আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে আবার কনটেইনার-জট তৈরি হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গত বুধবার পর্যন্ত ৪৩ হাজার ৭২৪ টিইইউস কনটেইনার চট্টগ্রাম বন্দরে জমা হয়েছে, যা বন্দরের স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। এ ছাড়া কনটেইনারবাহী ১২টি জাহাজ বন্দরে কনটেইনার খালাসের জন্য বহির্নোঙরে অপেক্ষা করছে। বন্দর থেকে দ্রুত পণ্য খালাস না করলে আগামীতে বন্দরে কনটেইনার-জট ভয়াবহ রূপ নেবে।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কনটেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার ১৮ টিইইউস। স্বাভাবিক সময়ে বন্দরে কনটেইনার থাকে প্রায় ৩৫-৩৬ হাজার। তবে বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখতে ধারণক্ষমতার চেয়ে ১৫ শতাংশ জায়গা খালি রাখতে হয়। সেই হিসাবে বন্দরে ৪১ হাজার ৬৬৫ টিইইউস কনটেইনার থাকলেই সেটিকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু ৭ মে সকাল ৮টা পর্যন্ত কনটেইনারের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৯২০ টিইইউস। ৮ মে সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে মোট ৪২ হাজার ৮০০ টিইইউস কনটেইনার জমা হয়েছে। ৯ মে বন্দরে কনটেইনার ছিল ৪৪ হাজার ৬২৮টি, এদিন কনটেইনার ডেলিভারি হয়েছিল ২ হাজার ৭৮১টি। ১০ মে কনটেইনার ছিল ৪৪ হাজার ৭৪৯টি, এদিন কনটেইনার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ৬২১টি। ১১ মে কনটেইনার ছিল ৪৩ হাজার ৭২৪টি, এদিন কনটেইনার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ৭৯৯টি। ইতোমধ্যে কনটেইনারের সংখ্যা স্বাভাবিক সংখ্যার পরিমাণকে ছাড়িয়ে গেছে। গত বুধবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরে স্বাভাবিকের চেয়ে প্রায় ২ হাজার ৫৯ টিইইউস কনটেইনার বেশি জমা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে প্রায় ৫ শতাংশ বেশি জায়গা কনটেইনারে ভর্তি হয়ে গেছে।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি এবং হ্যান্ডলিংয়ে আগের দিন সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত সময় হিসাব ধরে দিন নির্ধারণ করা হয়। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, কনটেইনার ডেলিভারি অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি ছিল বন্দরের। কিন্তু আমদানিকারকেরা ডেলিভারি না নেওয়ায় ডেলিভারি হয়নি। তবে ডেলিভারির পরিমাণ কমে গেলেও জেটিতে জাহাজে পণ্য ওঠা স্বাভাবিক ছিল।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল বন্দরে কনটেইনার ডেলিভারি হয় ৫ হাজার ১৫৬ টিইইউস। এদিন ইয়ার্ডে কনটেইনার ছিল ৩৫ হাজার ৯৯৩ টিইইউস। এর পর থেকে ক্রমেই কমতে থাকে ডেলিভারির সংখ্যা। এক দিনের ব্যবধানে ৩০ এপ্রিল ডেলিভারি কমে যায় ১ হাজার ৮৫১ টিইইউস। এদিন ডেলিভারি হয় ৩ হাজার ৩০৫ টিইইউস। ১ মে ২ হাজার ৯৭২ টিইইউস, ২ মে ১ হাজার ৬৮ টিইইউস, ৩ মে ২২৭ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়। ৪ এপ্রিল কোনো কনটেইনার ডেলিভারি কিংবা হ্যান্ডলিং হয়নি। ৫ মে ৭০৫ টিইইউস, ৬ মে ১ হাজার ৯২ টিইইউস, ৭ মে ১ হাজার ৫১২ টিইইউস হ্যান্ডলিং ডেলিভারি হয়। গত ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কনটেইনার ছিল ৪২ হাজার ৯২০ টিইইউস। ৮ মে সকাল পর্যন্ত ৪২ হাজার ৮০০ কনটেইনার বন্দরের ইয়ার্ডে জমা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দাবি করেন, এখনো কনটেইনার-জট হয়নি। এখনো বন্দরের ইয়ার্ডে ১০ হাজার কনটেইনার রাখা যাবে। বন্দর সচিব আশা করেন, এই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে ঈদের ছুটি শুরু হওয়ার আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের ছুটিকালীন এবং তার পরবর্তী সময়ে বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টাই চালু থাকবে। সব আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসহ বন্দরসংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে ঈদের ছুটির সময় তাদের পণ্য ডেলিভারি নেওয়ার জন্য ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছিল।
এ ছাড়া চট্টগ্রাম কাস্টম হাউসের পাঁচজন ডেপুটি কমিশনার এবং একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সাতজন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারীকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন শুল্কায়নের দায়িত্ব দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এত কিছুর পরও চট্টগ্রাম বন্দর থেকে আশানুরূপ পণ্য খালাস নেননি আমদানিকারকেরা।
এদিকে চট্টগ্রাম বন্দরের মতো বেসরকারি আইসিডিগুলোতেও আমদানি পণ্য ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। তবে রপ্তানি পণ্য জাহাজীকরণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার। জানা গেছে, খাদ্যপণ্যসহ ৩৮ ধরনের পণ্য ডেলিভারি হয় আইসিডি থেকে। প্রসঙ্গত, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বাংলাদেশে যে পরিমাণ কনটেইনার পরিবহন হয়, তার ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর ব্যবহার করে হয়।
ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে আবার কনটেইনার-জট তৈরি হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গত বুধবার পর্যন্ত ৪৩ হাজার ৭২৪ টিইইউস কনটেইনার চট্টগ্রাম বন্দরে জমা হয়েছে, যা বন্দরের স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি। এ ছাড়া কনটেইনারবাহী ১২টি জাহাজ বন্দরে কনটেইনার খালাসের জন্য বহির্নোঙরে অপেক্ষা করছে। বন্দর থেকে দ্রুত পণ্য খালাস না করলে আগামীতে বন্দরে কনটেইনার-জট ভয়াবহ রূপ নেবে।
চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে কনটেইনার ধারণক্ষমতা ৪৯ হাজার ১৮ টিইইউস। স্বাভাবিক সময়ে বন্দরে কনটেইনার থাকে প্রায় ৩৫-৩৬ হাজার। তবে বন্দরের অপারেশনাল কার্যক্রম সচল রাখতে ধারণক্ষমতার চেয়ে ১৫ শতাংশ জায়গা খালি রাখতে হয়। সেই হিসাবে বন্দরে ৪১ হাজার ৬৬৫ টিইইউস কনটেইনার থাকলেই সেটিকে স্বাভাবিক ধরা হয়। কিন্তু ৭ মে সকাল ৮টা পর্যন্ত কনটেইনারের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৯২০ টিইইউস। ৮ মে সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে মোট ৪২ হাজার ৮০০ টিইইউস কনটেইনার জমা হয়েছে। ৯ মে বন্দরে কনটেইনার ছিল ৪৪ হাজার ৬২৮টি, এদিন কনটেইনার ডেলিভারি হয়েছিল ২ হাজার ৭৮১টি। ১০ মে কনটেইনার ছিল ৪৪ হাজার ৭৪৯টি, এদিন কনটেইনার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ৬২১টি। ১১ মে কনটেইনার ছিল ৪৩ হাজার ৭২৪টি, এদিন কনটেইনার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ৭৯৯টি। ইতোমধ্যে কনটেইনারের সংখ্যা স্বাভাবিক সংখ্যার পরিমাণকে ছাড়িয়ে গেছে। গত বুধবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরে স্বাভাবিকের চেয়ে প্রায় ২ হাজার ৫৯ টিইইউস কনটেইনার বেশি জমা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে প্রায় ৫ শতাংশ বেশি জায়গা কনটেইনারে ভর্তি হয়ে গেছে।
চট্টগ্রাম বন্দরে কনটেইনার ডেলিভারি এবং হ্যান্ডলিংয়ে আগের দিন সকাল ৮টা থেকে পরবর্তী দিন সকাল ৮টা পর্যন্ত সময় হিসাব ধরে দিন নির্ধারণ করা হয়। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, কনটেইনার ডেলিভারি অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি ছিল বন্দরের। কিন্তু আমদানিকারকেরা ডেলিভারি না নেওয়ায় ডেলিভারি হয়নি। তবে ডেলিভারির পরিমাণ কমে গেলেও জেটিতে জাহাজে পণ্য ওঠা স্বাভাবিক ছিল।
চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, গত ২৯ এপ্রিল বন্দরে কনটেইনার ডেলিভারি হয় ৫ হাজার ১৫৬ টিইইউস। এদিন ইয়ার্ডে কনটেইনার ছিল ৩৫ হাজার ৯৯৩ টিইইউস। এর পর থেকে ক্রমেই কমতে থাকে ডেলিভারির সংখ্যা। এক দিনের ব্যবধানে ৩০ এপ্রিল ডেলিভারি কমে যায় ১ হাজার ৮৫১ টিইইউস। এদিন ডেলিভারি হয় ৩ হাজার ৩০৫ টিইইউস। ১ মে ২ হাজার ৯৭২ টিইইউস, ২ মে ১ হাজার ৬৮ টিইইউস, ৩ মে ২২৭ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়। ৪ এপ্রিল কোনো কনটেইনার ডেলিভারি কিংবা হ্যান্ডলিং হয়নি। ৫ মে ৭০৫ টিইইউস, ৬ মে ১ হাজার ৯২ টিইইউস, ৭ মে ১ হাজার ৫১২ টিইইউস হ্যান্ডলিং ডেলিভারি হয়। গত ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কনটেইনার ছিল ৪২ হাজার ৯২০ টিইইউস। ৮ মে সকাল পর্যন্ত ৪২ হাজার ৮০০ কনটেইনার বন্দরের ইয়ার্ডে জমা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক দাবি করেন, এখনো কনটেইনার-জট হয়নি। এখনো বন্দরের ইয়ার্ডে ১০ হাজার কনটেইনার রাখা যাবে। বন্দর সচিব আশা করেন, এই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে ঈদের ছুটি শুরু হওয়ার আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদুল ফিতরের ছুটিকালীন এবং তার পরবর্তী সময়ে বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টাই চালু থাকবে। সব আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসহ বন্দরসংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে ঈদের ছুটির সময় তাদের পণ্য ডেলিভারি নেওয়ার জন্য ওই বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছিল।
এ ছাড়া চট্টগ্রাম কাস্টম হাউসের পাঁচজন ডেপুটি কমিশনার এবং একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সাতজন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারীকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন শুল্কায়নের দায়িত্ব দেয় কাস্টমস কর্তৃপক্ষ। এত কিছুর পরও চট্টগ্রাম বন্দর থেকে আশানুরূপ পণ্য খালাস নেননি আমদানিকারকেরা।
এদিকে চট্টগ্রাম বন্দরের মতো বেসরকারি আইসিডিগুলোতেও আমদানি পণ্য ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। তবে রপ্তানি পণ্য জাহাজীকরণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার। জানা গেছে, খাদ্যপণ্যসহ ৩৮ ধরনের পণ্য ডেলিভারি হয় আইসিডি থেকে। প্রসঙ্গত, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ সম্পন্ন হয় প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। বাংলাদেশে যে পরিমাণ কনটেইনার পরিবহন হয়, তার ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর ব্যবহার করে হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে