রেজিস্ট্রারের অপসারণ দাবিতে দপ্তরে তালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০৭: ১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণের দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা রেজিস্ট্রার দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন।

রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে গত বুধবার সন্ধ্যায় রেজিস্ট্রার কার্যালয়ে জড়ো হয়ে প্রধান ফটকে তালা দিয়ে দেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার 
সন্ধ্যা পর্যন্ত দপ্তরটিতে তালা লাগানো ছিল।

কুবি রেজিস্ট্রারের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতিবঞ্চিত করা, বিএনপি-জামায়াত পন্থীদের সুবিধা প্রদান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগে দুর্নীতিসহ নানা অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা।

এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রেজিস্ট্রার দপ্তরের সামনে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা আবার জড়ো হন। এ সময় তাঁদের ‘এক দফা এক দাবি, রেজিস্ট্রারের পদত্যাগ চাই’, ‘রেজিস্ট্রারের পদত্যাগ, দিতে হবে দিয়ে দাও’—সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ৷

এ সময় অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতি, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমান রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের তাঁর স্বপদে ফিরে গেলেই তো ঝামেলা মিটে যায়। সরকার তাঁকে নিয়োগ দিয়েছেন অধ্যাপনার জন্য। কিন্তু দায়িত্ব পালন করছেন কর্মকর্তার। যা সরকারের অর্থের অপচয়।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত