বিনোদন ডেস্ক
রফিকুল আলম ও আবিদা সুলতানার ‘বর্ণমালা’
বাস্তবজীবনের জুটি কণ্ঠশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা একসঙ্গে খুব বেশি গান করেননি। প্রায় ১৫ বছর পর আবার একসঙ্গে গাইলেন তাঁরা। আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একসঙ্গে গাইলেন ৪৪ বছর পর। ‘বর্ণমালা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাকিবিল বারী, সুর ও সংগীত করেছেন অন্তু গোলন্দাজ। আজ সন্ধ্যা ৬টায় ‘এজি মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে গানটি। এ প্রসঙ্গে শিল্পী রফিকুল আলম বলেন, ‘আমাদের বিয়ের শুরুর দিকে, হয়তো সালটা ১৯৭৮ হবে, তখন ভাষা দিবস উপলক্ষে একটি গান করেছিলাম দুজন। “রক্ত শিমুল তপ্ত পলাশ” শিরোনামের গানটি লিখেছিলেন সৈয়দ শামসুল হুদা। আর আমরা একসঙ্গে ভাষা দিবসের গান করিনি। ৪৪ বছর পর আবার গাইলাম। গানটির কথা ও সুরে অনেক আবেগ। গাইতেও ভালো লেগেছে।’
সুমন-আসিফের ‘একুশে ফেব্রুয়ারির ডাক’
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন আসিফ আকবর। প্রখ্যাত সংগীতজ্ঞ কবীর সুমনের কথা ও সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি দুই দিন আগে আর্ব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসিফ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝে মাঝেই তাঁকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কী রকম গায়কী আমার চাই। অ্যারেঞ্জমেন্টের আইডিয়াও দিয়েছি কয়েকবার। আসিফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি।’ আসিফ আকবর বলেন, ‘কবীর সুমনের মতো বড় মাপের সংগীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। আমার গায়কীর প্রতি তাঁর আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।’
হোমায়েরা বশির ও রাজা বশিরের ‘বাংলা আমার ভাষা’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির নিয়ে আসছেন ভাষার গান ও গানচিত্র। গানের শিরোনাম ‘বাংলা আমার ভাষা, বাংলা মায়ের ভাষা’। গানের ভিডিওর শুটিং হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
গানের কথা লিখেছেন গুলশান হাবিব রাজীব। সুর, সংগীত আয়োজন ও ভিডিও নির্মাতা রাজা বশির। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী হোমায়েরা বশির ও রাজা বশির। কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ ও মীনা বশিরের প্রতিষ্ঠিত ‘সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল একাডেমির পাঁচ শিক্ষার্থী—আহনাফ, রূপন্তি, স্নেহা, নুসাইবা ও সারগাম।
গানটি ‘সারগাম সাউন্ড স্টেশন’ ইউটিউব চ্যানেল থেকে আজ প্রকাশ হচ্ছে।
রফিকুল আলম ও আবিদা সুলতানার ‘বর্ণমালা’
বাস্তবজীবনের জুটি কণ্ঠশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা একসঙ্গে খুব বেশি গান করেননি। প্রায় ১৫ বছর পর আবার একসঙ্গে গাইলেন তাঁরা। আর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একসঙ্গে গাইলেন ৪৪ বছর পর। ‘বর্ণমালা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রাকিবিল বারী, সুর ও সংগীত করেছেন অন্তু গোলন্দাজ। আজ সন্ধ্যা ৬টায় ‘এজি মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে গানটি। এ প্রসঙ্গে শিল্পী রফিকুল আলম বলেন, ‘আমাদের বিয়ের শুরুর দিকে, হয়তো সালটা ১৯৭৮ হবে, তখন ভাষা দিবস উপলক্ষে একটি গান করেছিলাম দুজন। “রক্ত শিমুল তপ্ত পলাশ” শিরোনামের গানটি লিখেছিলেন সৈয়দ শামসুল হুদা। আর আমরা একসঙ্গে ভাষা দিবসের গান করিনি। ৪৪ বছর পর আবার গাইলাম। গানটির কথা ও সুরে অনেক আবেগ। গাইতেও ভালো লেগেছে।’
সুমন-আসিফের ‘একুশে ফেব্রুয়ারির ডাক’
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন আসিফ আকবর। প্রখ্যাত সংগীতজ্ঞ কবীর সুমনের কথা ও সুরে ‘একুশে ফেব্রুয়ারির ডাক’ শিরোনামের গানটি দুই দিন আগে আর্ব এন্টারটেইনমেন্টের প্রযোজনায় আসিফ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এ প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘আমার জীবন সায়াহ্নে আসিফ আকবর উপযুক্ত সম্মান দিয়ে আমার লেখা, সুর করা গান চেয়ে নিয়েছেন। মাঝে মাঝেই তাঁকে হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে জানিয়েছি কী রকম গায়কী আমার চাই। অ্যারেঞ্জমেন্টের আইডিয়াও দিয়েছি কয়েকবার। আসিফ গাইবেন বলেই গান লিখেছি, সুর করেছি আমি।’ আসিফ আকবর বলেন, ‘কবীর সুমনের মতো বড় মাপের সংগীতজ্ঞ আমার জন্য গান তৈরি করছেন, এটাই আমার জন্য বড় পাওয়া। আমার গায়কীর প্রতি তাঁর আস্থা দেখে গান করার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।’
হোমায়েরা বশির ও রাজা বশিরের ‘বাংলা আমার ভাষা’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদের সন্তান হোমায়েরা বশির ও রাজা বশির নিয়ে আসছেন ভাষার গান ও গানচিত্র। গানের শিরোনাম ‘বাংলা আমার ভাষা, বাংলা মায়ের ভাষা’। গানের ভিডিওর শুটিং হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
গানের কথা লিখেছেন গুলশান হাবিব রাজীব। সুর, সংগীত আয়োজন ও ভিডিও নির্মাতা রাজা বশির। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী হোমায়েরা বশির ও রাজা বশির। কোরাস অংশে কণ্ঠ দিয়েছেন বশির আহমেদ ও মীনা বশিরের প্রতিষ্ঠিত ‘সারগাম ইন্টারন্যাশনাল মিউজিক্যাল একাডেমির পাঁচ শিক্ষার্থী—আহনাফ, রূপন্তি, স্নেহা, নুসাইবা ও সারগাম।
গানটি ‘সারগাম সাউন্ড স্টেশন’ ইউটিউব চ্যানেল থেকে আজ প্রকাশ হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে