কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের পাঠদান কক্ষের পাশে একাডেমিক ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে পোশাক তৈরি করা হচ্ছে। একাডেমিক ভবন আধাপাকা হওয়ায় সেলাই মেশিনের শব্দ খুব সহজেই বাইরে যাচ্ছে। এদিকে শ্রমিকেরা উচ্চস্বরে কথা বলেন। একই সঙ্গে বহিরাগতরা যখন-তখন প্রবেশ করছেন বিদ্যালয়ে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে নান্দিনামধু উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। গত ১ ডিসেম্বর আধাপাকা টিনশেডের এই ভবনটির তিনটি কক্ষ স্থানীয় আব্দুর রহমান বাবলুকে ভাড়া দেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
এতে ৩০০ টাকার স্ট্যাম্পে করা হয়েছে ঘর ভাড়ার চুক্তিনামা। আব্দুর রহমান বাবলু নামের এক ব্যক্তি টেইলারিং ব্যবসা করার জন্য ঘরটি ভাড়া নিয়েছেন। জামানত দেওয়া হয় ৬ হাজার টাকা। আর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
ভাড়া নেওয়ার পর সেই কক্ষগুলোতে সেলাই মেশিন স্থাপন করে কিছু জনবল নিয়োগ দিয়ে ছোট মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন আব্দুর রহমান বাবলু।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের পাশেই ফ্যাক্টরি থাকায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ফ্যাক্টরির মধ্যে মেশিনের শব্দের পাশাপাশি শ্রমিকদের কথা বলার শব্দে এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
আব্দুর রশিদ নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের কক্ষে গার্মেন্টস করা হয়েছে। তাঁর নিজ পরিবারের ছয়জন ছেলেমেয়ে লেখাপড়া করেছে। ফ্যাক্টরিতে সব সময় বহিরাগত মানুষ চলাফেরা করে। এ কারণে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, মৌখিক এবং লিখিতভাবে বলা হয়েছে। এটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের কক্ষ ভাড়া নেওয়া আব্দুর রহমান বাবলু বলেন, ডিসেম্বরের দিকে তিনি রুম ভাড়া নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু মানুষ চক্রান্ত করে অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবার অনুমতি নিয়ে কক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছিল।
কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, ‘বিষয়টি জানার পরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন।’ শিক্ষার পরিবেশ নষ্ট হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের পাঠদান কক্ষের পাশে একাডেমিক ভবনের তিনটি কক্ষ ভাড়া নিয়ে পোশাক তৈরি করা হচ্ছে। একাডেমিক ভবন আধাপাকা হওয়ায় সেলাই মেশিনের শব্দ খুব সহজেই বাইরে যাচ্ছে। এদিকে শ্রমিকেরা উচ্চস্বরে কথা বলেন। একই সঙ্গে বহিরাগতরা যখন-তখন প্রবেশ করছেন বিদ্যালয়ে। এজন্য শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হচ্ছে। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।
জানা গেছে, ২০১৯-২০২০ অর্থবছরে নান্দিনামধু উচ্চবিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। গত ১ ডিসেম্বর আধাপাকা টিনশেডের এই ভবনটির তিনটি কক্ষ স্থানীয় আব্দুর রহমান বাবলুকে ভাড়া দেন প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি।
এতে ৩০০ টাকার স্ট্যাম্পে করা হয়েছে ঘর ভাড়ার চুক্তিনামা। আব্দুর রহমান বাবলু নামের এক ব্যক্তি টেইলারিং ব্যবসা করার জন্য ঘরটি ভাড়া নিয়েছেন। জামানত দেওয়া হয় ৬ হাজার টাকা। আর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
ভাড়া নেওয়ার পর সেই কক্ষগুলোতে সেলাই মেশিন স্থাপন করে কিছু জনবল নিয়োগ দিয়ে ছোট মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক তৈরি করছেন আব্দুর রহমান বাবলু।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের পাশেই ফ্যাক্টরি থাকায় ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। ফ্যাক্টরির মধ্যে মেশিনের শব্দের পাশাপাশি শ্রমিকদের কথা বলার শব্দে এখানে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
আব্দুর রশিদ নামের এক অভিভাবক বলেন, বিদ্যালয়ের কক্ষে গার্মেন্টস করা হয়েছে। তাঁর নিজ পরিবারের ছয়জন ছেলেমেয়ে লেখাপড়া করেছে। ফ্যাক্টরিতে সব সময় বহিরাগত মানুষ চলাফেরা করে। এ কারণে সঠিকভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
নান্দিনামধু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, মৌখিক এবং লিখিতভাবে বলা হয়েছে। এটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের কক্ষ ভাড়া নেওয়া আব্দুর রহমান বাবলু বলেন, ডিসেম্বরের দিকে তিনি রুম ভাড়া নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিছু মানুষ চক্রান্ত করে অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
বিদ্যালয়ের সভাপতি কামরুল হাসান বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সবার অনুমতি নিয়ে কক্ষগুলো ভাড়া দেওয়া হয়েছিল।
কামারখন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, ‘বিষয়টি জানার পরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন।’ শিক্ষার পরিবেশ নষ্ট হলে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে