তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে শিক্ষা উপকরণের ওপর। হঠাৎ করে বই, খাতা, কলমসহ স্টেশনারি সামগ্রীর দাম প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মুণ্ডুমালা পৌর শহরসহ বেশ কিছু স্থানের কয়েকটি স্টেশনারি দোকান ঘুরে দেখা গেছে, ৩০-৩৫ টাকার ব্যবহারিক খাতা এখন ৫০ টাকা, ৬০ টাকার খাতা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ৩০০ পৃষ্ঠার খাতার দাম ৫০ থেকে বেড়ে ৬৫-৭০ টাকা, ১২০ পৃষ্ঠার খাতা ৩০ থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, কালার পেপার রিমের দাম ৩২০ থেকে বেড়ে ৪০০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০০ পৃষ্ঠার রেজিস্ট্রার খাতা ১২০ থেকে বেড়ে ১৪০-১৫০ টাকা, ৫০০ পৃষ্ঠার ১৮০ থেকে ২০০-২২০ টাকায় কিনতে হচ্ছে। কলমের দাম ডজনপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এ ছাড়া মার্কার, মিনি ফাইল, জিপার ফাইল, জ্যামিতি বক্স, প্লাস্টিক ও স্টিলের স্কেলসহ ক্যালকুলেটরও বেশি দামে বিক্রি হচ্ছে।
তানোর সদরের কলেজ গেটের ফটোকপি দোকানি সাইফুল ইসলাম বলেন, কালি ও কাগজের দাম বেড়ে যাওয়ায় ফটোকপির দাম বেড়েছে। আগে প্রতি কপি ফটোকপি করতে এক টাকা নিতেন তিনি। তা এখন দুই থেকে তিন টাকা নিতে হচ্ছে।
ওই ফটোকপি দোকানে কথা হয় অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিমুজ্জামান ও কৌশিকের সঙ্গে। তারা জানায়, পড়াশোনার জন্য বিভিন্ন বই ও নোট ফটোকপি করতে হয়। গত ১৫ দিনে ফটোকপি ব্যয়ও বেড়েছে।
সদরের গোল্লাপাড়া বাজারের তকদীর প্রেসের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, কাগজ ছাড়াও ছাপাখানার সঙ্গে কেমিক্যালসহ সংশ্লিষ্ট সব উপকরণের দাম বেড়েছে। তবে হঠাৎ করে এভাবে দাম বাড়ার নজির নেই।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির তানোর উপজেলা শাখার সভাপতি জুবায়ের ইসলাম বলেন, কাগজের দামের প্রভাব বই ও খাতার ওপরে পড়ছে। কাগজের দাম বাড়ার অন্যতম আরেকটি কারণ মিল সিন্ডিকেট। তারা বাজারে সংকট দেখিয়ে দাম বাড়ায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, শিক্ষাসামগ্রীর মূল্য বৃদ্ধির ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে। এটি যদি ব্যবসায়ীদের কারসাজি হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রাজশাহীর তানোরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে শিক্ষা উপকরণের ওপর। হঠাৎ করে বই, খাতা, কলমসহ স্টেশনারি সামগ্রীর দাম প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মুণ্ডুমালা পৌর শহরসহ বেশ কিছু স্থানের কয়েকটি স্টেশনারি দোকান ঘুরে দেখা গেছে, ৩০-৩৫ টাকার ব্যবহারিক খাতা এখন ৫০ টাকা, ৬০ টাকার খাতা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ৩০০ পৃষ্ঠার খাতার দাম ৫০ থেকে বেড়ে ৬৫-৭০ টাকা, ১২০ পৃষ্ঠার খাতা ৩০ থেকে বেড়ে ৩৫-৪০ টাকা, কালার পেপার রিমের দাম ৩২০ থেকে বেড়ে ৪০০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০০ পৃষ্ঠার রেজিস্ট্রার খাতা ১২০ থেকে বেড়ে ১৪০-১৫০ টাকা, ৫০০ পৃষ্ঠার ১৮০ থেকে ২০০-২২০ টাকায় কিনতে হচ্ছে। কলমের দাম ডজনপ্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। এ ছাড়া মার্কার, মিনি ফাইল, জিপার ফাইল, জ্যামিতি বক্স, প্লাস্টিক ও স্টিলের স্কেলসহ ক্যালকুলেটরও বেশি দামে বিক্রি হচ্ছে।
তানোর সদরের কলেজ গেটের ফটোকপি দোকানি সাইফুল ইসলাম বলেন, কালি ও কাগজের দাম বেড়ে যাওয়ায় ফটোকপির দাম বেড়েছে। আগে প্রতি কপি ফটোকপি করতে এক টাকা নিতেন তিনি। তা এখন দুই থেকে তিন টাকা নিতে হচ্ছে।
ওই ফটোকপি দোকানে কথা হয় অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিমুজ্জামান ও কৌশিকের সঙ্গে। তারা জানায়, পড়াশোনার জন্য বিভিন্ন বই ও নোট ফটোকপি করতে হয়। গত ১৫ দিনে ফটোকপি ব্যয়ও বেড়েছে।
সদরের গোল্লাপাড়া বাজারের তকদীর প্রেসের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, কাগজ ছাড়াও ছাপাখানার সঙ্গে কেমিক্যালসহ সংশ্লিষ্ট সব উপকরণের দাম বেড়েছে। তবে হঠাৎ করে এভাবে দাম বাড়ার নজির নেই।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির তানোর উপজেলা শাখার সভাপতি জুবায়ের ইসলাম বলেন, কাগজের দামের প্রভাব বই ও খাতার ওপরে পড়ছে। কাগজের দাম বাড়ার অন্যতম আরেকটি কারণ মিল সিন্ডিকেট। তারা বাজারে সংকট দেখিয়ে দাম বাড়ায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, শিক্ষাসামগ্রীর মূল্য বৃদ্ধির ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে। এটি যদি ব্যবসায়ীদের কারসাজি হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে