বিনোদন প্রতিবেদক, ঢাকা
গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন সুমন আনোয়ার। নাম ‘মির্জা’। নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে ফিল্মটির শুটিং। নির্মাতা জানালেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে মির্জা। প্রথম পর্বের নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। চলতি বছরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।
মির্জার গল্প নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প মির্জা। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ক্লাব টোয়েন্টি নাইন। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।’
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’
তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুটিং করা সহজ ছিল না বলে জানালেন নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এমন একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। দিন শেষে আমাদের শুটিং দুর্দান্ত হয়েছে। কিন্তু এই শুটিংয়ের পেছনে আমার যে পরিশ্রম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল না। নিজের দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়েছে। সমস্যা হলো, আমাদের এখানে পেশাদারত্বের অভাব আছে। শিল্পের সঙ্গে জড়িত সবাইকে জানতে হবে, শুটিংটা আসলে কী। একটা কাজের সঙ্গে ৭০-৮০ জন মানুষ জড়িত থাকে। তারা যদি নিজেদের কাজটা বুঝতে পারে, তাহলেই ভালো একটি প্রোডাকশন তৈরি সম্ভব। পেশাদারত্ব সৃষ্টি করতে হলে আমাদের ইনস্টিটিউট প্রয়োজন।’
মির্জাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ।
গোয়েন্দা গল্প নিয়ে ওয়েব ফিল্ম বানাচ্ছেন সুমন আনোয়ার। নাম ‘মির্জা’। নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে ফিল্মটির শুটিং। নির্মাতা জানালেন, ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে মির্জা। প্রথম পর্বের নাম ‘ক্লাব টোয়েন্টি নাইন’। চলতি বছরের শেষ নাগাদ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি।
মির্জার গল্প নিয়ে নির্মাতা সুমন আনোয়ার বলেন, ‘এক ব্যক্তির গোয়েন্দা হয়ে ওঠার গল্প মির্জা। গোয়েন্দা হয়ে উঠতে যে গুণাবলি দরকার, তার চেয়ে কিঞ্চিৎ কম নিয়ে মির্জা কাজে নেমে পড়ে। মির্জার গোয়েন্দা হয়ে ওঠার গল্প নিয়েই এর প্রথম কিস্তি। ফ্র্যাঞ্চাইজি হিসেবে তৈরি হবে এটি। প্রতি পর্বে দেখা যাবে ভিন্ন গল্প। প্রথম পর্বের নাম ক্লাব টোয়েন্টি নাইন। এরপর ধারাবাহিকভাবে আসবে মির্জার পরের কিস্তিগুলো।’
সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী সুমন আনোয়ার। তিনি বলেন, ‘প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা হিসেবে একধরনের প্রত্যাশা থাকে। মির্জার ক্ষেত্রেও আমার সেই প্রত্যাশা আছে। মির্জার গল্প, শিল্পীদের পারফরম্যান্স—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে আমি খুব এক্সাইটেড।’
তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে শুটিং করা সহজ ছিল না বলে জানালেন নির্মাতা। সুমন আনোয়ার বলেন, ‘দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে এমন একটি কোয়ালিটি প্রোডাকশন তৈরি করাও যুদ্ধের মতো। দিন শেষে আমাদের শুটিং দুর্দান্ত হয়েছে। কিন্তু এই শুটিংয়ের পেছনে আমার যে পরিশ্রম হয়েছে, সেটা হওয়ার কথা ছিল না। নিজের দায়িত্বের বাইরেও অনেক কাজ করতে হয়েছে। সমস্যা হলো, আমাদের এখানে পেশাদারত্বের অভাব আছে। শিল্পের সঙ্গে জড়িত সবাইকে জানতে হবে, শুটিংটা আসলে কী। একটা কাজের সঙ্গে ৭০-৮০ জন মানুষ জড়িত থাকে। তারা যদি নিজেদের কাজটা বুঝতে পারে, তাহলেই ভালো একটি প্রোডাকশন তৈরি সম্ভব। পেশাদারত্ব সৃষ্টি করতে হলে আমাদের ইনস্টিটিউট প্রয়োজন।’
মির্জাতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন পারসা ইভানা। সিনেমাটি নিয়ে তিনিও খুব আশাবাদী। শুটিং ইউনিটের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার জন্য আশীর্বাদের মতো। এ ছাড়া নির্মাতা সুমন আনোয়ারের পরিচালনায় কাজ করা বড় একটি সুযোগ। মির্জার সঙ্গে জড়িত সবাইকে অনেক ধন্যবাদ। মির্জা রিলিজের অপেক্ষায়।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েল প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে