রাঙামাটি প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে। মুখে যত কথাই বলুক, যথাসময়ে বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন মোশাররফ।
মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন। এই কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সরকারপ্রধান সরকার চালাবে আর নির্বাচন কমিশন তার নির্বাচন পরিচালনা করবে। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ তিন পার্বত্য আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মোশাররফ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শ্রীলঙ্কা পর্যটন খাত ও কৃষি খাতের ওপর নির্ভরশীল। করোনার কারণে এ দুটি খাতে বিপর্যয় নেমে আসায় শ্রীলঙ্কার এ পরিণতি হয়েছে। কিন্তু বাংলাদেশ কৃষি খাত, শিল্প খাত এবং বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নির্ভরশীল। করোনার মাঝেও এ খাতগুলো সচল ছিল। এ ছাড়া বাংলাদেশে যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে, এগুলোতে বিনিয়োগ শেষ। এখন শুধু আয় আসবে। যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না।’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বিএনপি পাকিস্তানের অ্যাজেন্ডা বাস্তবায়ন করে। বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি করা দল। এরা পাকিস্তানকে ভালোবাসে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন অনেক এগিয়ে। বাংলাদেশের টাকার মান পাকিস্তানের রুপির মানের চেয়ে দ্বিগুণ। বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই এগিয়ে যাওয়া বিএনপির সহ্য হয় না।’
আওয়ামী লীগের দল গঠন নিয়ে হানিফ আরও বলেন, ‘যেসব নেতা পচা গন্ধ ছড়ায়, তাদের ত্যাগ করুন। যারা সুগন্ধি ছড়ায়, তাদের খুঁজে খুঁজে দল গঠন করে শক্তিশালী করুন।’
সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক দেন দলীয় নেতারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হবে। মুখে যত কথাই বলুক, যথাসময়ে বিএনপি-জামায়াত নির্বাচনে আসবে। বলেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গতকাল মঙ্গলবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন মোশাররফ।
মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন। এই কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সরকারপ্রধান সরকার চালাবে আর নির্বাচন কমিশন তার নির্বাচন পরিচালনা করবে। এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।’ তিন পার্বত্য আসনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার জন্য দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মোশাররফ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘শ্রীলঙ্কা পর্যটন খাত ও কৃষি খাতের ওপর নির্ভরশীল। করোনার কারণে এ দুটি খাতে বিপর্যয় নেমে আসায় শ্রীলঙ্কার এ পরিণতি হয়েছে। কিন্তু বাংলাদেশ কৃষি খাত, শিল্প খাত এবং বৈদেশিক মুদ্রা আয়ের ওপর নির্ভরশীল। করোনার মাঝেও এ খাতগুলো সচল ছিল। এ ছাড়া বাংলাদেশে যেসব মেগা প্রকল্প নেওয়া হয়েছে, এগুলোতে বিনিয়োগ শেষ। এখন শুধু আয় আসবে। যার কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না।’
মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘বিএনপি পাকিস্তানের অ্যাজেন্ডা বাস্তবায়ন করে। বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সৃষ্টি করা দল। এরা পাকিস্তানকে ভালোবাসে। বাংলাদেশ পাকিস্তানের চেয়ে এখন অনেক এগিয়ে। বাংলাদেশের টাকার মান পাকিস্তানের রুপির মানের চেয়ে দ্বিগুণ। বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এই এগিয়ে যাওয়া বিএনপির সহ্য হয় না।’
আওয়ামী লীগের দল গঠন নিয়ে হানিফ আরও বলেন, ‘যেসব নেতা পচা গন্ধ ছড়ায়, তাদের ত্যাগ করুন। যারা সুগন্ধি ছড়ায়, তাদের খুঁজে খুঁজে দল গঠন করে শক্তিশালী করুন।’
সম্মেলনে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে বঙ্গবন্ধুর অস্থায়ী ম্যুরালে পুষ্পস্তবক দেন দলীয় নেতারা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে