রাজশাহী প্রতিনিধি
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে আবারও দেখা দিয়েছে নমুনাজট। এখন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর ওই দিনই আর ফল পাওয়া যাচ্ছে না। ফল জানতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এক থেকে দুদিন। জরুরি প্রয়োজনে নমুনা পরীক্ষা করতে দিয়েও ফল না পাওয়ায় ভোগান্তি হচ্ছে মানুষের।
গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নমুনার চাপ ছিল না। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর আবার নমুনাজট দেখা দিল। এর আগে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার সময়ে নমুনা জট দেখা দিয়েছিল।
রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব রয়েছে দুটি। এর একটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে। অন্য ল্যাবটি রামেক হাসপাতালে। রামেকে পিসিআর মেশিন রয়েছে তিনটি। হাসপাতালে আছে একটি। চারটি মেশিনের দুটি চলছে। কলেজের অন্য দুটি মেশিনের মধ্যে একটি প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে চালুই হয়নি। আরেকটা আগে চললেও এখন সরঞ্জামাদির অভাবে বন্ধ রয়েছে। এখানে একটি মেশিন অবিরাম নমুনা পরীক্ষা করে যাচ্ছে। তিন শিফটে মেশিনটিতে দিনে ২৮২টি পর্যন্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে। চাপ সামলাতে কোনো কোনো দিন চার শিফটও চালানো হয় মেশিনটি। অথচ রামেক হাসপাতালের মেশিনটিতে এক শিফটে মাত্র ৯৪টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপর বিশ্রাম পাচ্ছে মেশিনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের ল্যাবে শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ভর্তি না থাকা কারও এখানে নমুনা পরীক্ষার সুযোগ নেই। আগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগ রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালের ল্যাবে পরীক্ষা করাত। এখন রাসিকও নমুনা নিয়ে যাচ্ছে কলেজে। পাশাপাশি বিভাগের অন্য কয়েকটি জেলা থেকেও এখানে নমুনা আসছে। এ ছাড়া বিদেশগামীদের নমুনা কলেজে পরীক্ষা করায় সিভিল সার্জনের কার্যালয়। কলেজের পক্ষ থেকেও রাজশাহীর সাধারণ মানুষের নমুনা সংগ্রহ করা হয়। এই চারদিকের নমুনার কারণে কলেজের ল্যাবে চাপ বেড়ে গেছে। দেখা দিয়েছে নমুনাজট।
গত শনিবার ২৬৪টি নমুনা কলেজের ল্যাবে ছিল পরীক্ষার অপেক্ষায়। রোববার ছিল ২০৬টি। সোমবার এসব নমুনা পরীক্ষা শুরু হয়। আর সোমবার যেসব নমুনা সংগ্রহ হয়, সেগুলো মঙ্গলবার পরীক্ষা করার কথা। তবে পরীক্ষায় অগ্রাধিকার পায় বিদেশগামীদের নমুনা। জরুরি বলে যেদিন সংগ্রহ, সেদিনই পরীক্ষা করা হয় তাদের নমুনা। ফলে অন্য নমুনার ক্ষেত্রে জট লেগে যাচ্ছে।
দুই ল্যাবে খোঁজ নিয়ে জানা গেছে, একটি মেশিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করতে পারে। সবশেষ রোববার চার শিফটে কলেজের ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন হাসপাতাল ল্যাবে মাত্র ৯২টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন শনিবার কলেজের ল্যাবে ২১০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এদিন হাসপাতালের মেশিনে পরীক্ষা হয় ৯১টি। গত শুক্রবার কলেজে ১৫৯টি নমুনা পরীক্ষা হলেও হাসপাতালে কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের ল্যাবে কলেজের নমুনা নিয়ে পরীক্ষা করলে জট থাকবে না। এ জন্য মেশিনটি একাধিক শিফটে চালাতে হবে। তাহলে মানুষের দুর্ভোগ কমবে। একাধিক শিফটে মেশিন চালানোর জন্য হাসপাতালে এখন পর্যাপ্ত জনবল আছে বলেও জানা গেছে। একাধিক শিফটে মেশিন না চালানোর বিষয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘আমাদের ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা জরুরি। রোগ নির্ণয় করেই তাঁদের চিকিৎসা দিতে হয়। অনেকের অপারেশনের আগে জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা করাতে হয়। আবার কোভিড নাকি নন-কোভিড আইসিইউতে রোগী নেওয়া হবে, সেটি জানার জন্যও নমুনা পরীক্ষা করাতে হয়। সে কারণে রোগী ছাড়া আমরা বাইরের নমুনা নিতে পারি না।’ পরিচালক বলেন, ‘আমাদের মেশিন মাত্র একটা। আর কলেজের মেশিন তিনটা। সেই তিন মেশিন চললে তো নমুনাজট হওয়ার কথা না।’
তবে কলেজের আরটি-পিসিঅর ল্যাবের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেন, ‘সরঞ্জামাদি না থাকায় আমাদের তিনটি মেশিনের মধ্যে দুটিই চলে না। একটি মেশিন তিন-চার শিফটে চালিয়েও প্রতিদিনের সব নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। ফলে জট লেগে যাচ্ছে। তবে অন্য দুটি মেশিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি পাওয়া গেলে নমুনাজট আর থাকবে না।’
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে আবারও দেখা দিয়েছে নমুনাজট। এখন করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার পর ওই দিনই আর ফল পাওয়া যাচ্ছে না। ফল জানতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে এক থেকে দুদিন। জরুরি প্রয়োজনে নমুনা পরীক্ষা করতে দিয়েও ফল না পাওয়ায় ভোগান্তি হচ্ছে মানুষের।
গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নমুনার চাপ ছিল না। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর আবার নমুনাজট দেখা দিল। এর আগে করোনার ডেল্টা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার সময়ে নমুনা জট দেখা দিয়েছিল।
রাজশাহীতে করোনার নমুনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব রয়েছে দুটি। এর একটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগে। অন্য ল্যাবটি রামেক হাসপাতালে। রামেকে পিসিআর মেশিন রয়েছে তিনটি। হাসপাতালে আছে একটি। চারটি মেশিনের দুটি চলছে। কলেজের অন্য দুটি মেশিনের মধ্যে একটি প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে চালুই হয়নি। আরেকটা আগে চললেও এখন সরঞ্জামাদির অভাবে বন্ধ রয়েছে। এখানে একটি মেশিন অবিরাম নমুনা পরীক্ষা করে যাচ্ছে। তিন শিফটে মেশিনটিতে দিনে ২৮২টি পর্যন্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে। চাপ সামলাতে কোনো কোনো দিন চার শিফটও চালানো হয় মেশিনটি। অথচ রামেক হাসপাতালের মেশিনটিতে এক শিফটে মাত্র ৯৪টি করে নমুনা পরীক্ষা করা হচ্ছে। তারপর বিশ্রাম পাচ্ছে মেশিনটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামেক হাসপাতালের ল্যাবে শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। ভর্তি না থাকা কারও এখানে নমুনা পরীক্ষার সুযোগ নেই। আগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) স্বাস্থ্য বিভাগ রোগীর বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতালের ল্যাবে পরীক্ষা করাত। এখন রাসিকও নমুনা নিয়ে যাচ্ছে কলেজে। পাশাপাশি বিভাগের অন্য কয়েকটি জেলা থেকেও এখানে নমুনা আসছে। এ ছাড়া বিদেশগামীদের নমুনা কলেজে পরীক্ষা করায় সিভিল সার্জনের কার্যালয়। কলেজের পক্ষ থেকেও রাজশাহীর সাধারণ মানুষের নমুনা সংগ্রহ করা হয়। এই চারদিকের নমুনার কারণে কলেজের ল্যাবে চাপ বেড়ে গেছে। দেখা দিয়েছে নমুনাজট।
গত শনিবার ২৬৪টি নমুনা কলেজের ল্যাবে ছিল পরীক্ষার অপেক্ষায়। রোববার ছিল ২০৬টি। সোমবার এসব নমুনা পরীক্ষা শুরু হয়। আর সোমবার যেসব নমুনা সংগ্রহ হয়, সেগুলো মঙ্গলবার পরীক্ষা করার কথা। তবে পরীক্ষায় অগ্রাধিকার পায় বিদেশগামীদের নমুনা। জরুরি বলে যেদিন সংগ্রহ, সেদিনই পরীক্ষা করা হয় তাদের নমুনা। ফলে অন্য নমুনার ক্ষেত্রে জট লেগে যাচ্ছে।
দুই ল্যাবে খোঁজ নিয়ে জানা গেছে, একটি মেশিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করতে পারে। সবশেষ রোববার চার শিফটে কলেজের ল্যাবে ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন হাসপাতাল ল্যাবে মাত্র ৯২টি নমুনা পরীক্ষা হয়। আগের দিন শনিবার কলেজের ল্যাবে ২১০টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এদিন হাসপাতালের মেশিনে পরীক্ষা হয় ৯১টি। গত শুক্রবার কলেজে ১৫৯টি নমুনা পরীক্ষা হলেও হাসপাতালে কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালের ল্যাবে কলেজের নমুনা নিয়ে পরীক্ষা করলে জট থাকবে না। এ জন্য মেশিনটি একাধিক শিফটে চালাতে হবে। তাহলে মানুষের দুর্ভোগ কমবে। একাধিক শিফটে মেশিন চালানোর জন্য হাসপাতালে এখন পর্যাপ্ত জনবল আছে বলেও জানা গেছে। একাধিক শিফটে মেশিন না চালানোর বিষয়ে জানতে চাইলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘আমাদের ভর্তি থাকা রোগীদের নমুনা পরীক্ষা করা জরুরি। রোগ নির্ণয় করেই তাঁদের চিকিৎসা দিতে হয়। অনেকের অপারেশনের আগে জরুরি ভিত্তিতে নমুনা পরীক্ষা করাতে হয়। আবার কোভিড নাকি নন-কোভিড আইসিইউতে রোগী নেওয়া হবে, সেটি জানার জন্যও নমুনা পরীক্ষা করাতে হয়। সে কারণে রোগী ছাড়া আমরা বাইরের নমুনা নিতে পারি না।’ পরিচালক বলেন, ‘আমাদের মেশিন মাত্র একটা। আর কলেজের মেশিন তিনটা। সেই তিন মেশিন চললে তো নমুনাজট হওয়ার কথা না।’
তবে কলেজের আরটি-পিসিঅর ল্যাবের প্রধান অধ্যাপক সাবেরা গুলনাহার বলেন, ‘সরঞ্জামাদি না থাকায় আমাদের তিনটি মেশিনের মধ্যে দুটিই চলে না। একটি মেশিন তিন-চার শিফটে চালিয়েও প্রতিদিনের সব নমুনা পরীক্ষা করা যাচ্ছে না। ফলে জট লেগে যাচ্ছে। তবে অন্য দুটি মেশিনের প্রয়োজনীয় সরঞ্জামাদি পাওয়া গেলে নমুনাজট আর থাকবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে