে পাবনার নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘আমরা যখন অভিযানে যাই, তখন তারা পালিয়ে যায়। আমাদের জনবলও কম। তারপরও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আবারও অভিযান চালাব।’
পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা বলেন, ‘কোথায় কারা কীভাবে বালু উত্তোলন করছে আমাদের সঠিক তথ্য দিন। আমরা সেখানে অভিযান পরিচালনা করব।’
পাবনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি জানা নেই। ভিডিওসহ তথ্য দিন। আমরা অভিযান চালিয়ে প্রতিহত করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে