নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হোক শোয়ার কিংবা বসার ঘর, কোণগুলোতে কোন জিনিসটি রাখলে অন্দরের সৌন্দর্য আরও বেড়ে যাবে, তা নিয়ে ভেবেছেন কি?
বসার ঘরের দুই সোফার মধ্যবর্তী দূরত্বে কিংবা সোফা সেটের কর্নারে একটি প্ল্যানটার স্ট্যান্ড রাখা যেতে পারে। যদি গাছপ্রেমী হন তাহলে এটি আপনার জন্য জুতসই পরামর্শ। একটি প্ল্যানটার স্ট্যান্ডে তিন, চার, পাঁচটি টবসহ গাছ রাখা যাবে। এতে আপনার বসার ঘরে সবুজের দেখা মিলবে। সেই সঙ্গে একটি স্ট্যান্ডে গাছ গোছানো আকারে থাকলে ঘরটি দেখতে পরিপাটি লাগবে। এই স্ট্যান্ডগুলো আয়রন রড দিয়ে তৈরি বলে খুব একটা ভারী নয়। সাধারণত সেগুলো ব্যয়বহুল নয়। আবার দেখতেও মানানসই। প্ল্যানটার স্ট্যান্ড শোয়ার ঘর কিংবা গেস্টরুমেও রাখতে পারেন।
ঘরের কোণে কিংবা বিছানার আশপাশে ফেইরি লাইট ঝোলাতে পারেন। অন্ধকার ঘরে যখন লাইটগুলো জ্বলতে থাকবে, তখন অন্য রকম আবেশে আপনার মন জুড়িয়ে যাবে। খাটের একপাশে রাখতে পারেন ল্যাম্প স্ট্যান্ড। এগুলো লম্বায় ৪-৫ ইঞ্চি হয়ে থাকে। কাঠ কিংবা আয়রন রট দিয়ে তৈরি করা হয় এসব ল্যাম্প স্ট্যান্ড। ল্যাম্প স্ট্যান্ডের ওপরে ল্যাম্প থাকে এবং নিচে একটি বা দুটি তাক থাকে। সেখানে আপনি রাখতে পারেন প্রিয় একটি গাছ কিংবা প্রিয় লেখকের বই। ঘুমানোর আগে চশমাটা খুলে তাকে রাখতে পারবেন।
ঘরের কোণে বড় বড় অ্যান্টিক শোপিস রাখতে পারেন। অ্যান্টিকের বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এমন দোকানে নান্দনিক কর্নার টেবিল পাওয়া যায়। সেসব দোকান থেকে পছন্দের কর্নার টেবিল কিনতে পারেন। আর টেবিলের তাকে চীনামাটি, মাটি কিংবা অন্য কোনো ধাতবের শোপিস রাখতে পারেন।
প্রাপ্তিস্থান ও দরদাম
বিভিন্ন ধরনের কর্নার টেবিল যেকোনো আসবাবের দোকানে অর্ডার দিয়ে বানাতে পারবেন। অনলাইন থেকে কিনতে আর্ট অ্যান্ড ডেকোর, ভিটরা ফার্নিচার, ফার্নেশিং, নন্দিতা কুটির ইত্যাদি পেজে ঢুঁ মারতে পারেন। দাম ১ হাজার থেকে শুরু করে ৫-৭ হাজার হয়ে থাকে। অ্যান্টিকের দোকান থেকে শোপিস ও কর্নার টেবিল কিনলে দাম ৫-৭ হাজার থেকে শুরু করে ৫০ হাজার, লাখ টাকা গুনতে হবে।
হোক শোয়ার কিংবা বসার ঘর, কোণগুলোতে কোন জিনিসটি রাখলে অন্দরের সৌন্দর্য আরও বেড়ে যাবে, তা নিয়ে ভেবেছেন কি?
বসার ঘরের দুই সোফার মধ্যবর্তী দূরত্বে কিংবা সোফা সেটের কর্নারে একটি প্ল্যানটার স্ট্যান্ড রাখা যেতে পারে। যদি গাছপ্রেমী হন তাহলে এটি আপনার জন্য জুতসই পরামর্শ। একটি প্ল্যানটার স্ট্যান্ডে তিন, চার, পাঁচটি টবসহ গাছ রাখা যাবে। এতে আপনার বসার ঘরে সবুজের দেখা মিলবে। সেই সঙ্গে একটি স্ট্যান্ডে গাছ গোছানো আকারে থাকলে ঘরটি দেখতে পরিপাটি লাগবে। এই স্ট্যান্ডগুলো আয়রন রড দিয়ে তৈরি বলে খুব একটা ভারী নয়। সাধারণত সেগুলো ব্যয়বহুল নয়। আবার দেখতেও মানানসই। প্ল্যানটার স্ট্যান্ড শোয়ার ঘর কিংবা গেস্টরুমেও রাখতে পারেন।
ঘরের কোণে কিংবা বিছানার আশপাশে ফেইরি লাইট ঝোলাতে পারেন। অন্ধকার ঘরে যখন লাইটগুলো জ্বলতে থাকবে, তখন অন্য রকম আবেশে আপনার মন জুড়িয়ে যাবে। খাটের একপাশে রাখতে পারেন ল্যাম্প স্ট্যান্ড। এগুলো লম্বায় ৪-৫ ইঞ্চি হয়ে থাকে। কাঠ কিংবা আয়রন রট দিয়ে তৈরি করা হয় এসব ল্যাম্প স্ট্যান্ড। ল্যাম্প স্ট্যান্ডের ওপরে ল্যাম্প থাকে এবং নিচে একটি বা দুটি তাক থাকে। সেখানে আপনি রাখতে পারেন প্রিয় একটি গাছ কিংবা প্রিয় লেখকের বই। ঘুমানোর আগে চশমাটা খুলে তাকে রাখতে পারবেন।
ঘরের কোণে বড় বড় অ্যান্টিক শোপিস রাখতে পারেন। অ্যান্টিকের বিভিন্ন সামগ্রী পাওয়া যায় এমন দোকানে নান্দনিক কর্নার টেবিল পাওয়া যায়। সেসব দোকান থেকে পছন্দের কর্নার টেবিল কিনতে পারেন। আর টেবিলের তাকে চীনামাটি, মাটি কিংবা অন্য কোনো ধাতবের শোপিস রাখতে পারেন।
প্রাপ্তিস্থান ও দরদাম
বিভিন্ন ধরনের কর্নার টেবিল যেকোনো আসবাবের দোকানে অর্ডার দিয়ে বানাতে পারবেন। অনলাইন থেকে কিনতে আর্ট অ্যান্ড ডেকোর, ভিটরা ফার্নিচার, ফার্নেশিং, নন্দিতা কুটির ইত্যাদি পেজে ঢুঁ মারতে পারেন। দাম ১ হাজার থেকে শুরু করে ৫-৭ হাজার হয়ে থাকে। অ্যান্টিকের দোকান থেকে শোপিস ও কর্নার টেবিল কিনলে দাম ৫-৭ হাজার থেকে শুরু করে ৫০ হাজার, লাখ টাকা গুনতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে